For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নতুন বছরে অধিনায়ক কোহলির প্রশংসায় টিম ইন্ডিয়ার হেড কোচ

৫ জানুয়ারি থেকে দেশের মাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে ২০২০-র অভিযান শুরু করছে টিম ইন্ডিয়া।

  • |
Google Oneindia Bengali News

৫ জানুয়ারি থেকে দেশের মাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে ২০২০-র অভিযান শুরু করছে টিম ইন্ডিয়া। বেশ কয়েকটি কঠিন দ্বিপাক্ষিক সিরিজের পর এ বছরই অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপও খেলবে ভারত। তার আগে নতুন বছরে ভারত অধিনায়ক বিরাট কোহলির ভূয়শী প্রশংসা করেছেন টিম ইন্ডিয়ার হেড কোচ রবি শাস্ত্রী।

বিরাট কোহলির উন্নতি

বিরাট কোহলির উন্নতি

২০০৯ সালে প্রথম আন্তর্জাতিক শতরান পেয়েছিলেন বিরাট কোহলি। তারপর থেকে এখনও পর্যন্ত ক্রিকেটার হিসেবে টিম ইন্ডিয়ার অধিনায়কের উন্নতিতে তিনি মুগ্ধ বলে জানিয়েছেন হেড কোচ রবি শাস্ত্রী। বলেছেন, বিরাটের ভাঙা-গড়ার খেলা প্রতিদিনই চলতে থাকে। তাই ভারত অধিনায়ক প্রতিদিনই নিজের উন্নতির দিকে ধাপে ধাপে এগিয়ে যান বলে জানিয়েছেন শাস্ত্রী।

টেস্ট ক্রিকেটের প্রতি ভালোবাসা

টেস্ট ক্রিকেটের প্রতি ভালোবাসা

টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলির টেস্ট ক্রিকেটের প্রতি ভালোবাসায় মুগ্ধ হয়েছেন রবি শাস্ত্রী। টিম ইন্ডিয়ার হেড কোচের কথায়, সাধারণত এই প্রজন্মের ক্রিকেটাররা সীমিত ওভারের ক্রিকেট খেলতেই বেশি ভালোবাসেন। কিন্তু দেশের রোল মডেল হয়ে বিরাট যেভাবে টেস্ট ক্রিকেটের হয়ে গলা ফাটাচ্ছেন, তা তরুণ প্রজন্মের কাছে দৃষ্টান্ত বলে জানিয়েছেন রবি শাস্ত্রী।

বোলারদের উন্নতি

বোলারদের উন্নতি

ভারতীয় ক্রিকেট দলের বোলিং আক্রমণকে এই মুহূর্তে বিশ্বসেরা বলা হচ্ছে। এই উচ্চতায় পৌঁছনোর জন্য টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলিকে বিশেষ কৃতিত্ব দিচ্ছেন রবি শাস্ত্রী। টিম ইন্ডিয়ার হেড কোচের কথায়, বিরাট যেভাবে ভারতীয় বোলারদের পাশে দাঁড়িয়েছেন, দেশের ক্রিকেটে তা দৃষ্টান্ত।

 সবার মতামতকে প্রাধান্য

সবার মতামতকে প্রাধান্য

রবি শাস্ত্রী বলেছেন, ভারতীয় ক্রিকেট দলের সাফল্যের প্রধান রহস্য একতার ওপর দাঁড়িয়ে আছে। এই দলে সবার মতামতকে প্রাধান্য দেওয়া হয় বলে জানিয়েছেন টিম ইন্ডিয়ার হেড কোচ। কেউ দলে নতুন কোনও ভাবনার আমদানি ঘটাতে চাইলে তাঁকে স্বাগত জানানো হয় বলেও জানিয়েছেন রবি শাস্ত্রী।

English summary
Ravi Shastri praises Virat Kohli in new year
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X