For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টেস্টেও জাত চেনালেন রশিদ খান! ঐতিহাসিক প্রথম টেস্ট জয়ের মুখে আফগানিস্তান

আফগানিস্তানের প্রথম বোলার হিসেবে টেস্ট ক্রিকেটে এক ইনিংসে পাঁচ উইকেট নিয়ে রশিদ খান তাঁর দলকে তাঁদের প্রথম টেস্ট জয়ের পথে এনে দিলেন। 

Google Oneindia Bengali News

ইতিমধ্যেই সীমিত ওভারের ক্রিকেটে তিনি কী করতে পারেন তা ক্রিকেট-বিশ্বকে দেখিয়ে দিয়েছেন আফগান 'স্পিন সেনসেশন' রশিদ খান। রবিবার দেরাদুনে আয়ারল্য়ান্ডের বিরুদ্ধে টেস্টে প্রথম আফগান বোলার হিসেবে ইনিংসে পাঁচ উইকেট নিলেন তিনি। আফগানিস্তানও তাদের ঐতিহাসিক প্রথম টেস্ট জয়ের মুখে পৌঁছে গেল।

টেস্টেও জাত চেনালেন রশিদ খান, ইতিহাসের মুখে আফগানিস্তান

এদিন দেরাদুনে আয়ারল্যান্ডের বিরুদ্ধে টেস্টের তৃতীয় দিনে রশিদ ৮২ রান দিয়ে ৫ উইকেট নেন। আয়ারল্যান্ডের ইনিংসও ২৮৮ রানে শেষ হয়ে যায়। ফলে দ্বিতীয় জয়ের জন্য দ্বিতীয় অনিংসে আফগানিস্তানের লক্ষ্য দাঁড়ায় ১৪৭। দিনের শেষে ১ উইকেট হারিয়ে তারা ২৯ রান তুলেছে। ফলে শেষ দুই দিনে ১১৮ রান করলেই দ্বিতীয় টেস্ট খেলেই লাল বলের ক্রিকেটে প্রথম জয় পেয়ে যাবে তারা।

প্রথম ইনিংসে আয়ারল্যান্ডের ১৭২ রানের জবাবে ৩১৪ রান করেছিল আফগদানিস্তান। ২ রানের জন্য শতরান হারান রহমত শাহ। হাশমতউল্লা শাহিদি ও আশগর আফগান যথাক্রমে ৬১ ও ৬৭ রান করেন।

দ্বিতীয় ইনিংসে অ্যান্ড্রু বালবিরিনি ৮২ রান করলেও মিডল অর্ডারে ধস নামান রশিদ খান। দিনের শেষে আফগান ব্যাটসম্যান ইহসানউল্লা (১৬) ও রহমত শাহ (১১) অপরাজিত আছেন।

English summary
Rashid Khan became the first Afghanistan bowler to claim a five-wicket Test haul and put his side on the course of their first ever test victory.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X