For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL 2022: পর পর তিন ম্যাচে অসফল ঋতুরাজ এবং সিএসকের ব্যর্থতা নিয়ে মুখ খুললেন রবীন্দ্র জাডেজা

পর পর তিন ম্যাচে অসফল ঋতুরাজ এবং সিএসকের ব্যর্থতা নিয়ে মুখ খুললেন রবীন্দ্র জাডেজা

Google Oneindia Bengali News

চেন্নাই সুপার কিংসের নতুন অধিনায়ক হিসেবে শুরুটা প্রত্যাশা আশানরূপ করতে পারেননি রবীন্দ্র জাডেজা। তাঁর নেতৃত্বে চলতি আইপিএল-এর তিনটি ম্যাচেই পরাস্ত হয়েছে চেন্নাই সুপার কিংস। পাঞ্জাবের বিরুদ্ধে ৫৪ রানে দলের শোচনীয় পরাজয়ের দিনে হতাশ জাডেজার গলায় শোনা গেল ঘুরে দাঁড়ানোর কথা।

IPL 2022: পর পর তিন ম্যাচে অসফল ঋতুরাজ এবং সিএসকের ব্যর্থতা নিয়ে মুখ খুললেন রবীন্দ্র জাডেজা

ময়াঙ্ক আগারওয়লের দলের বিরুদ্ধে হারের পর জাড্ডু বলেন, "আমি মনে করি প্রথম বল থেকেই মোমেন্টাম আমরা পাইনি। পাওয়ার প্লে-তে একাধিক উইকেট হারাই। আমাদের দৃঢ়তার সঙ্গে প্রত্যাবর্তনের রাস্তা খুঁজে বের করতে হবে।"

চেন্নাইয়ের এই হারের হ্যাটট্রিকের পর সমর্থকেরা ঋতুরাজ গায়েকোয়ড়ের সমালোচনার মুখর। তরুণ এই ব্যাটসম্যান যে ভাবে প্রথম ম্যাচ থেকে ওপেনিং করতে নেমে একেবর পর এক ম্যাচে ব্যর্থ হচ্ছেন তা মেনে নিতে পারছেন না চেন্নাই সুপার কিংসের সমর্থকরা। ঋতুরাজকে দল থেকে বাদ দেওয়ারও দাবি উঠেছে। তবে, দক্ষ অধিনায়কের মতো সতীর্থেরা পাশে দাঁড়িয়েছেন রবীন্দ্র জাডেজা। তিনি বলেন, "না, আমার প্রয়োজন ওকে (গায়েকোয়াড়) আত্মবিশ্বূাস দেওয়া, আমরা সকলেই জানি কতটা ভাল খেলোয়াড় ও। আমি নিশ্চিত ও ভাল ভাবে ফিরে আসবে।"

IPL 2022: পর পর তিন ম্যাচে অসফল ঋতুরাজ এবং সিএসকের ব্যর্থতা নিয়ে মুখ খুললেন রবীন্দ্র জাডেজা

পর পর দুই ম্যাচে অর্ধ-শতরান করা শিবম দুবের প্রশংসাও শোনা যায় সিএসকে-র অধিনায়কের গলায়। তিনি বলেন, "দুবে ভাল ব্যাটিং করছে। আমরা চেষ্টা করবো নিজেদের সেরাটা দিয়ে আরও শক্তিশালী হয়ে প্রত্যাবর্তন করার।"

জাডেজা যখন প্রত্যাবর্তনের আশা করছেন দলের থেকে তখন চেন্নাইয়ের বিরুদ্ধে জয়ের সরণি'তে ফেরা পাঞ্জাব কিংসের অধিনায়ক ময়াঙ্ক আগারওয়াল প্রশংসায় ভরিয়ে দিলেন সতীর্থদের। ম্যাচের সেরা লিয়াম লিভিংস্টোন-এর প্রশংসা করে তিনি বলেন, "লিভিংস্টোনকে আমি কিছুই বলিনি। ও যখন ব্যাটিং করছিল, প্রত্যেকে দমবন্ধ করে ছিল।"

অভিষেক ম্যাচে ২১ রানের বিনিময়ে দুই উইকেট সংগ্রহ করা বৈভব অরোরার প্রশংসাও করেছেন ময়াঙ্ক। তিনি বলেছেন, "আমাদের সঙ্গে দু'বছর আগে ছিল বৈভব এবং ওর প্রতিভা আমরা দেখার সুযোগ পেয়েছিলাম। কেকেআর ওকে নিয়েছিল কিন্তু আমরা ওকে দলে চেয়েছিলাম কারণ ওর একটু অন্য রকমেরই প্রতিভা রয়েছে।"

অন্য দিকে, জিতেশকে তুলে আনার বিষয়ে দলের প্রধান কোচ অনিল কুম্বলের প্রশংসা করেন ময়াঙ্ক। তিনি বলেন, "অনিল ভাই ওকে মুম্বই ইন্ডিয়ান্সে দেখেছিল। দারুণ প্রতিভা রয়েছে ওর মধ্যে এবং দারুণ উইকেটরক্ষক ও। যেটা ওকে অন্যদের থেকে আলাদা করে তা হল ওর আচরণ।"

English summary
New skipper of Chennai Super Kings, Ravindra Jadeja speaks about the failure of team in three consecutive matches and also backs Ruturaj Gaikwad.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X