For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দুসরা-কে উৎসাহিত করতে আইসিসি-কে নিয়ম শিথিলের আর্জি অশ্বিনের

Google Oneindia Bengali News

ডানহাতি ব্যাটসম্যানদের বিপদ বাড়াতে অফ স্পিনারদের বড় অস্ত্র দুসরা। সেই বোলিংকে আরও উৎসাহিত করতে আইসিসি-র নিয়ম কিছুটা শিথিল করার আর্জি জানালেন ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন।

দুসরা-কে উৎসাহিত করতে আইসিসি-কে নিয়ম শিথিলের আর্জি অশ্বিনের

ছবি- ইনস্টাগ্রাম

ক্রিকেটে দুসরা-র আবির্ভাব হয় পাকিস্তানের প্রাক্তন স্পিনার সাকলিন মুস্তাকের হাত ধরে। মুথাইয়া মুরলিধরন, হরভজন সিং বা সঈদ আজমলরা আবার ব্যাটসম্যানদের বোকা বানাতেন গুগলি বা রং'আন (wrong 'un)-এর মাধ্যমে। একটি তামিল ইউটিউব শো-তে অশ্বিন বলেছেন, স্পিনারদের দুসরা বোলিং করায় উৎসাহিত করা উচিত। যাতে তাঁরা কনুই সঠিক ভাঁজ করে এই অস্ত্র ব্যবহার করতে পারেন। এ জন্য আইসিসি-কে কিছুটা নিয়ম শিথিল করা উচিত বলেও মন্তব্য অশ্বিনের।

দুসরা-কে উৎসাহিত করতে আইসিসি-কে নিয়ম শিথিলের আর্জি অশ্বিনের

অশ্বিন মনে করেন, একমাত্র সাকলিন মুস্তাকই বৈধভাবে দুসরা করতে পেরেছেন তাঁর কেরিয়ারে। অশ্বিন বলেন, ব্যাটিং ও বোলিংয়ের মধ্যে ভারসাম্য থাকা উচিত। ব্যাটসম্যানদের মতে বোলারদেরও কিছুটা সুবিধা পাওয়া দরকার। এতে প্রতিযোগিতাও ভালোই জমবে। ক্রিকেটে যাতে বোলাররাও ১২৫ রানের পুঁজি নিয়ে ম্যাচ জেতাতে পারেন তেমন ব্যবস্থা গ্রহণে কিছু নিয়মে বদল আনা জরুরি। যেমন দুসরা যাতে করা যায় তাতে কনুই ভাঁজের যে ১৫ ডিগ্রির নিয়ম চালু রয়েছে, তা আরেকটু বদল করে এমন করা উচিত যাতে বোলারদের এই ধরনের বোলিং করতে অসুবিধা না হয়। এটা ১৫ ডিগ্রি থেকে বাড়িয়ে ১৮.৬ ডিগ্রি করা যেতেই পারে।

দুসরা-কে উৎসাহিত করতে আইসিসি-কে নিয়ম শিথিলের আর্জি অশ্বিনের

ছবি- ইনস্টাগ্রাম

অশ্বিন এখনও মুগ্ধ সাকলিনের দুসরায়। তিনি বলেন, সাকলিন দুসরা দারুণভাবে করতেন এবং আইনসিদ্ধভাবেই করতেন। দুসরা তিনি যখন করতেন তাতে বলের গতি কম থাকত অথচ নিয়মমতো প্রতি ঘণ্টায় ৭৭ কিলোমিটার গতির নীচেও থাকত না। শোয়েব মালিকও মাঝেমধ্যে দুসরা করেছেন। তবে পরে তিনি ব্যাটিংয়েই বেশি মনঃসংযোগ করেন।

English summary
Ravichandran Ashwin Says ICC Should Relax 15 Degree Elbow Extension For Doosra To Permissible Level. Ashwin Feels That Saqlain Mushtaq Was The Only Spinner Who Bowled A Legal Doosra During His Playing Career.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X