For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

যশ ঢুলের রঞ্জি অভিষেকে শতরান! অনূর্ধ্ব ১৯ বিশ্বজয়ী অধিনায়ক নাম লেখালেন সচিন-রোহিতদের পাশে

  • |
Google Oneindia Bengali News

রঞ্জি অভিষেকে শতরান হাঁকিয়ে এলিট লিস্টে নিজের নাম তুললেন যশ ঢুল। ভারতের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক আজ গুয়াহাটিতে রঞ্জি এলিট গ্রুপ এইচের ম্যাচে তামিলনাড়ুর বিরুদ্ধে দিল্লির পরিত্রাতার ভূমিকাতেও অবতীর্ণ হন। ১৮টি বাউন্ডারির সাহায্যে তিনি ১৫০ বলে ১১৩ রান করেন। তাঁর দাপুটে ব্যাটিংয়েই প্রাথমিক ধাক্কা সামাল দিল দিল্লি।

অনূর্ধ্ব ১৯ বিশ্বজয়ী অধিনায়ক নাম লেখালেন সচিন-রোহিতদের পাশে

আজ বর্ষাপাড়া স্টেডিয়ামে টস জিতে দিল্লিকে ব্যাট করতে পাঠান তামিলনাড়ুর অধিনায়ক বিজয় শঙ্কর। তৃতীয় ওভারের পঞ্চম ও ষষ্ঠ বলে সন্দীপ ওয়ারিয়ার ধ্রুব শোরে ও হিম্মত সিংকে ফেরানোয় দিল্লির স্কোর দাঁড়ায় ২ উইকেটে ৭। এরপর নীতীশ রানার সঙ্গে জুটি বেঁধে দলের রান এগিয়ে নিয়ে যেতে থাকেন যশ। তৃতীয় উইকেট জুটিতে তাঁরা ৬০ রান যোগ করেন। এরপর যশকে যোগ্য সঙ্গত দিতে থাকেন জন্টি সিধু। তাঁদের চতুর্থ উইকেট জুটিতে ওঠে ১১৯ রান। ৫৭ বলে অর্ধশতরান ও ১১৩ বলে শতরান পূর্ণ করেন ঢুল, তখনও অবধি তিনি ১৬টি চার মেরেছিলেন।

যশ ঢুল ৫০তম ওভারের পঞ্চম বলে আউট হন দলের ১৮৬ রানের মাথায়। এম মহম্মদের বলে লেগ বিফোর হন তিনি। তার আগে ঢুল অবশ্য জোর বেঁচে যান ব্যক্তিগত ৯৭ রানের মাথায়। তিনি আউট হলেও বলটি নো বল হওয়ায় জীবন পান তিনি। ভারতের অনূর্ধ্ব ১৯ দলের অধিনায়করা অবশ্য এর আগেও প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক ম্যাচে শতরান পেয়েছেন। ২০১৩ সালে নিউজিল্যান্ড এ দলের বিরুদ্ধে শতরান করেছিলেন বিজয় জোল (১১০)। ২০১৭ সালে তামিলনাড়ুর বিরুদ্ধে শতরান করেছিলেন পৃথ্বী শ (১২০)। ২০১৮ সালে গোয়ার বিরুদ্ধে প্রিয়ম গর্গ করেছিলেন ১১৭। এদিন ঢুল সেই একই ধরনের নজির গড়লেন।

রঞ্জি ট্রফি অভিষেকে শতরানের নিরিখে তিনি এদিন স্পর্শ করলেন সচিন তেন্ডুলকর, অমল মুজুমজার, রোহিত শর্মা, পৃথ্বী শ-দের নজিরকে। গত ৫ ফেব্রুয়ারি ঢুলের নেতৃত্বে ভারত ইংল্যান্ডকে হারিয়ে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিতেছিল। বিশ্বকাপ চলাকালীনই করোনা জয় করে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শতরান হাঁকান যশ ঢুল। চারটি ম্যাচে তিনি করেছিলেন ২২৯ রান। এবারের আইপিএল নিলামে ঢুলকে ৫০ লক্ষ টাকায় কিনেছে দিল্লি ক্যাপিটালস। দিল্লির যশ ভবিষ্যতের বিরাট কোহলি হতে পারবেন কিনা তা নিয়ে চলছে জোর জল্পনা। উল্লেখ্য, বিরাটও দেশকে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জেতানোর পরই সুযোগ পান আইপিএল ও ভারতীয় দলে।

English summary
Ranji Trophy 2022: Yash Dhull Slams Ton On First Class Debut Match For Delhi Against Tamil Nadu. Dhull Has Joined A Prestigious List Of Indian Players To Have Registered A Century On Ranji Trophy Debut.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X