For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলার ব্যাটিং বিপর্যয়ের দিনই ৬০ হাজার-তম প্রথম শ্রেণির ম্য়াচ, ইতিহাসে রঞ্জি ট্রফি ও কলকাতা

বাংলার ব্যাটিং বিপর্যয়ের দিনই ৬০ হাজার-তম প্রথম শ্রেণির ম্য়াচ, ইতিহাসে রঞ্জি ট্রফি ও কলকাতা

  • |
Google Oneindia Bengali News

বাংলার ব্যাটিং বিপর্যয়ের দিনই ইতিহাস রচনা করল রঞ্জি ট্রফি ও কলকাতা। মনিপুর ও চণ্ডীগড়ের মধ্যে হওয়া ম্য়াচের মাধ্যমেই এই রেকর্ড গড়ার সুযোগ পেল ভারতের এই প্রিমিয়ার ক্রিকেট টুর্নামেন্ট। এই রেকর্ডের সাক্ষী হতে পেরে গর্বিত ভারতীয় ক্রিকেট বোর্ডও।

 ১৭৭২ থেকে শুরু

১৭৭২ থেকে শুরু

১৭৭২ সালে বিশ্বের প্রথম প্রথম শ্রেণির ম্যাচ খেলা হয়েছিল হ্যাম্পশায়ার ও ইংল্যান্ডের মধ্যে। এর প্রায় দেড়শো বছর পর অর্থাৎ ১৯২১ সালে ইয়র্কশায়ার ও সাসেক্সের মধ্যে দশ হাজার-তম প্রথম শ্রেণির ম্যাচ হয়। তারও ৮৬ বছর পর অর্থাৎ ২০০৭ সালে বাংলাদেশ এ ও শ্রীলঙ্কা এ-র মধ্যে হওয়া ম্যাচটি ৫০ হাজার-তম প্রথম শ্রেণির ম্যাচ।

সোমবার পর্যন্ত ৫৯৯৯০

সোমবার পর্যন্ত ৫৯৯৯০

সোমবার পর্যন্ত বিশ্বের প্রথম শ্রেণির ম্যাচ সংখ্যা থমকে ছিল ৫৯৯৯০-তে। মঙ্গলবার থেকে রঞ্জি ট্রফির গ্রুপ লিগের শেষ পর্যায়ের ম্যাচ শুরু হয়েছে। এদিনই বিশ্ব ক্রিকেটের ৬০ হাজার-তম প্রথম শ্রেণির ম্যাচ শুরু হয়েছে কলকাতায়।

মনিপুর বনাম চণ্ডীগড়

মনিপুর বনাম চণ্ডীগড়

মঙ্গলবার রঞ্জি ট্রফিতে একসঙ্গে ১৮টি ম্যাচ শুরু হয়েছে। ইংরেজি অক্ষরমালা অনুযায়ী দশম ম্যাচটি খেলা হচ্ছে কলকাতার ভিডিওকন অ্যাকাডেমি গ্রাউন্ডে। এই ম্য়াচে মুখোমুখি মণিপুর ও চণ্ডীগড়। দুই দলের কেউই রঞ্জি ট্রফির নক আউট স্তরে পৌঁছনোর দাবিদার না হলেও, বিশ্ব ক্রিকেটের ৬০ হাজার-তম প্রথম শ্রেণির ম্যাচ খেলার সুযোগ পেয়ে ইতিহাসের পাতায় নাম তুলেছে তারা।

প্রথম শ্রেণির রান

প্রথম শ্রেণির রান

পরিসংখ্যানবিদরা জানাচ্ছেন যে সোমবার পর্যন্ত বিশ্ব ক্রিকেটের সবকটি প্রথম শ্রেণির ম্যাচ মিলিয়ে ৪৭,৮২০,৮২০ রান হয়েছে। উইকেট পড়েছে ১,৭৭৬,৫৯৮টি। বিশ্ব ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি প্রথম শ্রেণির ম্যাচ (১৫৩১) জিতেছে ইয়র্কশায়ার। সবচেয়ে বেশি ম্যাচ খেলেছে সারে (৩৬৫৬)।

বাংলার ব্যাটিং বিপর্যয়

বাংলার ব্যাটিং বিপর্যয়

পাটিয়ালায় চলতে থাকা রঞ্জি ট্রফির গুরুত্বপূর্ণ ম্যাচে পাঞ্জাবের বিরুদ্ধে টসে জিতে ব্যাট করতে নেমে বিপর্যয় ডেকে এনেছে বাংলা। ম্যাচের প্রথম ইনিংসে মাত্র ১৩৮ রানে অল আউট হয়ে গিয়েছেন অভিমন্যু ইশ্বরণরা। বাংলার হয়ে সর্বোচ্চ ৭৩ রান করেছেন অভিজ্ঞ মনোজ তিওয়ারি। পাঞ্জাবের হয়ে ৬ উইকেট নিয়েছেন বিনয় চৌধুরী। রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে পৌঁছতে এই জিততেই হবে বাংলাকে।

English summary
Ranji Trophy has recorded world's 60000 first class match in Kolkata
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X