কিংবদন্তি কুম্বলে-হরভজন-কপিলের ক্লাবে অশ্বিন, কী এমন করলেন ভারতীয় স্পিনার!
মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বল করতে নেমে এক অনন্য নজির গড়লেন টিম ইন্ডিয়ার স্পিনার রবিচন্দ্রণ অশ্বিন। এমন এক ক্লাবে প্রবেশ করলেন, যেখানে আগে থেকে বসে রয়েছেন রথী-মহারথীরা। অন্যদিকে দ্বিতীয় টেস্টে বেশ ভাল বোলিং করে ভারতীয় ক্রিকেট দলকে সুবিধাজনক জায়গায় পৌঁছেও দিয়েছেন অশ্বিন। বিস্তারিত জেনে নেওয়া যাক।

টিম ইন্ডিয়ার হয়ে ২০ হাজার ওভার
মেলবোর্ন টেস্টের প্রথম ইনিংসে এখনও পর্যন্ত ২৩ ওভার বল করেছেন রবিচন্দ্রণ অশ্বিন। একই সঙ্গে টেস্টে টিম ইন্ডিয়ার হয়ে ২০ হাজার বল করা হয়ে গেল অফ স্পিনারের। ভারতীয় বোলারদের পাঁচ জনের তালিকার এক জন হলেন অ্যাশ।

তালিকায় আর কারা
ভারতীয়দের মধ্যে এই তালিকার শীর্ষে রয়েছেন গ্রেট অনিল কুম্বলে। ভারতের হয়ে টেস্টে ৪০৫৮০ বল করেছেন জাম্বো। দ্বিতীয় স্থানে থাকা হরভজন সিং টেস্টে ২৮৫৮০ বল করেছেন। ভারতের হয়ে টেস্টে ২৭৭৪০ বল করা কিংবদন্তি কপিল দেব তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছেন। চতুর্থ স্থানে থাকা মহান বিষেণ সিং বেদী টেস্টে ২১৩৬৪ বল করেছেন।

বিশ্ব তালিকার কে কোথায়
শ্রীলঙ্কার হয়ে ১৩৩টি টেস্ট ম্যাচ খেলা মুথাইয়া মুরলীধরন ৪৪০৩৯টি বল করেছেন। বিশ্ব তালিকার শীর্ষে রয়েছেন তিনিই। দ্বিতীয় স্থানে থাকা শেন ওয়ার্ন টেস্টে ৪০৭০৫টি বল করেছেন। ভারতের অনিল কুম্বলে রয়েছেন তালিকার তৃতীয় স্থানে। চতুর্থ স্থানে থাকা ইংল্যান্ড ফাস্ট বোলার জেমস অ্যান্ডারসন টেস্টে ৩৩৭৪৫টি বল করেছেন।

অশ্বিনের টেস্ট কেরিয়ার
মেলবোর্ন টেস্টের আগে পর্যন্ত ভারতের হয়ে ৭২টি ম্যাচ খেলে ৩৭০টি উইকেট নিয়েছেন রবিচন্দ্রণ অশ্বিন। এক ইনিংসে ৫৯ রান দিয়ে নেওয়া ৭ উইকেট তাঁর সেরা বোলিং পারফরম্যান্স। এক টেস্ট ম্যাচে ১০ উইকেট সাত বার নিয়েছেন অশ্বিন।

অপেক্ষায় সিডনি! অস্ট্রেলিয়া সহ বিদেশের মাঠে টেস্টে কতটা সফল রোহিত?