For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অশ্বিনকে কটাক্ষ করার চেষ্টা এক সমর্থকের, ফল পেলেন হাতেনাতে

অশ্বিনকে কটাক্ষ করার চেষ্টা এক সমর্থকের, ফল পেলেন হাতেনাতে

Google Oneindia Bengali News

বর্ষীয়ান ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন শুধু একজন বিশ্বমানের বোলার বা কার্যকরী ব্যাটসম্যানই নন, তিনি যথেষ্ট বুদ্ধিমান ব্যক্তিও বটে। মাঠের মধ্যে ব্যাটসম্যানদের আউট করার কৌশল নিয়েই তিনি শুধু অনুশীলন করেন না, পাশাপাশি তিনি জানেন কী ভাবে ট্রোলিংকে জব্দ করতে হয়।

বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে অনবদ্য পারফরম্যান্স অশ্বিনের:

বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে অনবদ্য পারফরম্যান্স অশ্বিনের:

বাংলাদেশের বিরুদ্ধে ঢাকায় দ্বিতীয় টেস্টে ভারতের তিন উইকেটে জয় তুলে নেওয়ার নেপথ্যে গুরুত্বপূর্ণ অবদান রাখা রবিচন্দ্রন অশ্বিন ম্যাচের সেরা নির্বাচিত হন। তাঁর পারফরম্যান্স ভারতীয় সমর্থকদের খুশি করলেও স্বভাবতই অসন্তুষ্ট করেছে বাংলাদেশের সমর্থকদের। এক সমর্থক টুইটারে চেষ্টা করেন অশ্বিনকে ট্রোল করার এবং তাঁর ট্রোলিং তাঁর কাছেই ফিরে যায় বুমেরাং হয়ে।

অশ্বিনকে ট্রল করার চেষ্টা:

অশ্বিনকে ট্রোলিং-এর চেষ্টায় ওই সমর্থক লেখেন, "এটা আপনার উচিৎ মোমিনুল হককে দেওয়া যে সহজ ক্যাচ মিস করেছে...ও যদি ওটা ধরতে পারত তা হলে ভারত নিশ্চিত ভাবে ৮৯ রানে গুটিয়ে যেত।"

হাসতে হাসতে ধুইয়ে দেন অশ্বিন:

ওই টুইটের জবাবে অশ্বিন লেখেন, "আমার মনে হয় আমি ব্লক করেছিলাম আপনাকে। ও সরি সেটা অন্য একজন ছিল। ওর নামটা কী?? হ্যাঁ ড্যানিয়েল অ্যালেক্সজান্ডার!! ভাবুন আপনারা দু'জনে কী করতেন যদি ভারত ক্রিকেট না খেলত। "

বাংলাদেশ চাপে ফেলেছিল স্বীকার করে নেন অশ্বিন:

বাংলাদেশ চাপে ফেলেছিল স্বীকার করে নেন অশ্বিন:

সম্প্রচারকারী সংস্থার সঙ্গে ম্যাচের শেষে কথা বলার সময়ে রবিচন্দ্রন অশ্বিন মেনে নেন বাংলাদেশ কঠিন পরীক্ষার মুখে ফেলেছিল আয়োজক দেশকে। তিনি বলেছেন, "বেশ ভাল পিচ। কিন্তু আমার মনে হয় বল দ্রুতই সফট হয়ে যাচ্ছে। বাংলাদেশের প্রশংসা প্রাপ্য কারণ একটা সময়ে বেশ চাপে ফেলেদিয়েছিল ওরা আমাদের।" বাংলাদেশের বিরুদ্ধে ভারতের এই টেস্ট জয়ের নেপথ্যে প্রধান অবদান রাখেন অশ্বিন। বল হাতে ৬ উইকেট নেওয়ার পাশাপাশি ৪২ রানের অপরাজিত ইনিংস খেলেন দ্বিতীয় ইনিংসে। ৭৪ রানে ভারতের ৭ উইকেট ফেলে দিয়েছিল বাংলাদেশ। সেখান থেকে এই ম্যাচে ভারতীয় দল ঘুরে দাঁড়ায়।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় কোথায় দাঁড়িয়ে ভারত, কোন সমীকরণে প্রথম দুইয়ে শেষ করতে পারবেবিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় কোথায় দাঁড়িয়ে ভারত, কোন সমীকরণে প্রথম দুইয়ে শেষ করতে পারবে

English summary
Ravichandran Ashwin make fun of Bangladeshi fan who tried to troll him
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X