For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রঞ্জি ট্রফির রূপরেখা চূড়ান্ত করল বিসিসিআই, সৌরভ কী বলছেন?

  • |
Google Oneindia Bengali News

রঞ্জি ট্রফির আনুষ্ঠানিক সূচি এখনও ঘোষণা না হলেও রূপরেখা চূড়ান্ত করে ফেলল বিসিসিআই। বোর্ডের তরফে ইতিমধ্যেই রঞ্জি আয়োজন সংক্রান্ত পরিকল্পনার কথা রাজ্য ক্রিকেট সংস্থাগুলিকে জানিয়ে দেওয়া হয়েছে। বোর্ড সচিব জয় শাহ আগেই বলেছিলেন, দুই পর্যায়ে হবে রঞ্জি ট্রফি। ঠিক হয়েছে ১০ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চ পর্যন্ত চলবে প্রথম পর্যায়। আইপিএলের শেষে ২৬ জুনের মধ্যে রঞ্জির নক আউট পর্বের খেলাগুলি আয়োজন করা হবে।

রঞ্জি ট্রফির রূপরেখা চূড়ান্ত করল বিসিসিআই, সৌরভ কী বলছেন?

রঞ্জির লিগ পর্যায়ে অংশ নিচ্ছে ৩৮টি দল। ফেব্রুয়ারির ১০ থেকে মার্চের ১৫ তারিখের মধ্যে হবে ৫৭টি ম্যাচ। ৩০ মে থেকে ২৬ জুন অবধি চলবে রঞ্জির নক আউট পর্ব। জয় শাহ রাজ্য ক্রিকেট সংস্থাগুলিকে জানিয়েছেন, জৈব সুরক্ষা বলয়ের মধ্যে করোনা সংক্রমণের ঝুঁকি এড়ানোর কথা মাথায় রেখেই নতুন সূচি তৈরি করা হয়েছে।

রঞ্জি ট্রফির রূপরেখা চূড়ান্ত করল বিসিসিআই, সৌরভ কী বলছেন?

সবমিলিয়ে রঞ্জি ট্রফির ৬৪টি ম্যাচ আয়োজন করতে লাগবে ৬২ দিন। দলগুলিকে ৯টি গ্রুপে ভাগ করা হচ্ছে। আটটি এলিট ও একটি প্লেট। এলিট গ্রুপে থাকবে চারটি করে দল, প্লেটে ৬টি। লিগ পর্যায়ে প্রতিটি দল তিনটি করে ম্যাচ খেলবে। এলিট গ্রুপে দলগুলি নিজেদের গ্রুপে থাকা প্রতিটি দলের বিরুদ্ধেই খেলবে। তবে প্লেটে যেহেতু ৬টি দল তাই প্রতিটি দল তিনটি করে প্রতিপক্ষের মুখোমুখি হবে। আপাতত ঠিক রয়েছে সাতটি গ্রুপ থেকে সাতটি দল সরাসরি কোয়ার্টার ফাইনালে যাবে। এলিট গ্রুপে থাকা যে দলের পয়েন্ট সবচেয়ে কম থাকবে বা গ্রুপশীর্ষে থাকা আটটি দলের মধ্যে যারা বিভিন্ন মাপকাঠির নিরিখে সবার নীচে থাকবে, তাদের প্লেটের জয়ী দলের বিরুদ্ধে প্রি কোয়ার্টার ফাইনাল খেলতে হবে। ২৭ মার্চ আইপিএল শুরুর আগেই সেই প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচটি হবে।

রঞ্জি ট্রফির রূপরেখা চূড়ান্ত করল বিসিসিআই, সৌরভ কী বলছেন?

রঞ্জি ট্রফির এলিট গ্রুপের খেলাগুলি হবে রাজকোট, কটক, চেন্নাই, আমেদাবাদ, তিরুঅনন্তপুরম, দিল্লি, হরিয়ানা ও গুয়াহাটিতে। বাংলার ম্য়াচগুলি কটকে হওয়ার সম্ভাবনাই বেশি। প্লেট গ্রুপের সব ম্যাচই হবে কলকাতায়। বিসিসিআই সৌরভ গঙ্গোপাধ্য়ায় বলেছেন, আমরা সব সময়ই রঞ্জি ট্রফি আয়োজন করতে চাই। কিন্তু করোনা পরিস্থিতিতে তা সম্ভব হয়ে ওঠেনি গত বছর। এ বছরও কোচবিহার ট্রফি শুরু করেছিলাম, কিন্তু সেখানেও তৃতীয় ঢেউয়ে ৫০ জন ক্রিকেটার করোনা আক্রান্ত হলেন। করোনা পরিস্থিতিতে টুর্নামেন্ট আয়োজন সহজ নয়। তারপরও বিসিসিআই বিভিন্ন টুর্নামেন্ট আয়োজন করছে। ৭-৮ বছর ধরে প্রথমে বিজয় হাজারে ট্রফি, তারপর রঞ্জি ও সৈয়দ মুস্তাক আলি টি ২০ আয়োজন করা হচ্ছে। করোনা পরিস্থিতিতে রঞ্জি দেরিতে শুরুর সিদ্ধান্ত নয়। তারপরই আসে করোনার তৃতীয় ঢেউ। কোচবিহার ট্রফির নক আউট পর্ব এপ্রিল-মে মাসে হতে পারে।

English summary
Ranji Trophy Will Be Held Over Two Phases Between February 10 And June 26 In Nine Venues Across India. Plate Group Matches Will Be Held In Kolkata.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X