For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জোহানেসবার্গে ভারতকে চিন্তায় রাখল সিরাজের চোট! অনুশীলন পদ্ধতি নিয়ে প্রশ্ন তুললেন সানি-ইরফান

Google Oneindia Bengali News

জোহানেসবার্গ টেস্টে দিনের শুরুটা হয়েছিল বিরাট কোহলির চোট পেয়ে ছিটকে যাওয়ার মধ্যে দিয়ে। দিনের শেষে ফের চোট-চিন্তা ফিরল ভারতীয় শিবিরেই। প্রথম দিনের খেলা শেষের আগের ওভারটা করতে গিয়েই মাঠ ছাড়তে বাধ্য হলেন মহম্মদ সিরাজ। তিনি নিজের চতুর্থ ওভারের শেষ ডেলিভারিটি করতে গিয়ে পারেননি। হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে বেরিয়ে যান ফিজিওর সঙ্গে।

জোহানেসবার্গে ভারতকে চিন্তায় রাখল সিরাজের চোট!

আজ রাতের দিকে জোহানেসবার্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আর্দ্রতাকে কাজে লাগিয়ে ভারতীয় পেসাররা যদি কাল প্রথম সেশনে জ্বলে উঠতে পারেন তাহলে দক্ষিণ আফ্রিকার অস্বস্তি বাড়ানো যাবে। এখনও প্রোটিয়ারা পিছিয়ে ১৬৭ রানে। ম্যাচের চতুর্থ ওভারের পঞ্চম বলে মহম্মদ শামির শিকার হন এইডেন মার্করাম। লেগ বিফোর হওয়ার আগে করেন ৭ রান। এরপর আর দক্ষিণ আফ্রিকার কোনও উইকেট পড়েনি ১৮ ওভার পর্যন্ত। অধিনায়ক ডিন এলগার ৫৭ বলে ১১ ও কিগান পিটারসেন ৩৯ বলে ১৪ রানে অপরাজিত রয়েছেন। প্রথম দিনের শেষে ভারতের ২০২ রানের জবাবে দক্ষিণ আফ্রিকার সংগ্র ১ উইকেটে ৩৫।

জসপ্রীত বুমরাহ তিনটি মেডেন-সহ ৮ ওভারে ১৪ রান দিয়ে কোনও উইকেট পাননি। মহম্মদ শামির ৬ ওভারের ২টি মেডেন, তিনি ১৫ রান দিয়ে একটি উইকেট পেয়েছেন। সুনীল গাভাসকর ও ইরফান পাঠান মনে করছেন, দ্বিতীয় দিনের প্রথম সেশনেই অন্তত তিন উইকেট তুলে ফেলা অত্যন্ত জরুরি। কিন্তু ভারতের সেই পরিকল্পনায় বড় চিন্তা সিরাজের চোট। সিরাজের ৩.৫ ওভারের মধ্যে ২টি মেডেন, মাত্র ৪ রান খরচ করেছেন। তবে সিরাজের চোট নিয়ে বিসিসিআই এখনও কিছুই জানায়নি। দিনের খেলা শেষের পর ৪৬ রান করা এই টেস্টে ভারতের দ্বিতীয় সর্বাধিক রান সংগ্রাহক রবিচন্দ্রন অশ্বিন জানিয়েছেন, রাতে সিরাজের চোটের দিকে নজর রাখবেন দলের মেডিক্যাল স্টাফেরা। আমার ধারণা, সিরাজ বল করতে পারবেন।

জোহানেসবার্গে ভারতকে চিন্তায় রাখল সিরাজের চোট!

তবে ভারতীয় ক্রিকেটারদের ঘন ঘন হ্যামস্ট্রিং চোট হচ্ছে কেন সে ব্যাপারে চিন্তিত সুনীল গাভাসকর। ইরফান পাঠানও বলেছেন, আগে যেমন কোর এক্সারসাইজ হতো, যাতে শরীরের বিভিন্ন অংশকে চোটমুক্ত হয়ে খেলার জন্য প্রস্তুত রাখার শরীরচর্চা হতো, এখন জিম-সহ নানাবিধ পদ্ধতিতে সেটা সম্ভবত হচ্ছে না। কিন্তু ওই কোর এক্সারসাইজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। গাভাসকর বলেন, আজকেল আধুনিক ওষুধ প্রয়োগে এই ধরনের চোট সারিয়ে দ্রুত মাঠে ফেরা যায়। তবে এর আগে হনুমা বিহারীরও হ্যামস্ট্রিং চোট লেগেছিল। রোহিত শর্মা-সহ আরও অনেক ক্রিকেটারই এই সমস্যায় ভুগছেন। সব কিছুরই একটি নির্দিষ্ট মাত্রা রয়েছে। ভারতের অত্যধিক অনুশীলন বা শরীরচর্চাই এই হ্যামস্ট্রিং চোটের বাড়বাড়ন্তের কারণ কিনা সেই প্রশ্ন তুলেছেন গাভাসকর। সেঞ্চুরিয়ন টেস্টে গোড়ালিতে চোট পেয়ে কিছুক্ষণ বল করতে পারেননি। সেক্ষেত্রে জ্বলে উঠেছিলেন শামি-বুমরাহরা। কালও সিরাজ না খেলতে পারলে বাড়তি দায়িত্ব নিতে হবে দুই অভিজ্ঞ পেসারকেই।

English summary
Ravichandran Ashwin Says Mohammed Siraj's Hamstring Injury Will Be Assessed Overnight. Siraj Was Forced To Leave The Field While Bowling His Fourth Over.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X