For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রঞ্জিতে হিমাচলের বিরুদ্ধে শতরান সুদীপের, হাফ সেঞ্চুরি করলেন মনোজ, বাংলা জয় থেকে ৯ উইকেট দূরে

  • |
Google Oneindia Bengali News

রঞ্জি ট্রফিতে হিমাচল প্রদেশের বিরুদ্ধে জয় থেকে ৯ উইকেট দূরে বাংলা। প্রথম ইনিংসে বাংলার ৩১০ রানের জবাবে হিমাচল প্রদেশ থেমেছিল ১৩০ রানে। এরপর আজ ৫ উইকেটে ২৯১ রানে দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার করে বাংলা। শতরান হাঁকালেন সুদীপ ঘরামি। মনোজ তিওয়ারি অর্ধশতরান করেন। ৪৭২ রানের টার্গেট তাড়া করতে নেমে তৃতীয় দিনের শেষে হিমাচল প্রদেশ ১ উইকেট হারিয়ে ৭৯ রান তুলেছে।

রঞ্জিতে হিমাচলের বিরুদ্ধে শতরান সুদীপের, হাফ সেঞ্চুরি মনোজের

(ছবি- সিএবি মিডিয়া)

দ্বিতীয় দিনের শেষে বাংলার স্কোর ছিল ১৯ ওভারে ১ উইকেটে ৮৯। কৌশিক ঘোষ ২১ ও সুদীপ ঘরামি ৩২ রানে ব্যাট করছিলেন। ৭৪ ওভারে বাংলা দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার করে। ১২টি চারের সাহায্যে সুদীপ ঘরামি ১৬৬ বলে ১০১ রান করেন। অনুষ্টুপ মজুমদার ৩৮ ও কৌশিক ঘোষ ২৩ রান করেন। ৮৩ বলে ৫০ রান করেন অধিনায়ক মনোজ তিওয়ারি। মনোজ পাঁচটি বাউন্ডারি মেরেছেন। মনোজ ও সুদীপ চতুর্থ উইকেট জুটিতে ১০৬ রান যোগ করেন। শাহবাজ আহমেদ ১৯ ও অভিষেক পোড়েল ১১ রানে অপরাজিত থাকেন। সিদ্ধার্থ শর্মা দুটি এবং বৈভব অরোরা, ঋষি ধাওয়ান ও ময়াঙ্ক ডাগার একটি করে উইকেট দখল করেন।

বিজয় হাজারে ট্রফিতে মহারাষ্ট্রের বিরুদ্ধে ১২৭ ও সার্ভিসেসের বিরুদ্ধে ১৬২ করেছিলেন সুদীপ ঘরামি। তবে রঞ্জিতে প্রথম ম্যাচে উত্তর প্রদেশের বিরুদ্ধে ০ ও ২২ রান করেন। প্রথম শ্রেণির ক্রিকেটে দ্বিতীয় শতরান হাঁকিয়ে সুদীপ বলেন, দলের জন্য অবদান রাখতে পেরে ভালো লাগছে। প্রথম ইনিংসে রান পাইনি। কোচ লক্ষ্মীরতন শুক্লা ও অধিনায়ক মনোজ তিওয়ারির সঙ্গে কথা হয়। এই ম্যাচে দ্রুত রান তুলে প্রতিপক্ষকে চাপে ফেলাই আমাদের উদ্দেশ্য ছিল। সুদীপ প্রথম ইনিংসে করেছিলেন ৫ রান। দ্বিতীয় ইনিংসে তাঁর শতরানের ইনিংসটি সাজানো ১২টি বাউন্ডারি দিয়ে।

জবাবে খেলতে নেমে হিমাচল প্রদেশ শুরুটা খারাপ করেনি। ১৭তম ওভারের তৃতীয় বলে ওপেনিং জুটি ভাঙে রাঘব ধাওয়ান রান আউট হওয়ায়। রান আউটটি করেন সায়ন মণ্ডল। প্রশান্ত চোপড়া ৪৪ ও অঙ্কিত কলসি ১৭ রানে ক্রিজে রয়েছেন। বাংলা শিবির কাল ম্যাচের শেষ দিনে প্রথম সেশনে বেশ কয়েকটি উইকেট ফেলে হিমাচল প্রদেশকে চাপে ফেলতে চাইছে। হিমাচলের কাছে এখন ম্যাচ বাঁচানোর লড়াই। ঋষি ধাওয়ানের দল এখনও ৩৯২ রানে পিছিয়ে। এই ম্যাচ ড্র হলেও বাংলা গ্রুপশীর্ষে চলে যাবে। এখনও অবধি হিমাচল প্রদেশ শীর্ষে রয়েছে।

English summary
Ranji Trophy: Bengal Need 9 Wickets To Secure Victory Against Himachal Pradesh. Sudip Kumar Gharami Hits Hundred, Captain Manoj Tiwary Gets Fifty.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X