For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাহুল দ্রাবিড়কে ভারতীয় দলের কোচ করা কি ঠিক সিদ্ধান্ত? এবার মুখ খুললেন রবি শাস্ত্রী

রাহুল দ্রাবিড়কে ভারতীয় দলের কোচ করা কি ঠিক সিদ্ধান্ত? তাঁর জায়গায় রাহুলকে বসানো নিয়ে মুখ খুললেন রবি শাস্ত্রী

Google Oneindia Bengali News

রবি শাস্ত্রী পরবর্তী সময়ে ভারতীয় দলের দায়িত্ব রাহুল দ্রাবিড়ের হাতে তুলে দিয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন বিসিসিআই। রাহুলকে কোচের পদে নিযুক্ত করার আগে তাঁর সঙ্গে নিজে স্বয়ং কথা বলেছিলেন মহারাজ। রবি শাস্ত্রীর পরবর্তীতে ভারতীয় দলের কোচ হিসেবে রাহুল দ্রাবিড়-ই কি যোগ্য ব্যক্তি ভারতীয় দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, এই বিষয়ে মুখ খুললেন শাস্ত্রী।

রাহুল দ্রাবিড়কে ভারতীয় দলের কোচ করা কি ঠিক সিদ্ধান্ত? তাঁর জায়গায় রাহুলকে বসানো নিয়ে মুখ খুললেন রবি শাস্ত্রী

বৃষ্টির কারণে বিঘ্ন ঘটায় ক্রিকেটারদের মতো অনেকটাই সময় পেয়ে যান ধারাভাষ্যকাররাও। সেই সময়ে ভারতীয় দলের তাঁর সময় এবং রাহুল দ্রাবিড়ের তাঁর জায়গায় আসা নিয়ে দীর্ঘ সময় কথা বলেন শাস্ত্রী। তিনি বলেন, "এটা সম্পূর্ণ একটা থ্যাঙ্কলেস জব কারণ প্রতি দিন ১.৪ বিলিয়ন মানুষ তোমার বিচার করবে। এটা থেকে দূরে সরে থাকার কিছু নেই, কোনও কিছুর পিছনে লুকনোর নেই। তোমায় বুলেটের সম্মুখীন হতে হবে। দিনের শুরুতে এবং দিনের শেষে পারফরম্যান্সই শেষ কথা বলে। তোমাকে জিততেই হবে। প্রত্যাশা অনেক বেশি থাকে কিন্তু যে ভাবে ছেলেরা খেলেছে তা অসাধারণ। আমি যখন আমার সেই সাত বছরের সময়কাল ফিরে দেখি তখন সত্যিই গর্ব হয় যে এই ভাবে ছেলেরা প্রত্যাশা পূরণ করতে সফল হয়েছে। যেই সময় আমি দায়িত্ব নিই তখন সেরা ক্রিকেটটা খেলতে পারছিল না দল, র্যাঙ্কিং দেখলেই বোঝা যাবে সেটা। কিন্তু আমার সময় শেষে সব ফরম্যাটেই শীর্ষে ছিল দল।"

রাহুল দ্রাবিড়কে ভারতীয় দলের কোচ করা কি ঠিক সিদ্ধান্ত? তাঁর জায়গায় রাহুলকে বসানো নিয়ে মুখ খুললেন রবি শাস্ত্রী

স্কাই স্পোর্টসকে শাস্ত্রী আরও বলেন, "আমার সময়ে যদি কোনও কিছু না পাওয়া থাকে তা হল বিশ্বকাপ। এ ছাড়া লাল বল এবং সাদা বলের ক্রিকেটে বিশ্বের বিভিন্ন প্রান্তে বেশ কিছু স্মরণীয় ম্যাচ উপহার দিয়েছি আমরা। অস্ট্রেলিয়া দু'টি সিরিজ জিতেছি, ইংল্যান্ডের বিরুদ্ধে গত বছর সিরিজে এগিয়ে ছিলাম।"

রাহুল দ্রাবিড়কে ভারতীয় দলের নয়া কোচের ভূমিকা নিযুক্ত করার বিষয়ে শাস্ত্রী বলেছেন, "রাহুলের থেকে ভাল কেউ হতো না যে আমার পর এই দলের দায়িত্ব গ্রহণ করতে পারত। ভুল করে আমি চাকরিটা পেয়ে গিয়েছিলাম, সেটা আমি রাহুলকে বলেছিলাম। আমি কমেন্ট্রি বক্সে ছিলামা। আমায় গিয়ে দায়িত্ব পালন করতে বলা হয় এবং আমি হয়তো ওটাই করেছি কিন্তু রাহুল পুরো সিস্টেমের মধ্যে দিয়ে এসেছে। কঠিন পরিশ্রম করেছে ও। অনূর্ধ্ব-১৯ দলের কোচ ছিল ও, আমি আশা করি ও এই কাজটা উপভোগ করবে যখন দল রেসপন্ড করা শুরু করবে।"

২০১৪ সালে ভারতীয় ক্রিকেট দলের ডিরেক্টর হিসেবে আট মাস কাজ করেন শাস্ত্রী। ভারতীয় দলের ইংল্যান্ড সফর থেকে ২০১৫ বিশ্বকাপ পর্যন্ত এই পদে তিনি ছিলেন। ২০১৭ সালে ভারতীয় দলের প্রধান কোচের দায়িত্ব পান শাস্ত্রী। ২০১৯ সালে তাঁর মেয়াদ বাড়ানো হয় এবং ২০২১ টি-২০ বিশ্বকাপ পর্যন্ত দলের দায়িত্বে ছিলেন। তাঁর কোচিং-এ ভাগ্যের জোড়ে অস্ট্রেলিয়াকে হারালেও অধিকাংশ ম্যাচই ভারত জিতেছে নীচের র্যাঙ্কিং-এর দিকে থাকা দলের বিরুদ্ধে। কখনও আইসিসি ইভেন্টে ভারতকে সাফল্য এনে দিতে পারেননি শাস্ত্রী। তাঁর কোচিং দক্ষতা কতটা সমৃদ্ধ তা বোঝ যায় তাঁর অধীনে ভারতীয় দলের আইসিসি'র ইভেন্টে পারফরম্যান্স দেখে।

English summary
Ravi Shastri feels there was no better person than Rahul Dravid to take over his role as India team chief coach. Under Ravi Shastri's coaching India mainly played against Low ranked teams. He failed to deliver in ICC events which proves how good he was as India coach.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X