For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চাপের মুহূর্তে ব্যাটিং করার সময়ে শ্রেয়সকে কী বলেছিলেন অশ্বিন? অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে কী ভাবছেন বর্ষীয়ান তারকা

চাপের মুহূর্তে ব্যাটিং করার সময়ে শ্রেয়সকে কী বলেছিলেন অশ্বিন? অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে কী ভাবছেন বর্ষীয়ান তারকা

Google Oneindia Bengali News

বাংলাদেশের বিরুদ্ধে কঠিন পরিস্থিতি দ্বিতীয় টেস্টে জয় তুলে এনেছে ভারত। যেই পিচে বাংলাদেশের স্পিনারদের সামনে রীতিমতো হিমশিম খেতে হচ্ছিল ভারতকে সেই পিচে টিম ইন্ডিয়া জয় তুলে নিয়েছে,৩ উইকেটে। ভারতের হয়ে ম্যাচ উইনিং পারফরম্যান্স দেন রবিচন্দ্রন অশ্বিন। ছয় উইকেট নেওয়ার পাশাপাশি ৪২ রানের অপরাজিত ইনিংস খেলে ভারতের জয়ের পথ মসৃণ করেন তিনি। অশ্বিন সাপোর্ট পেয়েছেন শ্রেয়স আইয়ারের যিনি ২৯ রানে অপরাজিত থাকে।

চাপের মুহূর্তে ব্যাটিং করার সময়ে শ্রেয়সকে কী বলেছিলেন অশ্বিন? অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে কী ভাবছেন বর্ষীয়ান তারকা

ম্যাচের পর বিসিসিআই-এর একটি ভিডিওতে চেতেশ্বর পূজারাকে ম্যাচের সেরা অশ্বিন জানান, তিনি শ্রেয়স আইয়ারকে বলেছিলেন এই ম্যাচটা ভারতই জিতবে। আইয়ারের ব্যাটিংয়ের প্রশংসা করে অশ্বিন বলেছেন, "শ্রেয়সের কম্পোসার দারুণ ছিল এ দিন। ধীর স্থির হয়ে খেলেছে এবং আমি ওকে বলেছিলাম যে আমরা ম্যাচটা জিতেই মাঠ ছাড়ব। সেটা ১০ ওভারেই করি কিংবা লাঞ্চের পর।" এ দিন পূজারার সঙ্গেও মস্করা করেন অশ্বিন। পূজারা প্রথম টেস্টে দারুণ ছন্দে ছিলেন এবং নিজের টেস্ট কেরিয়ারের দ্রুততম শতরানটি করেন চট্টগ্রামে। অশ্বিন বলছিলেন, "অন্য দিকে, পুরো সিরিজে নিজের ধারাবাহিকতার মধ্যে দিয়ে বেলারদের নাজেহাল করেছে পূজারা।" চেতেশ্বর প্রত্যুত্তরে জানিয়েছেন, দীর্ঘ দিন অনুশীলনে নিজের শটগুলিকে বারবার অভ্যাসের পর বাংলাদেশের বিরুদ্ধে সেইগুলিকে বাস্তবের রূপ দিতে সক্ষম হয়েছেন তিনি।

অশ্বিনের পরবর্তী লক্ষ্য ঘরের মাঠে অস্ট্রেলিয়া সিরিজ। টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপের প্রথম তালিকায় প্রথম দুইয়ের মধ্যে থাকার জন্য বর্ডার - গাভাসকর সিরিজে ভাল পারফরম্যান্স করা জরুরি ভারতের। গোটা দল সেই বিষয়ে সচেতন এবং অশ্বিনও তৈরি হচ্ছেন সেই সিরিজকে পাখির চোখ করে। তাঁর কথায়, "আমি অস্ট্রেলিয়া সিরিজে নামার জন্য মুখিয়ে রয়েছি। আমরা ঘরের মাঠে এবং ওখানে গিয়েও দারুণ পারফর্ম করেছি অস্ট্রেলিয়া সিরিজে। ঘরের মাঠে দুর্দান্ত অস্ট্রেলিয়া সিরিজে থেকে কম কিছু আমি আশা করি না।" ফেব্রুয়ারি মাঠে ভারতের বিরুদ্ধে চার ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আসছে প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া।

English summary
Ravicahndran Ashwin was well assured that India will win the match.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X