For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজ্য দলে প্রত্যাখ্যাত হওয়া থেকে বাবার বিরুদ্ধাচরণ! অদম্য মনোভাবেই ভারতীয় দলে রবি-উদয়

  • |
Google Oneindia Bengali News

রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত সাদা বলের ক্রিকেটে যে নতুন স্পিন আক্রমণের বিকল্প তৈরির রণকৌশল অবলম্বন করতে চাইছে তা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দল গঠনেই পরিষ্কার। একদিনের ও টি ২০ সিরিজের দলে সুযোগ পেয়েছেন রবি বিষ্ণোই। আইপিএলে পাঞ্জাবের হয়ে খেলার পর এবার তাঁকে নিয়েছে লখনউ। তারপর জাতীয় দলে ডাক পাওয়া। তবে রাজস্থানের এই স্পিনারের যোধপুর থেকে ভারতীয় দলে পৌঁছানোর পথটা মোটেই সুগম ছিল না।

অনেক পথ পেরিয়ে

অনেক পথ পেরিয়ে

পশ্চিম রাজস্থানের যোধপুর থেকে অভাবনীয় উত্থান রবি বিষ্ণোইয়ের। বেশিরভাগ এলাকাই মরুভূমি বলে যোধপুরের অনেকেই ক্রিকেট কেরিয়ার এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে বিকানের, জয়পুর বা উদয়পুরে চলে যান। কিন্তু রবি সেই পথে না হেঁটে যোধপুরেই তাঁর সিনিয়র তথা রাজস্থানের প্রাক্তন ক্রিকেটার প্রদ্যোৎ সিং রাঠোর, শাহরুখ পাঠানের সঙ্গে হাত মিলিয়ে শুরু করেন স্পার্টান্স ক্রিকেট আকাদেমি। সেখানেই তিনি নিজেকে উন্নত করার প্রয়াস চালাতে থাকেন প্রদ্যোৎ, শাহরুখদের কাছে। আইপিএলের পাশাপাশি ঘরোয়া ক্রিকেটে রবির সাফল্য দেখে তাঁর কোচেরা আত্মবিশ্বাসী ছিলেন টি ২০ বিশ্বকাপের ঠিক তাঁকে জাতীয় দলে দেখে নিতে চাইবেন নির্বাচকরা। সেই প্রত্যাশিত ডাকটি আসতেই রবি বিষ্ণোইয়ের কোচেরা আনন্দে উৎসবের মেজাজে দিন কাটাচ্ছেন।

গুগলিই অস্ত্র

গুগলিই অস্ত্র

প্রদ্যোৎ সিং রাঠোরের কথায়, অনেকে রবি বিষ্ণোইকে নানা পরামর্শ দিয়ে থাকেন বোলিং স্টাইল সম্পর্কে। কিন্তু আমরা রবির স্বাভাবিক খেলার উপরেই জোর দিয়েছি। বিপক্ষের ব্যাটারদের বোকা বানাতে রবির অন্যতম অস্ত্র গুগলি। তা যাতে মিডল বা লেগ স্টাম্পে না পড়ে, অফ স্টাম্পের সামান্য বাইরে ফেললে উইকেট পাওয়ার সম্ভাবনা যে বাড়ানো যায়, এ সব কিছু নিয়েই বিগত ২ বছর ধরে রবির সঙ্গে পড়ে ছিলেন তাঁর কোচরা। বোলিং শক্তি বৃদ্ধির দিকেই জোর দেওয়া হয়েছে। বোলিং স্টাইল পরিবর্তনে নয়।

প্রত্যাখ্যাত হয়েও নাছোড়

প্রত্যাখ্যাত হয়েও নাছোড়

অনূর্ধ্ব ১৬ বিভাগে একবার এবং অনূর্ধ্ব ১৯-এর ট্রায়ালে রবি প্রত্যাখ্যাত হন নির্বাচকদের কাছে। তখন পাঠান ফোন করেন রাজস্থান রয়্যালসের বর্তমান ফিল্ডিং কোচ দিশান্ত ইয়াগনিককে এবং অনুরোধ করেন নির্বাচকদের বলার জন্য রবির ব্যাপারটি আরও একটু মনোযোগ দিয়ে দেখতে। ইগাগনিক মজা করে বলেন, রাজস্থানে সুযোগ না পেলেও রবি একদিন ভারতীয় দলে খেলবেন। তিনি রাজস্থানের এক জুনিয়র নির্বাচককে রবির বিষয়টি বলেন এবং পরে রাজ্য দলে জায়গা পান রবি। এ সবটাই হয়েছিল ২০১৮ সালে, যেবার রবি রাজস্থান রয়্যালসে নেট বোলার হিসেবে যোগ দিয়েছিলেন। বাবার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে ক্লাস টুয়েলভের পরীক্ষায় বসেননি, রবি রাজস্থান রয়্যালসের নেট বোলার হিসেবে উপস্থিত থাকাটাকেই প্রাধান্য দিয়েছিলেন। পরের বছর পরীক্ষায় বসেন। ২০২০ অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের সর্বাধিক উইকেটশিকারী রবির নাছোড় মনোভাব আর কঠোর অনুশীলনেরই পুরস্কার জাতীয় দলে ডাক পাওয়া।

রবির কেরিয়ার

রবির কেরিয়ার

২০২০ সালের আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবে অভিষেক রবি বিষ্ণোইয়ের। গত আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাব হয় পাঞ্জাব কিংস, বিষ্ণোই নিজের কেরিয়ারের দ্বিতীয় আইপিএল মরশুমেও ছিলেন দারুণ ছন্দে। এবার তাঁকে ৪ কোটি টাকার বিনিময়ে নিয়েছে লখনউ সুপার জায়ান্টস। ২৩টি আইপিএল ম্যাচে বিষ্ণোইয়ের উইকেট সংখ্যা ২৪, ইকনমি ৬.৯৬। দেশের ঘরোয়া ক্রিকেটে রাজস্থানের এই স্পিনার ৫০ ওভারের ম্যাচ খেলেছেন ১৭টি, উইকেটের সংখ্যা ২৪, ইকনমি ৫.৪৮। ৪২টি টি ২০ ম্যাচে রবির উইকেট রয়েছে ৪৯টি, ইকনমি ৬.৬৩।

English summary
Ravi Bishnoi Was Rejected Thrice By The Selectors At The Age Group Level In Rajasthan. Bishnoi Got The Maiden India Call Up For The West Indies Series.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X