কেকেআরের জার্সিতে আইপিএলে সর্বাধিক ব্যাটিং গড় কোন কোন ব্যাটসম্যানের
দুই বারের আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স টুর্নামেন্টের গত দুই মরশুমে হতশ্রী পারফরম্যান্স দিলেও এবার ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর দীনেশ কার্তিকরা। এবারের আইপিএলে সাফল্যের জন্য ব্যাটসম্যানদের পারফরম্যান্সের ওপর অনেকখানি নির্ভরশীল শাহরুখ খানের দল। এই শিবিরের হয়ে আইপিএলে সর্বাধিক রানের গড় রয়েছে কোন কোন ব্যাটসম্যানের, তা এক নজরে দেখে নেওয়া যাক।

দীনেশ কার্তিক
কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক দীনেশ কার্তিক ২০১৮ সালে বলিউড বাদশা শাহরুখ খান শিবিরে যোগ দেন। গত দুই বছরে কেকেআরের হয়ে ৩০টি ম্যাচ খেলেছেন ডিকে। ৪১.৭২-এর গড়ে ৭৫১ রান করেছেন ভারতীয় উইকেটরক্ষক। কেকেআর ব্যাটসম্যানদের মধ্যে সেরা ব্যাটিং গড় কার্তিকেরই।

আন্দ্রে রাসেল
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অল-রাউন্ডার আন্দ্রে রাসেল। কেকেআরের জার্সিতে আইপিএলে ৫৭টি ম্যাচ খেলে ৩৫.৩১-এর গড়ে ১৩৪২ রান করেছেন ক্যারিবিয়ান তারকা। তাঁর ব্যাটিং স্ট্রাইক রেট (১৮৮.৭৪) কেকেআর ব্যাটসম্যানদের মধ্যে সেরা।

ক্রিস লিন
২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে আইপিএলে ৪০টি ম্যাচ খেলেছেন অস্ট্রেলিয় ওপেনার ক্রিস লিন। ৩৪.৪৩-এর গড়ে তিনি ১২৭৪ রান করেছেন। ব্যাটিং গড়ে কেকেআর ব্যাটসম্যানদের তালিকার তৃতীয় স্থানে রয়েছেন অজি ব্যাটসম্যান। এবার মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে খেলতে দেখা যাবে লিনকে।

শুভমান গিল
২০১৮ থেকে ২০১৯ পর্যন্ত কেকেআরের জার্সিতে ২৭টি ম্যাচ খেলা শুভমান গিল তালিকার চতুর্থ স্থানে অবস্থান করছেন। টুর্নামেন্টে ৩৩.২৬-এর গড়ে ৪৯৯ রান করেছেন ভারতের সম্ভাবনাময় তরুণ ব্যাটসম্যান।

মনীশ পান্ডে
কেকেআরের ২০১৪ আইপিএল জয়ের নায়ক মনীশ পান্ডে শাহরুখ খানের দলের হয়ে ৫৫টি ম্যাচ খেলে ১২৭০ রান করেছেন। ব্যাটিং গড়ে (৩১.৭৫) তিনি তালিকার পঞ্চম স্থানে অবস্থান করছেন।
কেকেআরের জার্সিতে সর্বাধিক ছক্কা হাঁকানো ক্রিকেটার, তালিকার কোথায় সৌরভ?