For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কবে আবারও ভারতের জার্সিতে মাঠে ফিরবেন রবীন্দ্র জাডেজা, বিসিসিআই না জানালেও সমর্থকদের ইঙ্গিত দিলেন অশ্বিন

কবে আবারও ভারতের জার্সিতে মাঠে ফিরবেন রবীন্দ্র জাডেজা, বিসিসিআই না জানালেও সমর্থকদের ইঙ্গিত দিলেন অশ্বিন

Google Oneindia Bengali News

চার মাসেরও বেশি সময় হয়ে গিয়েছে রবীন্দ্র জাডেজা শেষ আন্তর্জাতিক ম্যাচটি খেলেছেন ভারতের জার্সিতে। এশিয়া কাপ ২০২২-এ হংকং-এর বিরুদ্ধে ভারতের জার্সিতে শেষ ম্যাচটি খেলেছিলেন জাডেজা। হাঁটুতে চোট পেয়ে দীর্ঘ সময় ক্রিকেটের বাইরে রয়েছে জাডেজা। তাঁর সফল ভাবে অস্ত্রোপচারও হয়েছে। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি (এনসিএ)-তে রিকভ্যারি প্রসেসের মধ্যে রয়েছেন জাডেজা এবং তিনি প্রায়ই নিজের আপডেট দিতে থাকেন সমর্থকদের।

কবে জাতীয় দলে ফিরবেন জাডেজা:

কবে জাতীয় দলে ফিরবেন জাডেজা:

যদিও বিসিসিআই এখনও কিছু জানায়নি কবে থেকে মাঠে নামতে পারবেন জাডেজা, কবে তাঁকে দেখা যাবে জাতীয় দলের জার্সিতে। জসপ্রীত বুমরাহের চোট কাটিয়ে ফেরার বিষয়ে মুখ খুললেও বাম হাতি অলরাউন্ডারের বিষয়ে কিছুই জানানো হয়ি ভারতীয় ক্রিকেটের নিয়ামক সংস্থার পক্ষ থেকে। তবে, সমর্থকদের দীর্ঘ দিনের কৌতুহলের অবসান ঘটিয়ে টেস্ট ক্রিকেটে জাডেজার বোলিং পার্টনার রবিচন্দ্রন অশ্বিন জানিয়েছেন কখন ভারতের জার্সিতে ফিরতে চলেছেন সৌরাষ্ট্রের অলরাউন্ডার। তিনি জানিয়েছেন, তিনি নিশ্চিত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হাইপ্রোফাইল সিরিজে জাডেজা দলে ফিরে আসবে।

প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার বিষয়ে বলতে গিয়ে জাডেজার প্রসঙ্গ তোলেন অশ্বিন:

প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার বিষয়ে বলতে গিয়ে জাডেজার প্রসঙ্গ তোলেন অশ্বিন:

দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসকে রবিচন্দ্রন অশ্বিন বলেছেন, "যখনই ঘরের মাঠে কোনও সিরিজ হয় আমি তার জন্য অত্যন্ত পরিশ্রম করি। আমি আশা করছি (রবীন্দ্র) জাডেজা ফিরে আসবে (ফিট হয়ে)। আরও কিছু অ্যাঙ্গেল এক্সপ্যান্ড করতে চাই আমি। আমার মাথায় কিছু বিষয় রয়েছে। আমি দেখেছি অস্ট্রেলিয়া নিজেদের দেশে কেমন খেলছে। আমি অন্য কিছু অ্যাঙ্গেলে, কিছু নতুন বিষয়ে কাজ করার বিষয় ভাবছি।" শেষ বার ভারত যখন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলেছিল সেখানে ব্যাট এবং বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন রবিচন্দ্রন অশ্বিন। দুই বারই আউট করেছিলেন স্টিভ স্মিথকে। ব্যাট হাতে ১২৮ বলে ৩৯ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন যার ফলে ম্যাচটি ড্র হয়েছিল।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হাইপ্রোফাইল সিরিজের জন্য তৈরি অশ্বিন:

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হাইপ্রোফাইল সিরিজের জন্য তৈরি অশ্বিন:

রবিচন্দ্রন অশ্বিন জানিয়েছে, তিনি এই সিরিজের জন্য নিজের প্রস্তুতি শুরু করে দিয়েছেন। তাঁর কথায়, "আমি নিজের প্রস্তুতি শুরু করে দিয়েছি। আমি স্বপ্ন দেখছি (এই সিরিজে ভাল পারফর্ম করার) এবং যোগাও করছি। গত এক বছর বা তারও বেশি সময় ধরে যোগা করি আমি। এটা আমাকে আরও ভাল থাকতে ভাল ভাবে ভাতে সাহায্য করে। আমার ব্যাটিংয়ের জন্যও অনেক পরিশ্রম করছি। গত ১৮ মাস বা তার বেশি সময় ধরে আমার ব্যাটিংয়ের উন্নতি ঘটেছে।"

ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘরের মাটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ:

ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘরের মাটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ:

ফেব্রুয়ারি মাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চারটি টেস্ট ম্যাচের সিরিজ খেলবে ভারত। বর্ডার- গাভসকর ট্রফিতে বর্তমানে বিশ্বের সেরা টেস্ট দল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত কেমন পারফর্ম করে তার উপর নির্ভর করছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে টিম ইন্ডিয়ার খেলার ভাগ্য। ফলে ঘরের মাঠে এই চার ম্যাচের সিরিজে জয় ছাড়া দ্বিতীয় কিছু ভাবছে না ভারত।

এমবাপের শর্ত মানতে চলেছে পিএসজি, নেইমারকে ছেড়ে দেওয়ার প্রক্রিয়া শুরু, মেসিকে নিয়ে কী ভাবছে প্যারিসের ক্লাব?এমবাপের শর্ত মানতে চলেছে পিএসজি, নেইমারকে ছেড়ে দেওয়ার প্রক্রিয়া শুরু, মেসিকে নিয়ে কী ভাবছে প্যারিসের ক্লাব?

English summary
Ravichandran Ashwin hints on possible come back series of Ravindra Jadeja
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X