For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সোশ্যাল মিডিয়ায় বাকযুদ্ধে জড়ালেন জাদেজা ও মঞ্জরেকর, কিন্তু কেন?

সোশ্যাল মিডিয়ায় বাকযুদ্ধে জড়ালেন জাদেজা ও মঞ্জরেকর, কিন্তু কেন?

  • |
Google Oneindia Bengali News

ভারতের প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকরের বিরুদ্ধে বিশ্বকাপে পক্ষপাতদুষ্ট ধারাভাষ্য করার অভিযোগ তুলেছেন অস্ট্রেলিয়ার এক ক্রিকেট ফ্যান। মঞ্জরেকরের বিরুদ্ধে আইসিসি-কে চিঠিও লেখেন ওই ক্রিকেট ফ্যান।

একই ব্যক্তির বিরুদ্ধে এবার টুইটারে রীতিমতো যুদ্ধ ঘোষণা করলেন ভারতীয় অল রাউন্ডার রবীন্দ্র জাদেজা। সঞ্জয় মঞ্জরেকরকে তাঁর 'মৌখিক ডায়রিয়া' সুলভ কথাবার্তা বন্ধ করতে বলেছেন জাদেজা।

সোশ্যাল মিডিয়ায় বাকযুদ্ধে জড়ালেন জাদেজা ও মঞ্জরেকর, কিন্তু কেন?

উল্লেখ্য, ইংল্যান্ড বিশ্বকাপ শুরু হওয়ার আগে দুটি প্র্যাকটিস ম্যাচ খেললেও টুর্নামেন্টের মূল পর্বে এখনও ভারতীয় দলের জার্সি গায়ে দেখা যায়নি রবীন্দ্র জাদেজাকে। এব্যাপারে প্রশ্ন করা হলে সঞ্জয় মঞ্জরেকর বলেন, তিনি 'ক্ষুদ্র ও টুকরো' ক্রিকেটারদের খুব একটা পছন্দ করেন না। জাদেজা ৫০ ওভার ক্রিকেট কেরিয়ারের এমন এক সন্ধিক্ষণে রয়েছেন, যেখানে তাঁর সেরকমই অবস্থা বলেও মন্তব্য করেন মঞ্জরেকর।

শুধু তাই নয়, পরোক্ষে সঞ্জয় মঞ্জরেকর এও বোঝাতে ছাড়েননি যে চেন্নাই সুপার কিংসে খেলার সুবাদে জাদেজা এমএস ধোনির ভাল বন্ধু হওয়ায় ভারতীয় দলে বিশেষ খাতির পান বাঁ-হাতি অল রাউন্ডার।

আর এতেই ক্ষুব্ধ জাদেজা প্রাক্তনীকে টুইটারে কড়া জবাব দিয়েছেন। লিখেছেন, 'তবু তো আমি দুটি প্র্যাকটিস ম্যাচ খেলেছি, কিন্তু আপনি কটা খেলেছেন। তবু তো আমি এখনও খেলে চলেছি। মানুষকে শ্রদ্ধা করতে শিখুন।'

<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr">Still i have played twice the number of matches you have played and i m still playing. Learn to respect ppl who have achieved.i have heard enough of your verbal diarrhoea.<a href="https://twitter.com/sanjaymanjrekar?ref_src=twsrc%5Etfw">@sanjaymanjrekar</a></p>— Ravindrasinh jadeja (@imjadeja) <a href="https://twitter.com/imjadeja/status/1146409711220285440?ref_src=twsrc%5Etfw">July 3, 2019</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

উল্লেখ্য, ভারতের হয়ে ১৫১টি একদিনের ম্যাচ খেলা রবীন্দ্র জাদেজা করেছেন ২০৩৫ রান। নিয়েছেন ১৭৪টি উইকেট। অন্যদিকে, জাতীয় দলের হয়ে ৭৪টি ওয়ান ডে খেলা মঞ্জরেকর করেছেন ১৯৯৪ রান। দুই খেলোয়াড়ের পার্থক্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর চর্চা শুরু হয়েছে।

English summary
Ravindra Jadeja and Sanjay Manjrekar start fight in Social media, but why?
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X