For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লিডসে হারের পরই রবীন্দ্র জাদেজা হাসপাতালে! ভারতীয় অলরাউন্ডারের জন্য উৎকণ্ঠায় সমর্থকরা

Google Oneindia Bengali News

লিডস টেস্টে হারের পরই ভারতীয় দলের অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকে নিয়ে যাওয়া হল হাসপাতালে। ভারতীয় ক্রিকেট দলের তরফে কিছু জানানো না হলেও সূত্রের খবর, দ্বিতীয় দিন ফিল্ডিংয়ের সময় হাঁটুতে চোট লেগেছিল। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এদিন হল স্ক্যান। তবে কোন হাঁটুতে তাঁর চোট লেগেছে, চোট কতটা গুরুতর তা হাসপাতালের রিপোর্ট আসার পরই জানা যাবে।

হাঁটুতে চোট

হাঁটুতে চোট

ওভালের পিচ স্পিনারদের সহায়তা করে থাকে। বৃহস্পতিবার থেকে শুরু হতে চলা সেই টেস্টে রবিচন্দ্রন অশ্বিনের দলে আসা কার্যত নিশ্চিত। চোটের কারণে জাদেজা যদি ওই টেস্টে খেলতে না পারেন তাহলি অশ্বিন প্রথম একাদশে আসবেনই। ভারতীয় শিবির খুব বেশি ঝুঁকিও নেবে না জাদেজাকে নিয়ে। এখনও অবধি চলতি সিরিজে তিনি বল হাতে দাগ কাটতে পারেননি। এরপর আইপিএলে জাদেজা খেলবেন চেন্নাই সুপার কিংসের হয়ে। তারপর টি ২০ বিশ্বকাপ। ফলে জাদেজার এই চোট তাঁকে চতুর্থ টেস্ট থেকে ছিটকেও দিতে পারে।

(ছবি- রবীন্দ্র জাদেজার ইনস্টাগ্রাম স্টোরি)

জাদেজাকে নিয়ে উদ্বেগ

জাদেজাকে নিয়ে উদ্বেগ

জাদেজা এদিন ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের হাসপাতালে থাকার ছবি দিয়ে লেখেন, আমি এখন যেখানে রয়েছি সেখানে কেউই থাকতে ভালোবাসেন না। দ্বিতীয় দিন একটি চার বাঁচাতে গিয়ে তিনি চোট পেয়েছিলেন। কিছুক্ষণের জন্য মাঠের বাইরেও যেতে হয়েছিল। ফের তিনি মাঠে ফিরেছিলেন ফিল্ডিং করতে। লিডস টেস্টের চতুর্থ দিন লাঞ্চের আগে ভারতের ৮ উইকেট পড়ে। জাদেজা সাত নম্বরে ব্যাট করতে নেমে ২৫ বলে ৩০ রান করেন। তাঁর ইনিংসে ছিল পাঁচটি চার ও একটি ছয়। ইনিংসের ১০০তম ওভারের প্রথম বলে জাদেজা আউট হলে ভারতের স্কোর দাঁড়ায় ৯ উইরেটে ২৭৮। ক্রেগ ওভার্টনের এই ওভারের তৃতীয় বলেই মহম্মদ সিরাজ জনি বেয়ারস্টোর হাতে ক্যাচ দিলে ২৭৮-এই গুটিয়ে যায় ভারতের দ্বিতীয় ইনিংস। ফলে হাঁটুর চোট খুব গুরুতর হলে জাদেজা হয়তো ব্যাট করতেই নামতে পারতেন না।

ওভালে অশ্বিন?

ওভালে অশ্বিন?

