For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইসিসির টেস্ট ক্রমতালিকায় অলরাউন্ডারদের মধ্যে শীর্ষে রবীন্দ্র জাডেজা

আইসিসির টেস্ট ক্রমতালিকায় অলরাউন্ডারদের মধ্যে শীর্ষে রবীন্দ্র জাডেজা

Google Oneindia Bengali News

টেস্ট ক্রিকেটে আইসিসি'র বিচারে বিশ্বের সেরা অলরাউন্ডারের স্বীকৃতি পেলেন রবীন্দ্র জাডেজা। মোহলিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে বিধ্বংসী পারফরম্যান্স করেছে জাডেজা। ব্যাট হাতে অপরাজিত ১৭৫ রানের ইনিংস খেলার পাশাপাশি দুই ইনিংস মিলিয়ে নয়টি উইকেট নিয়েছেন জাডেজা। প্রথম ইনিংসে তাঁর শিকার পাঁচটি উইকেট। দ্বিতীয় ইনিংসে তিনি চারটি উইকেট পেয়েছেন।

আইসিসির টেস্ট ক্রমতালিকায় অলরাউন্ডারদের মধ্যে শীর্ষে রবীন্দ্র জাডেজা

দীর্ঘ দিন অলরাউন্ডারদের তালিকায় শীর্ষ স্থান দখল করে রেখেছিলেন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়ক তথা বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার জেসন হোল্ডার। ২০২১-এর ফেব্রুয়ারি থেকে শীর্ষ ছিলেন ক্যারিবিয়ান নক্ষত্র। এক বছর এক মাস পর তাঁকে সরিয়ে এই স্থান দখল করলেন জাডেজা।

এই নিয়ে দ্বিতীয় বার টেস্টে অলরাউন্ডারদের ক্রমতালিকায় শীর্ষ স্থান অর্জন করলেন রবীন্দ্র জাডেজা। ২০১৭ সালের অগস্টে প্রথম বার আইসিসির বিচারে বিশ্বের সেরা অলরাউন্ডারের স্বীকৃতি অর্জন করেছিলেন জাডেজা। যদিও তা ক্ষণস্থায়ী ছিল। এক সপ্তাহের জন্যই এই খেতাব ছিল তাঁর কাছে।

শুধু অলরাউন্ডারদের তালিকাতেই নয়, জাডেজার উন্নতি হয়েছে টেস্টে ব্যাটসম্যান এবং বোলারদের ক্রমতালিকায়ও। বোলারদের ক্রমতালিকায় তিন ধাপ উঠে এসেছেন তিনি। আইসিসির বিচারে ১৭ নম্বরে রয়েছেন জাডেজা। অন্য দিকে, ১৭ ধাপ উঠে এসে টেস্টে ব্যাটসম্যানদের তালিকায় ৩৭ নম্বরে রয়েছে সৌরাষ্ট্রের এই ক্রিকেটার।

টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে একটি ম্যাচে দেড়শোর বেশি রান এবং ৯টি উইকেট নেওয়ার নজির গড়েছেন রবীন্দ্র জাডেজা। ষষ্ঠ ক্রিকেটার হিসেবে একই টেস্টে ব্যাট হাতে দেড়শোর বেশি রান এবং পাঁচ উইকেট নেওয়ার নজির গড়েছেন জাডেজা।

জাডেজার পাশাপাশি প্রাক্তন ভারত অধিনায়ক বিরট কোহলিরও উন্নতি হয়েছে টেস্টে ব্যাটসম্যানদের ক্রমতালিকায়। মোহালিতে শততম টেস্ট খেলতে নামা বিরাটের ব্যাট থেকে এসেছিল ৪৫ রানের ইনিংস। দুই ধাপ উপরে উঠে প্রথম পাঁচে জায়গা করে নিয়েছেন বিরাট। তিনি রয়েছেন পঞ্চম স্থানে। উন্নতি হয়েছে উইকেটরক্ষক ঋষভ পন্থেরও। বাঁ-বাতি ব্যাটার ৯৬ রান করার সুবাদে প্রথম দশে নিজের স্থান করে নিয়েছেন।

পাকিস্তানের আজহার আলি দশ ধাপ উঠে এসে ব্যাটারদের তালিকায় বারো নম্বর স্থানে নিজের জায়গা করে নিয়েছেন। অপর দিকে, টেস্টে ব্যাটসম্যানদের ক্রমতালিকায় অবনতি হয়েছে অস্ট্রেলিয়ার ট্র্যাভিস হেডের। পাঁচ নম্বর স্থান থেকে সাত নম্বরে পৌঁছে গিয়েছেন তিনি। মূলত বিরাট কোহলির সঙ্গেই নিজের স্থানের অদল বদল হয়েছে হেডের। হেড পিছিয়ে সাত নম্বরে চলে আসায় বিরাটের স্থান হয়েছে পঞ্চমে।

English summary
Ravindra Jadeja gain top position in the Test all rounder ranking. Jadeja played outstanding innings of unbeaten 175 runs against Sri Lanka in Mohali test and also took 9 wickets in that match
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X