For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইসিসি ক্রমতালিকায় দ্বিতীয় স্থান ধরে রাখলেন অশ্বিন, বিরাট-রোহিতের অবস্থান কোথায়, জেনে নিন

আইসিসি ক্রমতালিকায় দ্বিতীয় স্থান ধরে রাখলেন অশ্বিন, বিরাট-রোহিতের অবস্থান কোথায়, জেনে নিন

Google Oneindia Bengali News

সদ্য প্রকাশিত আইসিসি'র ক্রমতালিকায় বিরাট কোহলি এবং রোহিত শর্মার অবস্থানের কোনও পরিবর্তন হল না। বিরাট কোহলি থাকলেন নবম স্থানে (৭৪০ পয়েন্ট)। চোটের কারণে দক্ষিণ আফ্রিকা'র বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে ছিটকে গিয়েও ৭৮১ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থান ধরে রেখেছেন রোহিত শর্মা।

আইসিসি ক্রমতালিকায় দ্বিতীয় স্থান ধরে রাখলেন অশ্বিন, বিরাট-রোহিতের অবস্থান কোথায়, জেনে নিন

সদ্য প্রকাশিত আইসিসি'র টেস্ট ক্রমতালিকায় শীর্ষ স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার মার্নাস লাবুসচানে। ৯২৪ পয়েন্ট অর্জন করে শীর্ষস্থানে রয়েছেন তিনি। অ্যাশেজে খারাপ পারফরম্যান্স স্বত্ত্বেও দ্বিতীয়স্থানে রয়েছেন জো রুট (৮৮১ পয়েন্ট)। তৃতীয় স্থানে উঠে এসেছেন স্টিভ স্মিথ। তাঁর সংগৃহীত পয়েন্ট ৮৭১। নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন চতুর্থ স্থান ধরে রখেছেন। পাকিস্তানের একমাত্র ক্রিকেটার হিসেবে এই তালিকায় রয়েছেন বাবর আজম। ৭৫০ পয়েন্ট পেয়ে অষ্টমস্থানে রয়েছেন তিনি। বিধ্বংসী অজি ওপেনার ডেভিড ওয়ার্নার রয়েছেন সপ্তমস্থানে। দক্ষিণ আফ্রিকা'র অধিনায়ক ডিন এলগার রয়েছেন এই তালিকার দশমস্থানে।

অপর দিকে, বোলারদের তালিকায় শীর্ষস্থান ধরে রাখলেন প্যাট কামিন্স। প্রত্যাশা মতো দ্বিতীয়স্থানে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। অপর দিকে, ছয় ধাপ উঠে কেরিয়ারের সেরা স্থান অর্জন করেছেন কাইল জেমিসন। এক ধাপ নেমে চতুর্থ স্থানে রয়েছে শাহিন আফ্রিদি। দক্ষিণ আফ্রিকা'র তারকা পেসার কাগিসো রাবাডাও এক ধাপ নেমে গিয়েছেন আইসিসি ক্রমতালিকায়। পঞ্চমস্থানে রয়েছেন তিনি। ইংল্যান্ডের অভিজ্ঞ পেসার জেমস অ্যান্ডারসন এক ধাপ নীচে নেমে গিয়েছেন। ষষ্ঠ স্থানে রয়েছেন তিনি। সপ্তম, অষ্টম, নমব স্থানে যথাক্রমে রয়েছেন টিম সাউদি, জস হ্যাজেলউড, নীল ওয়াগনার। প্রথম দশে অশ্বিন ছাড়া আর কোনও ভারতীয় বোলার নেই।

শুধু বোলারদের মধ্যেই নয় অলরাউন্ডারদের তালিকায়ও দ্বিতীয় স্থান ধরে রেখেছেন রবিচন্দ্রন অশ্বিন। তৃতীয় স্থানে রয়েছেন রবীন্দ্র জাডেজা। এই তালিকার শীর্ষস্থানে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার। বাংলাদেশের সাকিব আল হাসান রয়েছেন চতুর্থস্থানে। বেন স্টোকস সপ্তমস্থান ধরে রেখেছে এই তালিকায়।

English summary
There is no change in the latest test ranking for Virat Kohli and Rohit Sharma published by ICC. Viat and Rohit hold ninth and fifth position respectively. Ravichandran Ashwin hold the second spot of Test Bowling and All Rounder Ranking.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X