বিরাটদের ক্রিকেট গুরু নাকি রাম রহিম, ভাইরাল হোয়াটস অ্যাপ ভিডিও দেখে নিন
ধর্ষণের অপরাধে অপরাধী রাম রহিম সিং শুধু ধর্মই জানতেন বা বেচতেন তাই নয়, তিনি খেলাধূলোটাও বেশ ভালই জানতেন। ভারত অধিনায়ক বিরাট কোহলি থেকে অলিম্পিক্সে মেডেল পাওয়া বিজেন্দ্র সিং, কেউই পিছিয়ে নেই। সকলেই তাঁর কাছ থেকে নাকি অনেক কিছু শিখেছেন।
[আরও পড়ুন:বিতর্কিত এই ধর্মগুরুদের বিচিত্র গাঁথা আগেও দেখেছে ভারতবাসী, আর কারা রয়েছে সেই তালিকায় ]

রাম রহিমের ভান্ডারে থাকা বিরাট- আশিস নেহরা, বিজয় দাহিয়ার অনেক পুরোন ছবি জনপ্রিয়তার জন্য সংবাদমাধ্যমের হাতে আগেই তুলে দিয়েছিলেন। নিজের বিশালত্ব ছড়িয়ে দিতে এটাই তাঁর চেষ্ট। নিজের টুইটার প্রোফাইলে নিজেকে শুধু ধর্মপ্রচারক বলেন না তিনি। একইসঙ্গে তিনি, নায়ক,গায়ক ,অলরাউন্ড স্পোর্টস পার্সন সবকিছুই।

শুধু সোশ্যাল সাইটের দেওয়ালে লিখেই তিনি ক্ষান্ত হননি, তিনি ঠিক কীভাবে বিরাট কোহলি , ইউসুফ পাঠানদের ট্রেনিং দিয়েছেন তার বিবরণী ভিডিও তৈরি করেছিলেন। তা বাবাজী জেলে যাওয়ার পরে হোয়াটস অ্যাপে ভাইরাল 'ধর্ষক' বাবাজীর সেই বাণী। ইতিমধ্যেই ভাইরাল ভিডিও দেশ জোড়া জোকসে পরিণত হয়েছে।
গুরমিত রাম রহিমের সেই ভাইরাল ভিডিও নিজের টুইটার অ্যাকাউন্টে পোস্ট করে দিয়েছেন আকাশ চোপড়া।
<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr">Received via <a href="https://twitter.com/WhatsApp">@WhatsApp</a> Passing without comment 🤐🙌 <a href="https://t.co/809ELRpLGb">pic.twitter.com/809ELRpLGb</a></p>— Aakash Chopra (@cricketaakash) <a href="https://twitter.com/cricketaakash/status/901317260438118400">August 26, 2017</a></blockquote> <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>এদিকে শুক্রবার থেকেই রাম রহিমের ধর্ষণ মামলার রায় বেরোনের পর থেকেই উত্তর ভারতের একটা বড় অংশ উত্তাল। মৃত্যু হয়েছে ৩০ জনের। আহত দ্বি শতাধিক। সব মিলিয়ে পরিস্থিতি ভীষণ রকমই অশান্ত। এই অবস্থায় রাম রহিমের এই ভিডিও তাঁর প্রতি জনমানসে বিদ্বেষ আরও বাড়িয়ে দিচ্ছে সন্দেহ নেই।
