For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'জনতা কার্ফুর শুরুটা দুর্দান্ত', প্রধানমন্ত্রী মোদীর প্রশংসায় ভারতীয় স্পিনার অশ্বিন

'জনতা কার্ফুর শুরুটা দুর্দান্ত', প্রধানমন্ত্রী মোদীর প্রশংসায় ভারতীয় স্পিনার অশ্বিন

  • |
Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের সঙ্গে মোকাবিলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনতা কার্ফুর উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ভারতীয় স্পিনার রবীচন্দ্রন অশ্বিন। কেন্দ্রের এই উদ্যোগের শুরুটা দুর্দান্ত হয়েছে বলেও জানিয়েছেন টিম ইন্ডিয়ার তারকা। এই কঠিন পরিস্থিতিতে দেশের মানুষকে সরকারের পাশে দাঁড়ানোর পরামর্শও দিয়েছেন রবি।

করোনায় ক্ষতি

করোনায় ক্ষতি

বিশ্বব্যাপী করোনা ভাইরাসের জেরে ১৩ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন তিন লক্ষেরও বেশি মানুষ। ভারতে প্রায় ৩৪০ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। ইতিমধ্যেই পাঁচ জনের মৃত্যু হয়েছে বলে খবর। করোনা আতঙ্কে কার্যত শিঁটিয়ে গিয়েছেন ভারতবাসী।

মোদীর জনতা কারফিউ

মোদীর জনতা কারফিউ

পরিস্থিতির গাম্ভীর্য কিছুটা লাঘব করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরামর্শ মতো রবিবার দেশজুড়ে জনতা কার্ফু জারি করা হয়েছে। করোনা ভাইরাসকে বেঁচে থাকতে হলে কোনও শরীরকে আঁকড়ে ধরতে হবে। আর বাইরের আবহাওয়ায় মাত্র ১৪ ঘণ্টা টিকে থাকতে পারে কোভিড-১৯। অন্তত ২৪ ঘণ্টা দেশের প্রত্যেক মানুষ ঘরবন্দি থাকলে ভাইরাসের চেন কেটে দেওয়া সম্ভব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সাড়া দিলেন দেশের মানুষ

সাড়া দিলেন দেশের মানুষ

জনতা কার্ফু নিয়ে বিরোধীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করলেও, দেশের মানুষ কিন্তু সাড়া দিয়েছেন। দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু, চেন্নাই, কলকাতা সহ দেশের সবকটি ব্যস্ত শহরে রবিবার জনজীবন কার্যত স্তব্ধ হয়ে গিয়েছে। বন্ধ দোকান-পাট, মল। চলছে না গাড়ি, বাস কিংবা অটো। করোনা থেকে বাঁচতে নিজেদের ঘরবন্দিই করে রেখেছেন দেশের মানুষ।

শুরুটা দুর্দান্ত

করোনা ভাইরাসের সঙ্গে মোকাবিলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে উদ্যোগ নিয়েছেন, তা প্রশংসার যোগ্য বলে জানিয়েছেন ভারতীয় স্পিনার রবীচন্দ্রন অশ্বিন। এরপর ক্রিকেটীয় ঢঙে বলেছেন, জনতা কার্ফুর শুরুটা দুর্দান্ত হয়েছে। স্কুলে যেরকম দেখা যায়, সেরকম নিস্তব্ধতা দেশজুড়ে। এই অভ্যাস এদিনের পরেও জারি থাকবে বলেও আশা করেছেন ভারতীয় তারকা।

English summary
Ravichandran Ashwin hails PM Modi's initiative, happy with the start
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X