আইপিএলে আফগানিস্তানের রশিদকে 'ক্যামেল ব্যাট'-এ ব্যাটিং করার অনুরোধ সানরাইজার্সের
অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে অভিনব 'ক্যামেল' ব্যাটের আমদানি করলেন রশিদ খান। আফগানিস্তানের এই অলরাউন্ডার বিগ ব্যাশ লিগে অ্যাডিলেড স্ট্রাইকার্স দলে খেলেন। টুর্নামেন্টে অ্যাডিলেড স্ট্রাইকার্স বনাম মেলবোর্ন রেনেগাদেস দলের ম্যাচে ঢেউ খেলানো ব্যাট ব্যবহার করেন রশিদ। অভিনব এই ব্যাটের উল্টে দিকটি উঠের কুঁজোর মতো উঁচু।যা দেশে অস্ট্রেলিয়ার জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট, এই ব্যাটটির নাম দিয়েছে 'ক্যামেল ব্যাট'।

অভিনব এই ব্যাটে ১৬ বল খেলে ২৫ রান করেছেন রশিদ।২টি চার ও ২টি ছয়ের সাহায্যে ইনিংস সাজিয়েছেন রশিদ। রশিদের ক্যামিও ইনিংসে নির্ধারিত ২০ ওভার শেষে অ্যাডিলেড স্ট্রাইকার্স ১৫৫ রান তোলে।
'ক্যামেল' ব্যাটে চমক দেওয়ার পাশাপাশি আফগানিস্তানের ক্রিকেটার বলেও ভেল্কি দেখিয়েছেন। ৪ ওভার বল করে ১৫ রান খরচ করে ২ উইকেট পেয়েছেন রশিদ। অ্যাডিলেডের ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে ১৫৬ রান তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে রেনেগাদেস ১৩৭ রান তোলে। ১৮ রানের ব্যবধানে ম্যাচ জিতে নেয় অ্যাডিলেড স্ট্রাইকার্স।
<blockquote class="twitter-tweet blockquote"><p lang="en" dir="ltr">What do you think about <a href="https://twitter.com/rashidkhan_19?ref_src=twsrc%5Etfw">@rashidkhan_19</a>'s new 🐫 bat? <a href="https://t.co/pwuLSWOqjL">pic.twitter.com/pwuLSWOqjL</a></p>— ICC (@ICC) <a href="https://twitter.com/ICC/status/1211519791024001024?ref_src=twsrc%5Etfw">December 30, 2019</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>রশিদকে এই অভিনব ব্যাটে ব্যাটিং করতে দেখে এবার তাঁকে আইপিএলেও এমন ব্যাট ব্যহারের অনুরোধ জানিয়েছে সানরাইজার্স। টুইট করে এসআরএইচ-এর পক্ষ থেকে লেখা হয়েছে, আইপিএল ২০২০তে রশিদকে আমরা ব্যাটে খেলতে দেখতে চাই।
<blockquote class="twitter-tweet blockquote"><p lang="en" dir="ltr">Carry it along for IPL 2020, <a href="https://twitter.com/rashidkhan_19?ref_src=twsrc%5Etfw">@rashidkhan_19</a>! 😎 <a href="https://t.co/qP0WVo1S8v">https://t.co/qP0WVo1S8v</a></p>— SunRisers Hyderabad (@SunRisers) <a href="https://twitter.com/SunRisers/status/1211306843022094336?ref_src=twsrc%5Etfw">December 29, 2019</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>