For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL 2021: পোলার্ডের উইকেটটাই সেরা, মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে হ্য়াটট্রিকের পর নতুন নাম পেলেন হর্ষল

  • |
Google Oneindia Bengali News

গুজরাটের ছেলে, কিন্তু এখন খেলেন হরিয়ানার হয়ে। চলতি আইপিএলে প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও দুরন্ত ছন্দে রয়েছেন হর্ষল প্যাটেল। ১০ ম্যাচে ২৩ উইকেট তাঁর ঝুলিতে। আইপিএলে সর্বোচ্চ উইকেটশিকারী হওয়ার দৌড়ে কার্যত ধরাছোঁয়ার বাইরে। কেন না, আবেশ খান অনেক পিছনে পড়ে গিয়েছেন। গতকাল দুবাইয়ে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে হ্যাটট্রিকের পর হর্ষল পেলেন নতুন নাম। হ্যাটট্রিক প্যাটেল নাম দিলেন যুজবেন্দ্র চাহাল। টি ২০ বিশ্বকাপের দলে সুযোগ না পাওয়ার আক্ষেপও নেই হর্ষলের।

জীবনে প্রথম

জীবনে প্রথম

এবারের আইপিএলে সর্বাধিক উইকেটশিকারী হর্ষল প্যাটেল গতকাল মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৩.১ ওভারে হ্যাটট্রিক-সহ চার উইকেট নিয়েছেন, মাত্র ১৭ রানের বিনিময়ে। ম্যাচের ১৭তম ওভারের প্রথম তিন ওভারে তিনি পরপর ফেরান হার্দিক পাণ্ডিয়া, কায়রন পোলার্ড ও রাহুল চাহারকে। এরপর ১৯তম ওভারের প্রথম বলে আউট করেন অ্যাডাম মিলনেকে। হ্যাটট্রিক করতে পেরে উচ্ছ্বসিত হর্ষল বলেন, আমার জীবনে এটাই প্রথম হ্যাটট্রিক। স্কুল ম্যাচেও কখনও হ্যাটট্রিক করতে পারিনি। এর আগে আইপিএলে পাঁচবার হ্যাটট্রিকের পরিস্থিতি তৈরি করলেও তা অধরাই ছিল। ষষ্ঠবার সেই সুযোগ হাতছাড়া করতে হয়নি ভেবে ভালো লাগছে। ধাতস্থ হতে আরও কিছুটা সময় লাগবে। ৩০ বছর বয়সি পেসার স্কিল অনুযায়ী নিজেকে যথাযথভাবে মেলে ধরতে পেরেও সন্তুষ্ট।

তৃপ্তির উইকেট

তৃপ্তির উইকেট

হর্ষল হ্যাটট্রিক করলেও সবচেয়ে বেশি তৃপ্তি পেয়েছেন কায়রন পোলার্ডকে আউট করে। তিনি বলেন, আমাদের টিম মিটিংয়ে ঠিক হয়েছিল পোলার্ডের মতো ব্যাটসম্যানকে শরীর থেকে কিছুটা দূরে বল করতে করতে হঠাৎ একটা ইয়র্কার দেওয়া হবে, যেটা তিনি মিস করতে পারেন। কিন্তু পোলার্ড যখন ব্যাট করতে নামান তখন যেহেতু আমার স্লোয়ার ডেলিভারিগুলি ভালো হচ্ছিল তাই ফিল্ডিং সাজানো অনুযায়ী জোরে ইয়র্কার না দিয়ে স্লো বলেই আস্থা রাখি। বুদ্ধি খাটিয়ে পোলার্ডকে বোকা বানিয়ে তাঁর উইকেট তুলে নিয়েই তাই সবচেয়ে বেশি খুশি হর্ষল।

লক্ষ্যে অবিচল

লক্ষ্যে অবিচল

হর্ষল প্যাটেল সাংবাদিক সম্মেলনে আরও জানিয়েছেন, আমরা পয়েন্ট তালিকার দিতে তাকিয়ে খেলতে নামছি না। ওই দিকে মনঃসংযোগ করলে দলের গোটা প্রসেসটা ব্যাহত পারে বলে। দুটি পরাজয় থেকে ঘুরে দাঁড়ানোর কঠিন কাজটা মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচে আমরা করতে পেরেছি। ধারাবাহিকতা বজায় রেখে ঠিক এই ব্র্যান্ডের ক্রিকেটটাই খেলতে চাইছি আমরা। হর্ষল সংযুক্ত আরব আমিরশাহীর বিভিন্ন মাঠে চরিত্র অনুযায়ী বোলিং কৌশল বদলাচ্ছেন। তিনি বলেন, শারজায় খেলা হলে বেশি স্লোয়ার ডেলিভারি করছি। আবু ধাবিতে ৮০ শতাংশই জোরে বল করার লক্ষ্য থাকে। আমি যে পেসার সেটা মাথায় রাখি না। যে ম্যাচে যখন স্লো কিংবা জোরে বল করার দরকার তখন সেটাই করে থাকি।

আক্ষেপ নেই

আক্ষেপ নেই

টি ২০ বিশ্বকাপের দলে সুযোগ পাননি। ৬৪টি প্রথম শ্রেণির ম্যাচে ২২৬ উইকেট রয়েছে। ব্যাটের হাতও ভালো, প্রথম শ্রেণির ক্রিকেটে পাঁচটি এবং ৫০ ওভার ও টি ২০ ফরম্যাটে ৩টি করে হাফ সেঞ্চুরিও রয়েছে। ১০৬টি টি ২০ ম্যাচে ১২১ উইকেট পেয়েছেন। ৫০ ওভারের ক্রিকেটে ৫৭ ম্যাচে ৮০টি উইকেট রয়েছে। তবে ভারতীয় দলে অভিষেক হয়নি। আইপিএলে দারুণ ফর্মে থেকেও সুযোগ পাননি টি ২০ বিশ্বকাপ দলে। সেই প্রসঙ্গে হর্ষল বলেন, আমার জীবনে আক্ষেপ বলে কিছু নেই। যখন যেটা ভালো মনে করেছি নিজের সামর্থ্য অনুযায়ী সেই সিদ্ধান্তই নিয়েছি সব সময়। কোনও দলে সুযোগ পাওয়ার বিষয়টি আমার হাতে নেই। রাজ্য বা দেশের হয়ে খেলি কিংবা কোনও ক্লাব বা আইপিএল দলের হয়ে, বোলিং বা ব্যাটিংয়ের সময় পজিটিভ থেকেই খেলার চেষ্টা করি। এটাই আমার বরাবর লক্ষ্য থাকে, যতদিন খেলব সেটাই থাকবে। শেষ তিন বছরের পারফরম্যান্সকে নিজের কেরিয়ারের সেরা সময় বলে মনে করেন হর্ষল। তাঁর কথায়, অনেকেরই প্রতিভা কিছুটা দেরিতে বিকশিত হয়। আমি তাঁদেরই একজন বলে মনে করি। তবে আমার বডি, স্কিল যে পর্যায়ে রয়েছে তাতে ইতিবাচক থাকলে সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে পারব বলে আমি নিশ্চিত।

English summary
RCB Pacer Harshal Patel Gets His New Nickname From Teammate Yuzvendra Chahal After MI Match. Harshal Geats The First Hattrick Of His Career In Sixth Attempt In IPL.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X