For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশ্বকাপের সেরা বোলার হয়েও বিতর্কে জড়িয়ে শাস্তির কোপে বিষ্ণোই, চিন্তায় খাওয়া ছেড়েছেন মা

বিশ্বকাপের সেরা বোলার হয়েও বিতর্কের জড়িয়ে শাস্তির কোপে বিষ্ণোই, চিন্তায় খাওয়া ছেড়েছেন মা

  • |
Google Oneindia Bengali News

অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে নামে পাশে ১৭ উইকেট। বিশ্বকাপ ফাইনালে বাংলাদেশের বিরুদ্ধে চাপের মুহূর্তে একাই চার উইকেট তুলে নিয়ে ট্রফি জয়ের আশা জাগিয়েছিলেন। শেষ পর্যন্ত অবশ্য সেই স্বপ্ন অধরা থেকে গিয়েছে। তবে বল হাতে স্পিন ভেল্কিতে ক্রিকেট বিশ্বের দিল জিতেছেন রবি বিষ্ণোই।

বাংলাদেশের ক্রিকেটারদের সঙ্গে ঝামেলা

ফাইনালে যুব ক্রিকেটারের আচরণ নিয়ে অবশ্য অনেক সমালোচনা হয়েছে। ফাইনাল শেষ বাংলাদেশের ক্রিকেটারদের সঙ্গে কথা কাটাকাটি ও ধাক্কায় জড়ানোয় আইসিসি থেকে শাস্তি পেয়েছেন বিষ্ণোই। যার পর ছেলের ক্রিকেট ভবিষ্যতের চিন্তায় বিষ্ণোই পরিবার।

বিষ্ণোইয়ের বাবা যা জানালেন

রবির বাবা ছেলের আচরণে হতাশ। শান্ত ছেলে হঠাৎ কীভাবে আবেগের বশবর্তী হয়ে টেম্পারমেন্ট হারাল, সেই উত্তর খুঁজছেন তিনি।

এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিষ্ণোইয়ের বাবা মাঙ্গিলাল বিষ্ণোই বলেছেন, 'আমি তো এমন ঘটনা মেনে নিতেই পারছি না। ছেলে বরাবরই বেশ শান্ত প্রকৃতির। মেজাজ হারায় না। ' সঙ্গে তিনি জুড়েছেন,' বাংলাদেশের ক্রিকেটার আগ্রাসী সেলিব্রেশন শুরু হলে পরিস্থিতি হাতের বাইরে যাওয়াতেই টিমমেটদের বাঁচাতে নিশ্চয়ই ঝামেলায় জড়িয়েছিল।'

বিষ্ণোইকে কড়া শাস্তি আইসিসি'র

উল্লেখ্য ইতিমধ্যেই বিষ্ণোইকে শাস্তি দিয়েছে আইসিসি। ফাইনাল শেষে ধাক্কাধাক্কির জন্য সব মিলিয়ে বাংলাদেশের তিন ও ভারতের দুই ক্রিকেটারকে আইসিসি শাস্তি দিয়েছে। আইসিসির নিয়ম ভাঙায় বিষ্ণোইকে পাঁচ সাসপেনশন পয়েন্ট দেওয়া হয়েছে। ফলে ভবিষ্যতে দেশের হয়ে অনূর্ধ্ব-১৯ বা সিনিয়র ক্রিকেটে পাঁচ ম্যাচে সাসপেন্ড রবি বিষ্ণোই। আকাশ সিংকে ৮ সাসপেনশন পয়েন্ট দেওয়া হয়েছে।

ছেলের ক্রিকেট ভবিষ্যতের চিন্তায় মা খাওয়া ছেড়েছেন

বিষ্ণোইয়ের এই শাস্তি শুনে পরিবার অবশ্য নাওয়া খাওয়া ছেড়েছে। পরিবার সূত্রে বিষ্ণোইয়ের বাবা জানিয়েছেন, 'ছেলের ক্রিকেট ভবিষ্যতের চিন্তায় বিষ্ণোইয়ে মা দুদিন খাননি।'

English summary
Ravi Bishnoi's father disappointed after son punished by ICC
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X