For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রোহিতের হয়ে ব্যাট ধরলেন অশ্বিন, তথ্য প্রদানে কাদের দায়িত্বশীল হওয়ার পরামর্শ?

রোহিত শর্মা সম্প্রতি সম্প্রচারকারী সংস্থার তথ্য পরিবেশন নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন। ভারত অধিনায়কের বক্তব্যকে সমর্থন রবিচন্দ্রন অশ্বিনের।

Google Oneindia Bengali News

রোহিত শর্মার হয়ে ব্যাট ধরলেন রবিচন্দ্রন অশ্বিন। ভারত অধিনায়কের অসন্তোষকে পূর্ণ সমর্থন জানিয়ে খেলা সম্প্রচারকারী টিভি চ্যানেলকে আরও দায়িত্বশীল হওয়ার পরামর্শও দিলেন। বিশেষ করে কোনও তথ্য় জনসমক্ষে আনার ক্ষেত্রে। বিতর্কের কেন্দ্রবিন্দুতে রোহিত শর্মা ওডিআই শতরানের খরা কাটানোর বিষয়টি।

রোহিতের শতরান প্রসঙ্গ

রোহিতের শতরান প্রসঙ্গ

ইন্দোরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় একদিনের আন্তর্জাতিকে ৩০তম ওডিআই শতরানটি পেয়েছেন রোহিত শর্মা। ৯টি চার ও ৬টি ছয়ের সাহায্যে হিটম্যান করেন ৮৫ বলে ১০১ রান। এর আগে তিনি শেষ ওডিআই সেঞ্চুরিটি করেছিলেন ২০২০ সালের ১৯ জানুয়ারি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১২৮ বলে ১১৯ রান করেছিলেন। এরপর ১৬টি ইনিংসে শতরান আসেনি। যদিও তার মধ্যে ২০২২ সালে আমেদাবাদে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৬০, ওভালে ইংল্যান্ডের বিরুদ্ধে অপরাজিত ৭৬, বাংলাদেশের বিরুদ্ধে অপরাজিত ৫১ এবং চলতি বছর শ্রীলঙ্কার বিরুদ্ধে ৮৩ ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৫১ রান করেন।

হিটম্যানের অসন্তোষ

হিটম্যানের অসন্তোষ

ইন্দোর ম্যাচের পর সাংবাদিক বৈঠকে সম্প্রচারকারী সংস্থার তথ্য পরিবেশন নিয়ে অসন্তোষ প্রকাশ করে রোহিত যা বলেছিলেন তাতে পূর্ণ সমর্থন জানিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। তিনি বলেন, জনসাধারণের কাছে তথ্য প্রদানের ক্ষেত্রে সম্প্রচারকারী সংস্থার আরও দায়িত্বশীল হওয়ার প্রয়োজনীয়তার কথা রোহিত সুন্দরভাবে তুলে ধরেছেন। এই ধরণের ধারণা জনমত গঠনে বড় ভূমিকা নেয়। দীর্ঘ সময় ধরে বলা হচ্ছিল, বিরাট কোহলি চার বছর ধরে শতরান পাচ্ছেন না। কিন্তু যদি খুঁটিয়ে দেখা হয় তাহলে দেখা যাবে ৪ বছরের মধ্যে ৮ মাসই করোনা অতিমারীর কারণে খেলা থমকে ছিল। এরপর তিনি ব্রেকও নিয়েছিলেন।

সমর্থন অশ্বিনের

সমর্থন অশ্বিনের

অশ্বিনের কথায়, লাগাতার বলা হয় ৩ বছরের গ্যাপ, ৪ বছরের গ্যাপ। ফ্যান, নির্বাচক বা এই সিস্টেমের সঙ্গে জড়িত সকলে আসল তথ্য জানেন। কিন্তু জনসাধারণের আপাতদৃষ্টিতে এই ধরনের তথ্য দেখে মনে হতেই পারে, সত্যিই তো এতদিন রান পাননি। নতুনরা রান পাচ্ছেন। ফলে ওই ক্রিকেটারকে বাদ দেওয়া হোক। সে কারণেই রোহিত সম্প্রচারকারী সংস্থাকে আরও দায়িত্বশীল হতে বলেছেন।

দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন

দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন

ইউটিউব শো-তে অশ্বিন বলেন, ২০১৯ সালের বিশ্বকাপে রোহিত একের পর এক শতরান পেয়েছেন। তিনি বিশ্বকাপের সেরা ক্রিকেটার হন। গত ১০-১৫ বছরে সীমিত ওভারের ক্রিকেটে রোহিত কোনও প্রশ্ন তোলার অবকাশই রাখেননি তাঁর পারফরম্যান্স নিয়ে। রোহিত শর্মা নিউজিল্যান্ডের বিরুদ্ধেই ৩৮ বলে ৩৪ রান করেছিলেন। প্রতিপক্ষ বোলারদের সামলে সতীর্থ ক্রিকেটারের উপর থেকে চাপ কমানোর চেষ্টা করছিলেন। কিন্তু তারপরও বলা হলো রোহিত আবারও ব্যর্থ! এই নিয়ে শো-তে আলোচনাও হলো। যা রীতিমতো অবাক করার মতো। উল্লেখ্য, রোহিত কিউয়িদের বিরুদ্ধে টি ২০ সিরিজে খেলছেন না। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে ভারতকে নেতৃত্ব দেবেন। নাগপুরে ৯ ফেব্রুয়ারি থেকে প্রথম টেস্ট।

English summary
Ravichandran Ashwin Bats For Rohit Sharma Suggesting Broadcasters To Be More Responsible. Rohit Was Annoyed After A Question Was Asked About Him Ending 3-Year Wait For A Century In ODI.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X