For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL 2021: বিরাটের আরসিবি-র জার্সির রং কেন নীল, কেকেআর ম্যাচের জার্সি কেন নিলামে উঠবে জানেন?

  • |
Google Oneindia Bengali News

আইপিএলের দ্বিতীয়ার্ধের অভিযান কলকাতা নাইট রাইডার্স ম্যাচ দিয়েই শুরু করতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। সোমবার আবু ধাবিতে পয়েন্ট তালিকায় সাত নম্বরে থাকা কেকেআরের বিরুদ্ধে তিনে থাকা আরসিবি খেলতে নামবে নীল রঙের জার্সি পরে। হঠাৎ কেন এই নীল জার্সি পরের খেলার সিদ্ধান্ত সে কথা জানিয়েছেন খোদ আরসিবি অধিনায়ক বিরাট কোহলি।

নীল জার্সির নেপথ্যে

আজই আনুষ্ঠানিকভাবে নীল রঙের আরসিবি-র বিশেষ জার্সি উন্মোচন করেন বিরাট কোহলি ও আরসিবি চেয়ারম্যান প্রথমেশ মিশ্র। পিপিই কিটের রঙে এই জার্সিটি করার পিছনে রয়েছে মহান উদ্যোগ। এই জার্সিতে ক্রিকেটারদের সই থাকবে এবং তা তোলা হবে নিলামে। নিলাম থেকে সংগৃহীত অর্থ দিয়ে দরিদ্র মানুষকে বিনামূল্যে ভ্যাকসিন প্রদানের ব্যবস্থা করা হবে বলে আরসিবি-র তরফে জানানো হয়েছে। করোনা-যুদ্ধে ফ্রন্টলাইন ওয়ার্কারদের কুর্নিশ জানাতেই এই বিশেষ জার্সি পরে নামবে বিরাট-ব্রিগেড। এ প্রসঙ্গে বিরাট বলেন, এবার একটা নতুন ধরনের নীল জার্সিতে খেলতে নামব। এটা যেমন বার্তা বহন করবে, তেমনই আরসিবি একটি নতুন মাইলস্টোনও গড়তে চলেছে। ভারতে ভ্যাকসিনেশন প্রক্রিয়াকে ত্বরান্বিত করার কাজে হাত বাড়াবে আরসিবি। উল্লেখ্য, এর আগেও পরিবেশ সচেতনতার বার্তা দিয়ে সবুজ রঙের জার্সি পরে খেলতে দেখা গিয়েছে আরসিবিকে।

শক্তি বেড়েছে

আইপিএলের প্রথমার্ধে আরসিবি যে ভালো খেলেছে তা মাথায় না রেখে দ্বিতীয়ার্ধে নতুন করে শুরু করতে চাইছেন বিরাট। শিবিরে যাতে কোনওরকম আত্মতুষ্টি না থাকে সে ব্যাপারে সতর্ক আরসিবি অধিনায়ক। টি ২০ বিশ্বকাপের আগে প্রথমবার আইপিএল ট্রফি জয়ের স্বাদ পেতে মুখিয়ে কিং কোহলি। তিনি বলেন, আমাদের দলে বেশ কিছু পরিবর্তন হয়েছে। কয়েকজন পরিবর্ত ক্রিকেটার এসেছেন। গ্রহণযোগ্য কারণেই কেন রিচার্ডসন, অ্যাডাম জাম্পা দ্বিতীয়ার্ধে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন। তবে তাঁদের পরিবর্ত হিসেবে যাঁদের আমরা নিয়েছি তাঁরা দুজনেই সংযুক্ত আরব আমিরশাহীর কন্ডিশনের সঙ্গে পরিচিত। এখানকার আবহাওয়া, পরিস্থিতি উপমহাদেশের অন্য দেশগুলির মতোই। ওয়ানিন্দু হাসারঙ্গা, দুষ্মন্ত চামিরী শ্রীলঙ্কায় প্রচুর ক্রিকেট খেলেছেন। কীভাবে এখানকার পিচে খেলতে হয় সে সম্পর্কেও তাঁরা ওয়াকিবহাল। তাঁদের স্কিলসেট আমাদের দলের কাজে লাগবে। আমার ব্যক্তিগতভাবে মনে হয়, দল আরও শক্তিশালী হয়েছে। বিশেষ করে নতুন যাঁরা এসেছেন তাঁরা নতুন দিশা দেখাবেন।

ধারাবাহিকতা চান বিরাট

বিরাট বলেন, আমরা সকলেই যে পর্যায়ে ক্রিকেট খেলি তাতে সাতটি ম্যাচে টানা জয় পেলেও অষ্টম ম্যাচে একইরকম প্যাশন, দায়বদ্ধতা ও পেশাদারিত্ব নিয়েই নামতে হয়। যদি পাঁচটি ম্যাচে জয় না পাওয়া যায় তাহলেও ষষ্ঠ ম্যাচে মোটিভেশন খুঁজে নিয়ে জেতার লক্ষ্যেই সকলে মাঠে নামেন। তথ্য-পরিসংখ্যান, ব্যাখ্যা-বিশ্লেষণে ভর করে ম্যাচ খেলা হয় না। মাঠের বাইরের তথ্য ম্যাচ খেলার সময় গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হল সংশ্লিষ্ট পরিস্থিতির মোকাবিলা কেমনভাবে করা হচ্ছে। রণকৌশল ঠিক করা আর তার সফল রূপায়ণের দিকেই নজর রাখতে হয়। প্রথমার্ধে দলের খেলা তাঁদের আত্মবিশ্বাস যে বাড়িয়েছে সে কথা অবশ্য মেনে নিয়েছেন বিরাট। প্রথমার্ধের মতোই দ্বিতীয়ার্ধেই দলের একইরকম খেলা ও ধারাবাহিকতা প্রত্যাশা করছেন বিরাট।

(ছবি- রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর টুইটার)

English summary
RCB Captain Virat Kohli Says Signed Blue Jerseys To Be Auctioned To Offer Free Covid-19 Vaccines. RCB Players To Wear The Blue Jerseys Against KKR On Monday.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X