For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বেঙ্গালুরু টেস্টে স্টেইনকে টপকে এলিট লিস্টের অষ্টমে অশ্বিন, ভারত শ্রীলঙ্কাকে ফের হোয়াইটওয়াশের পথে

Google Oneindia Bengali News

টেস্টে সর্বাধিক উইকেটপ্রাপ্তির নিরিখে মোহালিতে টপকে গিয়েছিলেন কপিল দেবকে। আর আজ বেঙ্গালুরুতে রবিচন্দ্রন অশ্বিন ভেঙে দিলেন ডেল স্টেইনের নজির। স্টেইনকে স্পর্শ করেছিলেন কুশল মেন্ডিসকে সাজঘরে ফিরিয়ে। তারপরই ধনঞ্জয় ডি সিলভাকে আউট করে স্টেইনকে পিছনে ফেললেন অশ্বিন।

বেঙ্গালুরু টেস্টে স্টেইনকে টপকে এলিট লিস্টের অষ্টমে অশ্বিন

৯৩টি টেস্টে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন স্পিডস্টার ডেল স্টেইন ৪৩৯টি উইকেট পেয়েছিলেন। তাঁকে অশ্বিন পেরিয়ে গেলেন নিজের ৮৬তম টেস্টে। সেই সুবাদে টেস্টে সর্বাধিক উইকেটশিকারীদের তালিকায় অশ্বিন রইলেন অষ্টম স্থানে। মুথাইয়া মুরলীধরন ১৩৩টি টেস্টে ৮০০ উইকেট নিয়ে রয়েছেন তালিকার শীর্ষে। দ্বিতীয় স্থানে শেন ওয়ার্ন, প্রয়াত অজি কিংবদন্তি ১৪৫টি টেস্টে ৭০৮ উইকেটের মালিক। এরপর যথাক্রমে রয়েছেন জেমস অ্যান্ডারসন (১৬৯ টেস্টে ৬৪০ উইকেট), অনিল কুম্বলে (১৩২ টেস্টে ৬১৯ উইকেট), গ্রেন ম্যাকগ্রা (১২৪ টেস্টে ৫৬৩ উইকেট), স্টুয়ার্ট ব্রড (১৫২ টেস্টে ৫৩৭ উইকেট) এবং কোর্টনি ওয়ালশ (১৩২ টেস্টে ৫১৯ উইকেট)। তালিকায় ওয়ালশের পরেই রইলেন অশ্বিন।

বেঙ্গালুরু টেস্টে স্টেইনকে টপকে এলিট লিস্টের অষ্টমে অশ্বিন

আজ চিন্নাস্বামী টেস্টের তৃতীয় দিন। অঘটন না ঘটলে আজই এই টেস্ট তথা সিরিজে যবনিকাপাত হতে পারে। চা বিরতিতে ভারত জয় থেকে আর ৬ উইকেট দূরে। শ্রীলঙ্কার সামনে জেতার জন্য ৪৪৭ রানের টার্গেট রেখেছিল ভারত। যেখানে পৌঁছানো এক কথায় অসম্ভব। দ্বিতীয় দিনের খেলার শেষে শ্রীলঙ্কার স্কোর ছিল ৭ ওভারে ১ উইকেটে ২৮ রান। চা বিরতির আগে আরও তিনটি উইকেট পড়েছে। দিমুথ করুণারত্নে ও কুশল মেন্ডিসের অর্ধশতরানে ভর করে ৩৯ ওভারে ৪ উইকেট হারিয়ে শ্রীলঙ্কা তুলেছে ১৫১ রান। অধিনায়ক করুণারত্নে ১১০ বলে ৬৭ রানে অপরাজিত আছেন। নিরোশন ডিকওয়েলা ৩৬ বলে ১০ রান করে ক্রিজে রয়েছেন। রিভিউ নিয়ে তিনি একবার রক্ষাও পেয়েছেন।

বেঙ্গালুরু টেস্টে স্টেইনকে টপকে এলিট লিস্টের অষ্টমে অশ্বিন

কুশল মেন্ডিস আজ ৫৭ বলে অর্ধশতরান পূর্ণ করেন। এরপর ১৯.৪ ওভারে দলের ৯৭ রানের মাথায় তিনি অশ্বিনের বলে স্টাম্প আউট হন। আটটি চারের সাহায্যে তিনি করেন ৬০ বলে ৫৪। ঠিক ৬ বল পরেই ফেরেন অ্যাঞ্জেলো ম্য়াথিউজ। ৫ বলে ১ রান করে তিনি রবীন্দ্র জাদেজার বলে বোল্ড হন। শ্রীলঙ্কার এই তৃতীয় উইকেটটি পড়ে ৯৮ রানে। ২৭.৫ ওভারে ধনঞ্জয় ডি সিলভা দলের ১০৫ রানের মাথায় প্যাভিলিয়নে ফেরেন। ২১ বলে তিনি করেন ৪, অশ্বিনের বলে হনুমা বিহারীর হাতে ক্যাচ দেন তিনি।

English summary
India On The Verge Of Test Series Whitewash Against Sri Lanka. Ravichandran Ashwin Overtakes Dale Steyn To Claim The 8th Position In The List Of Most Wicket-Takers In Tests.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X