For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রবীন্দ্র জাদেজা ৭ উইকেট নিলেন তামিলনাড়ুর দ্বিতীয় ইনিংসে, রঞ্জির পারফরম্যান্সে স্বস্তি দিলেন ভারতীয় দলকেও

রবীন্দ্র জাদেজাকে রাখা হয়েছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের টেস্ট দলে। তার আগে রঞ্জিতে কামব্যাক ম্যাচে তামিলনাড়ুর দ্বিতীয় ইনিংসে তুলে নিলেন ৭ উইকেট। ম্যাচে ফেরালেন সৌরাষ্ট্রকে।

  • |
Google Oneindia Bengali News

রবীন্দ্র জাদেজা কামব্যাক ম্যাচে বল হাতে জ্বলে উঠলেন। তাঁর ফর্ম অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে স্বস্তি দেবে ভারতীয় দলকেও। হাঁটুতে অস্ত্রোপচারের পর কয়েক মাস মাঠের বাইরে ছিলেন। ভারতের প্রথম দুটি টেস্টে জাদেজাকে রাখা হলেও বলা হয়েছিল ফিটনেস কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছলে তবেই জাতীয় দলে কামব্যাক করতে পারবেন। সে কারণে রঞ্জি ট্রফিতে তামিলনাড়ু বনাম সৌরাষ্ট্র ম্যাচের দিকেই ছিল সকলের নজর।

বল হাতে জ্বলে উঠলেন জাদেজা

বল হাতে জ্বলে উঠলেন জাদেজা

চেন্নাই সুপার কিংসে দীর্ঘদিন খেলার সুবাদে চিপকের পরিবেশ জাদেজার কাছে হোম গ্রাউন্ডের মতোই। তামিলনাড়ুর বিরুদ্ধে সৌরাষ্ট্রকে নেতৃত্ব দিচ্ছেন রবীন্দ্র জাদেজা। ২ তারিখ থেকে ভারতীয় টেস্ট দলের শিবির আয়োজন করা হয়েছে। তাতে যোগ দেওয়ার আগে নিজের ছন্দ ফিরে পেতে ম্যাচ প্র্যাকটিসের শেষ সুযোগ জাদেজার কাছে ছিল এই রঞ্জি ম্যাচই। প্রথম ইনিংসে সেভাবে নজর কাড়তে না পারলেও কার্যত একাই খেলা ঘোরালেন দ্বিতীয় ইনিংসে। জয়-পরাজয় পরের ব্যাপার, বল হাতে যে ম্যাজিক দেখালেন আপাতত সেটাই যথেষ্ট।

ব্যাট হাতে প্রথম ইনিংসে রান পাননি

ব্যাট হাতে প্রথম ইনিংসে রান পাননি

টস জিতে তামিলনাড়ু ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল। ৩২৪ রানে শেষ হয়েছিল তামিলনাড়ুর প্রথম ইনিংস। রবীন্দ্র জাদেজা ২৪ ওভার বল করেন, ১টি মেডেন, ৪৮ রান দিয়ে নেন ১ উইকেট। গতকাল দ্বিতীয় দিনের শেষে সৌরাষ্ট্রের স্কোর ছিল ৩ উইকেটে ৯২। সেখান থেকে ১৯২ রানেই গুটিয়ে যায় জাদেজার দলের প্রথম ইনিংস। ছয় নম্বরে ব্যাট করতে নেমে জাদেজা করেন ২৩ বলে ১৫ রান। তিনটি বাউন্ডারির সাহায্যে।

দ্বিতীয় ইনিংসে সাত উইকেট জাড্ডুর

দ্বিতীয় ইনিংসে সাত উইকেট জাড্ডুর

এরপর ৩৬.১ ওভারে তামিলনাড়ুর দ্বিতীয় ইনিংস ১৩৩ রানে থামিয়ে দেয় সৌরাষ্ট্র। রবীন্দ্র জাদেজা ১৭.১ ওভার হাত ঘোরান, তিনটি ওভার মেডেন, ৫৩ রানের বিনিময়ে তিনি সাতটি উইকেট দখল করেন। ধর্মেন্দ্র সিং জাদেজা নেন তিন উইকেট। জবাবে খেলতে নেমে দিনের শেষে দ্বিতীয় ইনিংসে সৌরাষ্ট্রের স্কোর ১ উইকেটে ৪ রান। জেতার জন্য প্রয়োজন ২৬২ রান।

টেস্ট দলকে স্বস্তি

টেস্ট দলকে স্বস্তি

জাদেজা গত বছর জুলাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্ট খেলেছেন। শেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচটিও খেলেন জুলাইয়েই। এরপর দুবাইয়ে এশিয়া কাপে হংকংয়ের বিরুদ্ধে ম্যাচটি খেলার পর চোটের কারণে ছিটকে যান। হাঁটুতে অস্ত্রোপচার হয়। ফলে খেলতে পারেননি টি ২০ বিশ্বকাপেও। জাদেজার পরিবর্ত হিসেবে অক্ষর প্যাটেল বা ওয়াশিংটন সুন্দর ভরসা দিয়েছেন দলকে। কিন্তু জাদেজা চলে এলে নিশ্চিতভাবেই ভারতের শক্তি বাড়বে। দেশের মাটিতে বিশ্বকাপেও জাদেজাও হতে চলেছেন রোহিত শর্মার বড় অস্ত্র।

English summary
Ranji Trophy: Ravindra Jadeja Bags 7 Wickets In The 2nd Innings Against Tamil Nadu. Saurashtra Captain Has Picked Up 1 Wicket In The 1st Innings And Scored 15 Runs.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X