For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শততম টেস্টের আগে প্রিয় ছাত্রকে একটু অন্য ভাবেই শুভেচ্ছা জানালেন 'গুরু' শাস্ত্রী

শততম টেস্ট উদযাপনের একশো কারণ রয়েছে, মাইলস্টোন গড়ার চব্বিশ ঘণ্টা আগে বিশেষ ভাবে প্রিয় ছাত্রকে শুভেচ্ছা জানালেন রবি

Google Oneindia Bengali News

বিরাট কোহলির কেরিয়ারের অনেকটা জুড়ে রয়েছেন রবি শাস্ত্রী। অধিনায়ক হিসেবে সাফল্যের পুরোটাই রবি শাস্ত্রীর কোচিং-এ পেয়েছেন বিরাট। বিরাট-শাস্ত্রী জুটি ভারতকে নিয়ে গিয়েছিল সাফল্যের শীর্ষে।

শততম টেস্টে মাঠে নামার আগে প্রিয় ছাত্রকে একটি অন্য ভাবেই শুভেচ্ছা জানালেন গুরু শাস্ত্রী

শাস্ত্রী-কোহলির জুটিতে টেস্ট ক্রিকেটে দুরন্ত সাফল্য পেয়েছিল ভারত। শুধু ঘরের মাঠেই নয়, বিদেশের মাটিতেও ভারতীয় দল জয়ের ধ্বজা উড়িয়েছিল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদেরই ঘরের মাঠে প্রথম টেস্ট সিরিজ জয়ের স্বাদ ভারতকে এনে দিয়েছিলেন বিরাট কোহলি এবং রবি শাস্ত্রী। এই জুটির হাত ধরে ইংল্যান্ডকে তাদেরই মাটিতে পর্যুদস্ত করেছিল ভারত।

ভারতীয় ক্রিকেটকে দীর্ঘ সময়ে সাফল্যের শীর্ষে রাখা এই জুটি ভেঙে যায় ২০২১ টি-২০ বিশ্বকাপের পর। গত বছর সংযুক্ত আরব আমিরশাহীতে আয়োজিত সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপে গ্রুপের দু'টি ম্যাচ হেরে যায় টিম ইন্ডিয়া। বিশ্বকাপের মঞ্চে প্রথম বার হারতে হয় পাকিস্তানের বিরুদ্ধে। গ্রুপ থেকেই ছিটকে গিয়েছিল ভারত।

বিরাটের শততম টেস্টে মোহালিতে থাকবেন সৌরভ, লন্ডন থেকে কোহলিকে দিলেন কোন বার্তা?বিরাটের শততম টেস্টে মোহালিতে থাকবেন সৌরভ, লন্ডন থেকে কোহলিকে দিলেন কোন বার্তা?

ভারতীয় দলে এক সঙ্গে কাজ করার মেয়াদ ফুরালেও একে অপরের প্রতি সম্মানটা একই রকম রয়েছে শাস্ত্রী এবং বিরাটের। রাত পোহালেই শততম টেস্ট ম্যাচটি খেলতে চলেছেন প্রিয় ছাত্র। তাঁর এই বিশেষ দিনে ড্রেসিং রুমে উপস্থিত না থাকতে পারলেও শাস্ত্রীর মন পড়ে থাকবে বিরাটের দিকেই।
শুক্রবার কোহলির শততম ম্যাচের আগে একটু অন্য ভাবেই প্রাক্তন ভারত অধিনায়ককে শুভেচ্ছা জানালেন রবি শাস্ত্রী। টুইট করে শাস্ত্রী লেখেন, "শততম টেস্ট ম্যাচকে সেলিব্রেট করার একশোটি কারণ রয়েছে। এটা দুর্দান্ত সেঞ্চুরি, তার মধ্যে অনেকগুলো মাঠে বসেই দেখেছি। কভার দিয়ে এই চ্যাম্পিয়নের শট খেলা উপভোগ করি।"

এরই সঙ্গে একটি ভিডিয়ো প্রকাশ করেন শাস্ত্রী যেখানে দেখা যাচ্ছে, ধারাভাষ্যকারে ভূমিকায় থাকা শাস্ত্রী তাঁর প্রিয় ছাত্রের কভার ড্রাইভ দেখে তাঁর বিখ্যাত 'ট্রেসার বুলেট' উক্তি করছেন। 'ট্রেসার বুলেট' কথাটি ধারাভাষ্যের সময়ে একাধিক বার ব্যবহার করেছেন শাস্ত্রী। এটি তাঁর এক ট্রেডমার্ক টার্ম। যা ধারাভাষ্যকার শাস্ত্রীর থেকে শোনা গিয়েছে একাধিক বার।

শাস্ত্রী বাকি ধারাভাষ্যকারদের বলছেন তাঁর এই উক্তি বলে দেখাতে। শাস্ত্রীর সেই চ্যালেঞ্জ গ্রহণ করেন বিরাট। ২০২১ টি-২০ বিশ্বকাপের পর যেমন রবি শাস্ত্রী ভারতীয় দলের কোচের পদ থেকে সরে দাঁড়ান তেমনই অধিনায়কত্বের দায়িত্ব ছেড়ে দেন বিরাট। এর পর বিসিসিআই তাঁকে এক দিনের ক্রিকেটে অধিনায়কের দায়িত্ব থেকেও সরিয়ে দেয়। বিসিসিআই সরিয়ে দেওয়ার আগেই সম্মানের সঙ্গে টেস্ট ফরম্যাটের অধিনায়কত্বও ছেড়ে দিয়েছেন কোহলি।

English summary
Virat Kohli is all set to play his 100th test match against Sri Lanka on Friday. Before the milestone match in Mohali former India head coach Ravi Shastri wishes him in a unique manner. Shastri wrote in twitter that there is 100 reasons to celebrates Kohli’s 100th test.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X