For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইংল্যান্ডের বিরুদ্ধে দিন-রাতের টেস্টে এক বিশেষ ক্লাবের সদস্য পদ পাওয়ার অপেক্ষায় অশ্বিন

ইংল্যান্ডের বিরুদ্ধে দিন-রাতের টেস্টে এক বিশেষ ক্লাবের সদস্য পদের অপেক্ষায় অশ্বিন

  • |
Google Oneindia Bengali News

ইংল্যান্ডর বিরুদ্ধে চার ম্যাচের সিরিজের প্রথম টেস্ট হেরে গিয়েও দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটেছে ভারতের। দ্বিতীয় টেস্ট ম্যাচ জিতে সিরিজে সমতা ফিরিয়েছে বিরাট কোহলি শিবির। এমতাবস্থায় আহমেদাবাদের মোতেরায় ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্ট খেলতে নামছে টিম ইন্ডিয়া। এই ম্যাচেই এক বিশেষ ক্লাবের সদস্যপদ পাওয়ার অপেক্ষায় বসে থাকবেন দ্বিতীয় টেস্টের নায়ক রবিচন্দ্রণ অশ্বিন। এ ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

৪০০ উইকেটের পথে অশ্বিন

৪০০ উইকেটের পথে অশ্বিন

৩৪ বছরের রবিচন্দ্রণ অশ্বিন ভারতীয় দলের হয়ে এখনও পর্যন্ত ৭৬টি টেস্ট ম্যাচ খেলেছেন। ৩৯৪টি উইকেট নিয়েছেন তামিলনাড়ুর অফ স্পিনার। ইংল্যান্ডের বিরুদ্ধে দিন-রাতের টেস্টে ৬ উইকেট নিলেই ৪০০-এর ক্লাবে প্রবেশ করবেন অ্যাশ। যা এক অনন্য মাইলস্টোন হিসেবে গণ্য করা হবে।

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে অশ্বিনের পারফরম্যান্স

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে অশ্বিনের পারফরম্যান্স

ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে এখনও পর্যন্ত দুটি টেস্ট ম্যাচ খেলেছেন রবিচন্দ্রণ অশ্বিন। ইতিমধ্যেই ১৭টি উইকেট তাঁর নামের পাশে লেখা রয়েছে। চেন্নাইয়ের চিপকে প্রথম টেস্টে ৯ উইকেট (প্রথম ইনিংসে ৬ উইকেট) নিয়েছিলেন অ্যাশ। একই মাঠে ঘরের মাঠে দ্বিতীয় টেস্টে ৮ উইকেট (প্রথম ইনিংসে ৫ উইকেট) নেন অশ্বিন। ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে শতরান হাঁকিয়ে টিম ইন্ডিয়ার জয়ের সিঁড়ি তৈরি করেছিলেন অভিজ্ঞ ক্রিকেটার।

চতুর্থ ভারতীয়

চতুর্থ ভারতীয়

চতুর্থ ভারতীয় ক্রিকেটার হিসেবে টেস্ট ক্রিকেটে ৪০০ উইকেটের মালিক হতে চলেছেন রবিচন্দ্রণ অশ্বিন। তাঁর আগে কিংবদন্তি অনিল কুম্বলে (৬১৯ উইকেট), কপিল দেব (৪৩৪ উইকেট) এবং হরভজন সিং (৪১৭ উইকেট) এই ক্লাবে ঘাঁটি গেড়েছেন। একই সঙ্গে বিশ্বের ১২তম বোলার হিসেবে টেস্টে ৪০০ উইকেটের ক্লাবে প্রবেশ করতে চলেছেন অ্যাশ।

ভারত বনাম ইংল্যান্ড টেস্ট

ভারত বনাম ইংল্যান্ড টেস্ট

আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে আহমেদাবাদের মোতেরা স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্ট খেলতে নামছে ভারতীয় ক্রিকেট দল। এই ম্যাচ দিন-রাতের ফর্ম্যাটে হবে।

English summary
Ravichandran Ashwin will get a chance to enters into the 400 wickets club in the third test against England
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X