For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আফগানিস্তানের রশিদই মাসিহা হায়দরাবাদের, প্রমাণ করল দিল্লি ম্যাচ

যত দিন যাচ্ছে ততই যেন নিজেকে মেলে ধরছেন আফগানিস্তানের তরুণ লেগ স্পিনার রশিদ খান। গত দু'বছরে বিশ্ব ক্রিকেটে অন্যতম তারকা স্পিনার হিসেবে উঠে এসেছেন রাশিদ।

  • By Koushik Chakraborty
  • |
Google Oneindia Bengali News

যত দিন যাচ্ছে ততই যেন নিজেকে মেলে ধরছেন আফগানিস্তানের তরুণ লেগ স্পিনার রশিদ খান। গত দু'বছরে বিশ্ব ক্রিকেটে অন্যতম তারকা স্পিনার হিসেবে উঠে এসেছেন রাশিদ। শুধু দেশের জার্সিতেই নয়, ফ্র্যাঞ্চাইজির হয়েও যে তিনি সমান কার্যকরী তার প্রমাণ পাওয়া গিয়েছে বিভিন্ন সময়, বিভিন্ন ম্যাচে। শনিবার সেই কাজটাই ফের একবার করে দেখালেন এই মিস্ট্রি স্পিনার।

দিল্লি বধের নায়ক, সেরার পুরস্কার হাতে আবেগতাড়িত রশিদ

শনিবার দিল্লির ডেয়ারডেভিলসের বিরুদ্ধে সানরাইজার্স হায়দরাবাদের জয়ের নেপথ্য়ে ইউসুফ পাঠানের যে বড় অবদান আছে তা অনস্বীকার্য। ওই সময় ইউসুফের ব্যাট থেকে ওই ইনিংস না এলে হয়তো সমস্যা বাড়তে পারত।

দিল্লি বধের নায়ক, সেরার পুরস্কার হাতে আবেগতাড়িত রশিদ

তবে, ইউসুফের আগেই বল হাতে হায়দরাবাদকে নির্ভরতা দিয়ে দিল্লিকে কম রানের মধ্যে আটকে রাখেন রশিদ খান। চার ওভারে মাত্র ২৩ রান খরচ করে দু'উইকেট তুলে নেন রশিদ। আর এই দু'উইকেটই প্রয়োজনের সময় পান তিনি। এদিনের ম্যাচে তাঁর দু'টি শিকার ঋষভ পন্থ এবং পৃথ্বী শ।
ম্যাচ শেষে রশিদ বলেন, 'দলের হয়ে ভাল পারফর্ম করতে পেরে ভাল লাগছে। গত দু'বছরে সমর্থকেরা যে ভালবাসা আমাকে দিয়েছে এবং সাপোর্ট করেছে দেশের বাইরে খেলছি বলে মনে হচ্ছে না। মনে হচ্ছে আফগানিস্তানেই খেলছি। এইগুলোই আরও ভাল করতে উৎসাহ জোগায়। আফগানিস্তানে প্রায় সব মানুষই আইপিএল দেখে। তাঁদের আশীর্বাদও আমার কাজে লাগছে। বিশেষ করে আমার বাবা মায়ে।'
এটাই প্রথম নয়, চলতি আইপিএলে এর আগেও দু'বার ম্যাচের সেরা হয়েছেন রশিদ। এখনও পর্যন্ত ২০১৮ আইপিএলে ৯টি ম্যাচ খেলেছেন রশিদ। ৯ ম্যাচে তাঁর সংগ্রহ ১২টি উইকেট। ২০১৭ আইপিএলে ১৪ ম্যাচে ১৭টি উইকেট নিয়েছিলেন তিনি।

English summary
Rashid Khan from Afghanistan was selected as man of the match. Rashid's outstanding performance helps him to achieve the honor.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X