For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চার দিনে কেন খেলব! অন্য উপায় বলে দিলেন ভারতীয় কোচ রবি শাস্ত্রী

চার দিনের টেস্ট! টেস্ট ক্রিকেটকে এই ভবিষ্যত উপহার দিতে বৈঠকের পথে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। যা নিয়ে ক্রিকেটমহলে এদিন বিতর্ক তুঙ্গে। প্রাক্তনীরা কেউই চার দিনের টেস্টের পক্ষে নয়!

  • |
Google Oneindia Bengali News

চার দিনের টেস্ট! টেস্ট ক্রিকেটকে এই ভবিষ্যত উপহার দিতে বৈঠকের পথে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। যা নিয়ে ক্রিকেটমহলে এদিন বিতর্ক তুঙ্গে। প্রাক্তনীরা কেউই চার দিনের টেস্টের পক্ষে নয়! প্রত্যেকেই টেস্টে একদিন কমানোর বিরোধীতা করেছেন।

 এবার চার দিনের টেস্টের বিরোধীতা করলেন শাস্ত্রী

এবার চার দিনের টেস্টের বিরোধীতা করলেন শাস্ত্রী

আইসিসিক কটাক্ষ করে ভারতীয় দলের কোচ বলেন, 'চার দিনের টেস্টের ভাবনা একেবারেই বোকামি। এভাবে চলতে থাকলে কোনওদিন টেস্টের ওভার বেধে দেওয়া হবে। সীমিত ওভারের টেস্ট ক্রিকেট খেলা শুরু হয়ে যাবে। টেস্ট ক্রিকেটকে টেস্ট ক্রিকেটের মতো থাকতে দেওয়া উচিত। পাঁচ দিনের ক্রিকেট নিয়ে অযথা পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন নেই।'

 টেস্টকে বাঁচাতে শাস্ত্রীর প্রস্তাব

টেস্টকে বাঁচাতে শাস্ত্রীর প্রস্তাব

টেস্ট ক্রিকেটকে বাঁচাতে নতুন প্রস্তাব শাস্ত্রীর। ভারতীয় কোচ বলেছেন, 'শেষ পর্যন্ত আইসিসি যদি টেস্ট ক্রিকেটকে চারদিনে নামিয়ে আনে। সেক্ষেত্রে টেস্টের সেরা ছয় দলকে অন্তত এই নাটক থেকে ছেড়ে দেওয়া হোক। সেরা ছয় দল পাঁচদিনেই টেস্ট খেলুক। আর বাকি দলগুলিকে নিয়ে তখন আইসিসি চার দিনের টেস্ট খেলাক।'

পিঙ্ক বলে স্পিন কোথায়

পিঙ্ক বলে স্পিন কোথায়

শাস্ত্রী পিঙ্ক বল টেস্ট নিয়েও মুখ খুলেছেন। বলেছেন, 'গোলাপি বলে টেস্ট নিয়ে এখন পরীক্ষা-নিরীক্ষা চলছে। পিঙ্ক বলে স্পিনাররা তো স্পিন করাতে পারছে না। দিন রাতের টেস্টে সেক্ষেত্রে সঠিক বল হওয়ার প্রয়োজন। '

 টেস্ট ক্রিকেট নিয়ে শাস্ত্রীর বিশ্বাস

টেস্ট ক্রিকেট নিয়ে শাস্ত্রীর বিশ্বাস

ভারতীয় দলের কোচ আরও বলেছেন, 'টেস্টের প্রথম ছটি দল একে অন্যের বিরুদ্ধে আরও বেশি খেললে দর্শকদের মধ্যে টেস্ট ক্রিকেট দেখার আগ্রহ আরও বাড়বে। '

English summary
 Ravi Shastri has new proposal for Test cricket,slams 4 day test idea
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X