লিডস টেস্টে জাদেজা ৩২ ওভার বল করে আটটি মেডেন ওভার নেন, ৮৮ রানের বিনিময়ে দুটি উইকেট দখল করেন।ইংল্যান্ড ওপেনার হাসিব হামিদ ও মঈন আলির উইকেট পেয়েছিলেন। মঈনকে আউট করার সঙ্গে সঙ্গেই আন্তর্জাতিক ক্রিকেটে জাদেজার উইকেটসংখ্যা দাঁড়ায় ৪৫০। ৫৫টি টেস্টে ২২৩টি উইকেট রয়েছে তাঁর। ১৬৮টি একদিনের আন্তর্জাতিকে ১৮৮টি এবং টি ২০ আন্তর্জাতিকে ৫০টি ম্যাচে ৩৯টি উইকেট তাঁর ঝুলিতে রয়েছে। অনিল কুম্বলে (৯৫৩), হরভজন সিং (৭০৭), কপিল দেব (৬৮৭), রবিচন্দ্রন অশ্বিন (৬১৫), জাহির খান (৫৯৭), জাভাগল শ্রীনাথ (৫৫১) ভারতীয় হিসেবে জাদেজার চেয়ে আন্তর্জাতিক ক্রিকেটে বেশি উইকেট পেয়েছেন। টেস্টে ২২১৮, একদিনের আন্তর্জাতিকে ২৪১১ ও টি ২০ আন্তর্জাতিকে তাঁর রান ২১৭, সবমিলিয়ে মোট আন্তর্জাতিক ৪৭৪৬ রান করেছেন স্যর জাদেজা। চোট সারিয়ে মাঠে ফিরে আইপিএলের প্রথমার্ধে দুরন্ত ফর্মে ছিলেন। তারপর ইংল্যান্ড সফরে গিয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দুই ইনিংসে ১৫ ও ১৬ রান করেন। প্রথম ইনিংসে একটি উইকেট পেলেও দ্বিতীয় ইনিংসে উইকেট পাননি। এরপর কাউন্টি একাদশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে ৭৫ ও ৫১ রান করেন, বল হাতে নেন ১ উইকেট। নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজ টেস্টে জাদেজা প্রথম ইনিংসে ৫৬ রান করেন। কিন্তু দুই ইনিংসেই কোনও উইকেট পাননি। লর্ডস টেস্টে দুই ইনিংসে করেন ৪০ ও ৩। লর্ডসেও উইকেটহীন থাকেন বোলার জাদেজা। লিডস টেস্টে দুটি উইকেট পেয়েছেন। এই পরিস্থিতিতে সেরা স্পিনারকে বসিয়ে রেখে জাদেজাকে খেলানো নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল। ফলে ওভালে রবিচন্দ্রন অশ্বিনের খেলা এখন একরকম নিশ্চিতই দেখাচ্ছে। বিশেষ করে এই টেস্ট সিরিজ শুরুর আগে অশ্বিন সারের হয়ে ইনিংসে ৬ উইকেটও নিয়েছিলেন। তারপরও তিনটি টেস্টে তিনি প্রথম একাদশের বাইরে।

রিপোর্টে নির্ভর করবে খেলা

রিপোর্টে নির্ভর করবে খেলা

সোমবার ভারতীয় দলের লন্ডন যাওয়ার কথা। জাদেজার চোট খুব গুরুতর না হলে তিনি দলের সঙ্গেই লন্ডনে যাবেন। বৃহস্পতিবার থেকে ওভাল টেস্ট। চলতি বছরের জানুয়ারিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিডনি টেস্টে আঙুলে চোট পেয়েছিলেন জাদেজা। সেই টেস্টেও তিনি চোট নিয়েই ব্যাট করতে নেমেছিলেন। এই চোট অবশ্য তাঁকে দেশের মাটিতে ইংল্যান্ড সিরিজ থেকে ছিটকে দিয়েছিল। আইপিএলে তিনি সিএসকে-র হয়ে খেলেছিলেন। এবারের আইপিএলে এখনও অবধি ৭টি ম্যাচে ১৩১ রান করেছেন জাদেজা, সর্বাধিক ঝোড়ো অপরাজিত ৬২। ৬টি উইকেট পেয়েছেন, ক্যাচ ধরেছেন ৮টি।

English summary
Ravindra Jadeja Has Been Taken To A Hospital For Precautionary Scans After Test Defeat In Leeds. Allrounder Suffered The Injury While Fielding On The Second Day.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X