For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনার মাঝে মদের দোকান খুলতেই, কোন দুই সঙ্গীকে নিয়ে বিয়ার পানের ইচ্ছা রবি শাস্ত্রীর

করোনার মাঝে মদের দোকান খুলতেই, কোন দুই সঙ্গীকে নিয়ে বিয়ার পানের ইচ্ছা রবি শাস্ত্রীর

  • |
Google Oneindia Bengali News

করোনা লকডাউনে দেশবাসীর নাভিশ্বাস ওঠার অবস্থা। একদিকে প্রাণঘাতী মারণ ভাইরাস থেকে বাঁচার জন্য প্রতিমুহূর্তের লড়াই। অন্যদিকে লকডাউনে রুটি-রুজি বন্ধ। যেকারণে আর্থিক সংস্যা দিনদিন বাড়ছে। এই পরিস্থিতিতেও প্রতিদিনে লড়াই চালাচ্ছে দেশবাসী। এর মাঝেই এবার করোনা লকডাউনে চলাকালীন মদের দোকান খোলায় ছাড় দেওয়া হয়েছে। মদের দোকান খুলতেই বিয়ার পানের ইচ্ছা্প্রকাশ করে বিতর্কে রবি শাস্ত্রী।

রবি শাস্ত্রীর বিয়ার প্রীতি

রবি শাস্ত্রীর বিয়ার প্রীতি

খামখেয়ালি জীবনযাপনের জন্যে রবি শাস্ত্রীর দুর্নাম রয়েছে। ক্রিকেটার থেকে ধারাভাষ্যকার হয়ে এখন ভারতীয় ক্রিকেট দলের কোচ। হেড কোচ শাস্ত্রীর জীবনযাপন সবসময়ই একটু খামখেয়ালি। বিতর্ককে পাত্তা দেননা, ওয়েস্ট ইন্ডিজ কিংবা নিউজল্যান্ড সফরে গেলে বিয়ারের গ্লাস বা বোতল হাতে ছবি পোস্ট করায় শাস্ত্রী থোরাই কেয়ার।

দেশে করোনা লকডাউন

দেশে করোনা লকডাউন

ভারতে করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। যেকারণে ভারতে ১৭ মে পর্যন্ত তৃতীয় দফার লকডাউন দীর্ঘায়িত করা হয়েছে।

ভারতে করোনা আক্রান্ত কত

ভারতে করোনা আক্রান্ত কত

দেশে করোনা আক্রান্ত এখন প্রায় ৫০ হাজার। যার মধ্যে ১৭০০-র বেশি নাগরিক প্রাণ হারিয়েছেন।

সোমবার থেকে চালু মদের দোকান

সোমবার থেকে চালু মদের দোকান

৪ মে থেকে লকডাউন কিছুটা শিথিল করে দেশে মদের দোকান খোলায় অনুমতি দেওয়া হয়েছে। এরপর দেশজুড়ে করোনা সর্তকতা না মেনেই নাগরিকদের মদ কেনার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল! সামাজিক দূরত্ব না মেনেই মদ নিয়ে ঘরে কয়েক হাজার সুরাপ্রেমি বাড়ি ফিরেছেন।

বিয়ার পানের ইচ্ছা রবি শাস্ত্রীর

বিয়ার পানের ইচ্ছা রবি শাস্ত্রীর

করোনা লকডাউনের মাঝে মদের দোকান খুলতেই বিয়ার পানের ইচ্ছার কথা রবি শাস্ত্রী জানিয়েছেন। ফেসবুকে ক্রিকেট নিয়ে এক আড্ডায় শেষে শাস্ত্রী বিয়ার পানের ইচ্ছাপ্রকাশ করেন।

কোন দুই সঙ্গীকে নিয়ে বিয়ার পানের ইচ্ছা শাস্ত্রীর

কোন দুই সঙ্গীকে নিয়ে বিয়ার পানের ইচ্ছা শাস্ত্রীর

লকডাউনের কারণে আপতত আলিবাগে বন্দি রবি শাস্ত্রী। সেখানেই তিনি লক্ষ্মণ শিবরামকৃষ্ণন ও রজার বিনিকে কোয়ারেন্টাইন রুমমেট হিসাবে চেয়েছেন। দুই সঙ্গীকে নিয়ে একসঙ্গে বিয়ার পান করা যেতে পারে বলে শাস্ত্রী মন্তব্য করেন।

আইপিএলে সাড়া জাগিয়েও হারিয়ে যাওয়া ক্রিকেটারদের তালিকা দেখে নেওয়া যাকআইপিএলে সাড়া জাগিয়েও হারিয়ে যাওয়া ক্রিকেটারদের তালিকা দেখে নেওয়া যাক

English summary
Ravi Shastri picks 2 ex-cricketers who could be beer buddies in Corona Lockdown
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X