For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অনুষ্টুপ মজুমদার ফের রঞ্জি শতরান হাঁকিয়ে পরিত্রাতা, হরিয়ানার বিরুদ্ধে চাপ কাটিয়ে বড় রানের দিকে বাংলা

Google Oneindia Bengali News

বাংলার পরিত্রাতার ভূমিকায় ফের অবতীর্ণ হলেন অনুষ্টুপ মজুমদার। তাঁর অপরাজিত শতরানেই লাহলিতে হরিয়ানার বিরুদ্ধে চাপ কাটিয়ে দিনের শেষে ভালো জায়গায় পৌঁছে গেল বাংলা। লাহলিতে পৌঁছনোর পর থেকেই পেটের সমস্যায় ভুগছিলেন বাংলা দলের রুকু। গতকাল অনুশীলনেও নামতে পারেননি। কিন্তু এদিন হাঁকালেন ঝকঝকে শতরান।

হরিয়ানার বিরুদ্ধে বাংলাকে ভালো জায়গায় রাখল অনুষ্টুপের শতরান

(ছবি- সিএবি মিডিয়া)

হরিয়ানা টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল। বাংলার হয়ে এদিন অভিষেক হলো শুভঙ্কর বলের। ওপেনিং জুটিতেও ফের পরিবর্তন এলো। অভিমন্যু ঈশ্বরন অর্ধশতরান পেলেও অপর ওপেনার করণ লাল বড় রান পেলেন না। ৯.২ ওভারে ৩৫ রানের মাথায় প্রথম উইকেট হারায় বাংলা। চারটি চারের সাহায্যে ৩০ বলে ২০ রানে আউট হন করণ। ১৮.৫ ওভারে ৭২ রানে পড়ে দ্বিতীয় উইকেট। ২৫ বলে ১০ রান করে সাজঘরে ফেরেন সুদীপ ঘরামি। ২৯তম ওভারের শেষ বলে অভিমন্যু আউট হবে বাংলার স্কোর দাঁড়ায় ৩ উইকেটে ১০৭। অভিমন্যুকে ফেরানোর পর নিজের পরের ওভারটি করতে এসে তারও শেষ বলেই বাংলার অধিনায়ক মনোজ তিওয়ারির উইকেটটিও তুলে নেন হর্ষর প্যাটেল। সাতটি চারের সাহায্যে ৮১ বলে ৫৭ করেন অভিমন্যু। মনোজ ৯ বলে ১ রান করে আউট হন।

১০৯ রানে চতুর্থ উইকেট হারানোর পর ৯২ রানের পার্টনারশিপ গড়েন অনুষ্টুপ মজুমজার ও শুভঙ্কর বল। ৫৮.৩ ওভারে শুভঙ্করকেও ফেরান হর্ষল। ২০১ রানে পড়ে বাংলার পঞ্চম উইকেট। শুভঙ্কর করেন ৯৭ বলে ৩০। এরপর অভিষেক পোড়েল ও অনুষ্টুপের জুটিতে যোগ হয় ৯৫ রান। সাতটি চারের সাহায্যে ৮৩ বলে ৪৯ রানে আউট হন পোড়েল। বাংলার ষষ্ঠ উইকেটটি পড়েছিল ৮৩.২ ওভারে ২৯৬ রানে। দিনের শেষে বাংলার স্কোর ৯০ ওভারে ৬ উইকেটে ৩৩৫।

অনুষ্টুপ মজুমদার ১৪টি চারের সাহায্যে ১৯৩ বলে ১৩৭ রানে অপরাজিত রয়েছেন। হিমাচল প্রদেশের বিরুদ্ধে প্রথম ইনিংসে তিনি ইডেনে ১৫৯ করেছিলেন। আগের ম্যাচে কল্যাণীতে বরোদার বিরুদ্ধে প্রথম ইনিংসে অনুষ্টুপ ৯০ রান করেছিলেন, ম্যাচের সেরাও হন। এবারের রঞ্জিতে সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকায় অনুষ্টুপ আছেন আটে। সাত নম্বরে থাকা পৃথ্বী শ করেছেন ৬ ম্যাচে ৯ ইনিংসে ৫৭৯, অনুষ্টুপও ষষ্ঠ ম্যাচ খেলছেন, ১০ ইনিংসে তাঁর রান ৫৫৭। পৃথ্বী মুম্বইয়ের হয়ে ওপেন করতে নেমে আউট হয়ে গিয়েছেন, ফলে কাল পৃথ্বীর রান টপকানোর সুযোগ আছে অনুষ্টুপের, ইতিমধ্যেই তিনি দুটি করে সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন রঞ্জিতে। ২২ বলে ২৩ রানে অপরাজিত আছেন প্রদীপ্ত প্রামাণিক। শাহবাজ আহমেদ ভারতীয় দলে থাকায় তাঁর জায়গায় খেলছেন প্রদীপ্ত। হর্ষল প্যাটেল ১৮ ওভারে ৪ মেডেন-সহ ৬০ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন। অজিত চাহাল, আমন কুমার ও সুমিত কুমার নিয়েছেন একটি করে উইকেট।

English summary
Ranji Trophy: Anustup Majumdar's Unbeaten Hundred Put Bengal In Strong Position Against Haryana. At Day 1 Stumps, Bengal Have Scored 335 Runs For The Loss Of 6 Wickets.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X