For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএল শুরুর আগেই দেখুন কোন দল কোন স্থানে! ব্র্যান্ডভ্যালুতে এগিয়ে কে, মুম্বই না কলকাতা?

Google Oneindia Bengali News

আর মাত্র একমাস। এরপরই আইপিএল-এর ১৩তম সংস্করণের ঢাকে কাঠি পড়বে। দেশ বিভক্ত হবে ক্রিকেট উন্মাদনায়। তবে এই একমাস আগেও নিজেদের দলকে শ্রেষ্ঠ প্রমাণ করতে সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ফ্যান ওয়ার। ব্যাঙ্গালোরে বসে কলকাতাকে সমর্থন বা কলকাতায় বসে মুম্বইকে সমর্থন, আপনি যাই করুন সোশ্যাল মিডিয়াতে তার প্রতিফলন দেখা যাবে। এবং এতে আখেরে লাভ হয় আপনার পছন্দের দলে। আরও স্পষ্ট করে বললে, যেই দলের যত বেশি ফ্যান ফলোয়িং, সেই দলের দাম তত বেশি। ব্র্যান্ডভ্যালুতে ততটাই এগিয়ে সেই দল। তা এই ব্র্যান্ডভ্যালুর ক্রমতালিকায় কত নম্বরে রয়েছে কেকেআর? আসুন দেখে নেওয়া যাক ...

৮. রাজস্থান রয়্যালস

৮. রাজস্থান রয়্যালস

আইপিএল-এর প্রথম সংস্করণের জয়ী এই দল পরে আর কোনও সংস্করণেই আর সেরকম দাগ কাঁটতে পারেনি। তবে এই দলে স্টিভ স্মিথের মত বিশ্ব সেরা ক্রিকেটার রয়েছেন। তা সত্ত্বেও গত কয়েক মরশুমের খারাপ পারফর্ম্যান্সের জন্য এই দলটির দাম কমেছে বিস্তর। ব্র্যান্ড ভ্যালুর নিরিখে দলটি ক্রমতালিকায় সব থেকে নিচে। বর্তমানে রাজস্থানের ব্র্যান্ড ভ্যালু ২৮৪ কোটি টাকা।

৭. কিংস ইলেভেন পাঞ্জাব

৭. কিংস ইলেভেন পাঞ্জাব

কখনও আইপিএল না জিতলেও রাজস্থানের থেকে বেশি দাম এই দলটির। এককালে যুবরাজ সিং থেকে শুরু করে বীরেন্দ্র সেহওয়াগের মতো হাইপ্রোফাইল এই দলটির বর্তমান ক্রিকেটাররাও বেশ জনপ্রিও। এই মরশুমে দলের অধিনায়কত্বে দেখা যাবে কেএল রাহুল, যিনি বর্তমানে নিজের জীবনের সেরা ফর্মে রয়েছেন। আর তিনি যদি দলকে এবার জেতাতে পারেন তবে দলের দামও বাড়বে হুহু করে। আপাতত পাঞ্জাবের এই দলটির ব্র্যান্ড ভ্যালু ৩৫৮ কোটি টাকা।

৬. দিল্লি ক্যাপিটালস

৬. দিল্লি ক্যাপিটালস

গতবছর দলের নাম বদলে হাই প্রোফাইল কোচিং স্টাফ আনা হয় দলকে আরও মজবুত করতে। রিকি পন্টিং, সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো প্রাক্তন ক্রিকেটাররা দিল্লির ডাগআউটে বসলেও রাজধানীর দলটি কিন্তু ব্র্যান্ড ভ্যালুর নিরিখে নিচের সারিতে। কোনও সংস্করণ জিততে না পারা এর অন্যতম কারণ। তবে বেশ কয়েকজন দুর্দান্ত ভারতীয় ক্রিকেটার দলে থাকায় এবারের আইপিএল-এ দিল্লির উপর নজর থাকবে সবার। আর ভআলো ফল করতে পারলে ব্র্যান্ড ভ্যালুর নিরিখে উপরেও উঠতে পারে দল। বর্তমানে দলটির ব্র্যান্ড ভ্যালু ৩৭৪ কোটি টাকা।

