For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কাউন্টিতে সারের হয়ে অশ্বিনের বিধ্বংসী বোলিংয়ে সমারসেট শেষ ৬৯ রানে, দেখুন ভিডিও

Google Oneindia Bengali News

অগাস্টের চার তারিখ থেকে শুরু ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজ। তার আগে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সর্বাধিক উইকেটশিকারী রবিচন্দ্রন অশ্বিনের বিধ্বংসী ফর্ম স্বস্তিতে রাখবে বিরাট কোহলির ভারতকে।

কাউন্টিতে সারের হয়ে রবিচন্দ্রন অশ্বিনের বিধ্বংসী বোলিং

ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের আগে ভারতীয় দল কাউন্টির বাছাই ক্রিকেটারদের নিয়ে গঠিত দলের বিরুদ্ধে একটি প্রথম শ্রেণির ম্যাচ খেলবে। তার আগে ক্রিকেটাররা যখন ২০ দিনের ছুটি কাটাতে ব্যস্ত তখন রবিচন্দ্রন অশ্বিন সিদ্ধান্ত নেন কাউন্টিতে খেলার। সারের হয়ে ওভালে চার দিনের কাউন্টি চ্যাম্পিয়নশিপের ম্যাচে নেমে পড়েন। প্রথম দিন প্রথম ইনিংসে বোলিং ওপেন করতে গিয়ে একটি উইকেট পেয়েছিলেন। দ্বিতীয় দিন কোনও উইকেট না পাওয়ায় প্রথম ইনিংসে তাঁর বোলিং ফিগার দাঁড়ায় ৪৩ ওভারে ৯টি মেডেন-সহ ৯৯ রানে ১ উইকেট। ইকনমি ছিল ২.৩০, যা সারের তাবড় বোলারদের চেয়ে ভালো। তা সত্ত্বেও অশ্বিন উইকেট না পাওয়ায় অনেকে চিন্তায় ছিলেন।

সারের হয়ে ব্যাট হাতে নেমে প্রথম বলেই ইংল্যান্ডের স্পিনার জ্যাক লিচের শিকার হন। সমারসেটের ৪২৯ রানের জবাবে সারে অল আউট হয়ে যায় ২৪০ রানে। অশ্বিনের প্রতিপক্ষ দলে যেমন ছিলেন ডেভন কনওয়ে, তেমনই সারের হয়ে খেলেন ইংল্যান্ডের ররি বার্নস, যিনি কনওয়ের সঙ্গেই নিউজিল্যান্ড-ইংল্যান্ড সিরিজে যৌথভাবে সেরা ক্রিকেটার নির্বাচিত হন। হাসিম আমলাও খেলেন সারের হয়ে। প্রথম ইনিংসে পিছিয়ে পড়া সারেকে এরপরই অপ্রত্যাশিতভাবে ম্যাচে ফেরান অশ্বিন।

দ্বিতীয় ইনিংসে ১৫ ওভারে ৪টি মেডেন-সহ ২৭ রানে ছটি উইকেট নেন অশ্বিন। ২৯.১ ওভারে মাত্র ৬৯ রানে গুটিয়ে যায় প্রথম ইনিংসে চারশোর বেশি রান করা সমারসেট। স্টিভেন ডেভিস কট বিহাইন্ড, টন ল্যামনবি ক্যাচ আউট, অধিনায়ক জেমস হিলডার্থ লেগ বিফোর, জর্জ বার্টলেট বোল্ড, রোল্ফ ভ্যান ডার মারউই লেগ বিফোর ও বেন গ্রিন বোল্ড হন অশ্বিনের বলে। আজই খেলার শেষ দিন। জয়ের জন্য ২৫৯ রান তাড়া করতে নেমে প্রতিবেদন লেখা অবধি ৩ উইকেট হারিয়ে সারে তুলেছে ৪০ রান। বোলিংয়ের পর ব্যাট হাতেও অশ্বিনকে বড় ভূমিকা নিতে হয় কিনা সেদিকে তাকিয়ে ক্রিকেটপ্রেমীরা। কিন্তু কাউন্টিতে খেলতে নেমে প্রথম ম্যাচেই ইনিংসে পাঁচ উইকেট-সহ সাত উইকেট যেভাবে অশ্বিন পেলেন তা চিন্তায় রাখবে জো রুটের ইংল্যান্ডকেও।

English summary
Ravichandran Ashwin Takes 6 Wickets For Surrey As Somerset All Out For Just 69 In 2nd Innings. Ashwin Has Opened Bowling In Both The Innings And Grabs Seven Wickets In The Match.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X