প্রথম ভারতীয় বোলার হিসেবে স্মিথের বিরুদ্ধে অফবিট রেকর্ড অশ্বিনের
অ্যাডিলেড টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুর্দান্ত জায়গায় রয়েছে ভারতীয় ক্রিকেট দল। সৌজন্যে স্পিনার রবিচন্দ্রণ অশ্বিনের দুর্দান্ত বোলিং। দিন-রাতের টেস্টের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার তাবড় ব্যাটসম্যানদের আউট করার পাশাপাশি স্টিভ স্মিথের বিরুদ্ধে এক অফবিট রেকর্ড গড়ে ফেলেছেন টিম ইন্ডিয়ার অফ স্পিনার। সেই রেকর্ডের দিকে নজর ফেরানো যাক।

স্মিথ বনাম অশ্বিন
অ্যাডিলেড টেস্টের প্রথম ইনিংসে ভারতের বিরুদ্ধে ২৯টি বল খেলেন স্টিভ স্মিথ। মাত্র এক রান করে সাজঘরে ফিরে যান অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক। নিজের স্পেলের প্রথম ওভারের শেষ বলে স্মিথকে আউট করেন রবিচন্দ্রণ অশ্বিন। তাঁর ফ্লিপার পড়তে ভুল করে স্লিপে দাঁড়িয়ে থাকা অজিঙ্ক রাহানের হাতে ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন স্টিভ।

অশ্বিনই প্রথম ভারতীয় বোলার
ভারতের বিরুদ্ধে অ্যাডিলেড টেস্টে ব্যক্তিগত রানের নিরিখে দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি স্টিভ স্মিথ। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ককে ১ রানে ফিরিয়ে এক অফবিট রেকর্ডের মালিক হয়েছেন রবিচন্দ্রণ অশ্বিন। প্রথম ভারতীয় বোলার হিসেবে স্টিভ স্মিথকে অস্ট্রেলিয়ার মাটিতে একক অঙ্কের ঘরে রান থাকাকালীন আউট করেছেন টিম ইন্ডিয়ার স্পিনার।

বর্ডার-গাভাসকর ট্রফিতে তৃতীয় বোলার
বর্ডার-গাভাসকর ট্রফিতে এর আগেও একক অঙ্কের ঘরে রান থাকাকলীন আউট হতে হয়েছে স্টিভ স্মিথকে। ২০১৩ সালে পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের স্টেডিয়ামে স্মিথকে পাঁচ রানে আউট করেছিলেন ভারতীয় ফাস্ট বোলার ভুবনেশ্বর কুমার। দুই বছর পর বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে আট রানে স্টিভকে ফিরিয়েছিলেন রবীন্দ্র জাদেজা। একই কাজ অস্ট্রেলিয়ার মাটিতে এর আগে কোনও ভারতীয় বোলার করে দেখাতে পারেননি।

ভারতের বিরুদ্ধে স্মিথ
ভারতের বিরুদ্ধে টেস্টে দুর্দান্ত রেকর্ড রয়েছে স্টিভ স্মিথের। বর্ডার-গাভাসকর ট্রফিতে ২০টি ইনিংস খেলে ১৪২৯ রান করেছেন প্রাক্তন অজি অধিনায়ক। তাঁর ব্যাটিং গড় ৮৪। ভারতের বিরুদ্ধে সর্বনিম্ন স্কোর অ্যাডিলেডেই হাসিল করলেন স্টিভ।

ম্যান ইউ-তে ১০ বছরের পুত্র, গর্বিত বাবা কিংবদন্তি ওয়েন রুনি