৫. সানরাইজার্স হায়দরাবাদ

৫. সানরাইজার্স হায়দরাবাদ

ডেভিড ওয়ার্নারের নেতৃত্বাধীন অরেঞ্জ আর্মি ২০১৬ সালে আইপিএল চ্যাম্পিয়ন হয়। এরপর থেকেই ব্র্যান্ড ভ্যালুর নিরিখে উপরের দিকে উঠতে থাকে এই দলটি। বর্তমানে সানরাইজার্স হায়দরাবাদের ব্র্যান্ড ভ্যালু ৪৮৩ কোটি টাকা।

৪. রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর

৪. রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর

কোনও আইপিএল না জিতেও ব্র্যান্ড ভ্যালুর দিক দিয়ে উপরের সারির দলগুলিকে ভালোই টেক্কা দেয় আরসিবি। আর এর মূলে অবস্যই ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি যিনি শুরু থেকেই এই দলের সঙ্গে যুক্ত। তাছাড়া এই দলে এবি ডিভইলিয়ার্স, ক্রিস গেইলের মতো ক্রিকেটাররাও খেলেছেন। টুর্নামেন্টে না জিতলেও উপভোগ্য ক্রিকেট উপহার দেওয়ার জন্য পরিচিত আরসিবি। আর এর দৌলতে এই দলের ব্র্যান্ড ভ্যালু ৫৯৫ কোটি টাকা।

৩. কলকাতা নাইট রাইডার্স

৩. কলকাতা নাইট রাইডার্স

দুইবারের আইপিএল চ্যাম্পিয়নরা এই ক্রমতালিকার শীর্ষে না থাকলেও শাহরুখ খান ও দলের দুর্দান্ত পারফর্ম্যান্সের দরুণ সবসময়ই উপরের দিকে থাকে। এসএরকে-এর এই দলের ব্র্যান্ড ভ্যালু ৬২৯ কোটি টাকা। আর এই ব্র্যান্ড ভ্যালুর অন্যতম কারণ কলকাতার আবেগ ও ইডেন গার্ডেন্সের মতো এত বিশাল স্টেডিয়াম।

২. চেন্নাই সুপার কিংস

২. চেন্নাই সুপার কিংস

সিএসকে বলতেই ধোনির নাম সামনে আসে। আইপিএল-এর প্রথম সংস্করণ থেকেই ধোনি এই দলের অধিনায়ক। ইয়েলো আর্মি এতটাই জনপ্রিয় যে দুই বছর আইপিএল থেকে বহিষ্কার থাকলেও ফের খেলা শুরু করতেই স্টেডিয়ামে উপরে পড়ে ভির। সোশ্যাল মিডিয়াতে এই দলের ভক্তকূল বিশাল। তাছাড়া চেন্নাইয়ের দল হলেও ধোনির কারণে সারা ভারতেই এই দলের সমর্থক ছড়িয়ে রয়েছে। আর এখনও ক্রিকেটের ব্যবসা বা ব্র্যান্ড ভ্যালুর দিক দিয়ে যে ধোনিকে কেউ টেক্কা দিতে পারেনি তা এই দলের দাম থেকেই আন্দাজ করা যায়। বর্তমানে সিএসকে-র ব্র্যান্ড ভ্যালু ৭৩২ কোটি টাকা।

১. মুম্বই ইন্ডিয়ান্স

১. মুম্বই ইন্ডিয়ান্স

আইপিএলঃএর ইতিহাসে সব তেকে সফল দল মুম্বই। আর এর দৌলতেই সিএসকে থেকে দামের দিক থেকে অনেকটাই এগিয়ে রয়েছে আম্বানিদের এই দল। সচিনের সঙ্গে নাম জড়িয়ে থাকায় এবং বর্তমানে রোহিত শর্মা দলের অধিনায়ক থাকায় এই দলের সমর্থককূল ছড়িয়ে রয়েছে সারা দেশে। তাছাড়া মুম্বইয়ের আবেগ ও 'সি অফ ব্লু' এই দলের দাম অনেকটাই বাড়ায়। এছাড়া নতিন প্রজন্মের উঠতি প্রতিভআ, যেমন, হার্দিক পান্ডিয়া ও জসপ্রীত বুমরাহর মতো খেলোয়াড় দলে থাকায় তা আরও আকরষণীয় করে তোলে দলটিকে। বর্তমানে আইপিএল-এর সব থেকে দামী এই দলের ব্র্যান্ড ভ্যালু ৮০৯ কোটি টাকা।

English summary
rank of ipl teams in terms of their brand value
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X