For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রঞ্জিতে বরোদার বিরুদ্ধে জেতাতে বাংলার ভরসা ব্যাটাররা, তামিলনাড়ুর হয়ে জ্বলে উঠলেন শাহরুখ

  • |
Google Oneindia Bengali News

রঞ্জি ট্রফিতে বাংলাকে লড়াইয়ে ফেরালেন বোলাররা। কটকে বরোদার প্রথম ইনিংসে ১৮১ রানের জবাবে বাংলার প্রথম ইনিংস গুটিয়ে গিয়েছিল মাত্র ৮৮ রানে। এরপর আজ বরোদার দ্বিতীয় ইনিংস শেষ হয় ২৫৫ রানে। তৃতীয় দিনের শেষে বাংলার দ্বিতীয় ইনিংসে স্কোর ২ উইকেটে ১৪৬। প্রয়োজন এখনও ২০৩ রান।

ম্যাচে রাখলেন বোলাররা

ম্যাচে রাখলেন বোলাররা

দ্বিতীয় দিনের শেষে বরোদার দ্বিতীয় ইনিংসে স্কোর ছিল ৫২ ওভারে ৫ উইকেটে ১৪৪। প্রত্যুষ কুমার ৩৯ ও ধ্রুব প্যাটেল ৬ রানে অপরাজিত ছিলেন। আজ দিনের প্রথম ওভারেই প্রত্যুষ কোনও রান করার আগেই তাঁর উইকেটটি তুলে নেন মুকেশ কুমার। এরপর ধ্রুব প্যাটেল ও মিতেশ প্যাটেল দলের রান এগিয়ে নিয়ে যেতে থাকেন। ২০৮ রানের মাথায় বরোদার সপ্তম উইকেট পড়ে। ৩৪ রান করে ঈশান পোড়েলের শিকার হন ধ্রুব। অতীত শেঠ করেন ২০। মিতেশ প্যাটেল আকাশ দীপের বলে সুদীপ ঘরামির হাতে ক্যাচ দিয়ে আউট হলে বরোদার ইনিংস ৮৫.১ ওভারে ২৫৫ রানে শেষ হয়। পাঁচটি চারের সাহায্যে ১০০ বলে সর্বাধিক ৫৭ রান করেন মিতেশ।

লড়ছে বাংলা

লড়ছে বাংলা

আকাশ দীপ ২৬.১ ওভারে ৬টি মেডেন-সহ ৬৯ রানে তিন উইকেট নেন। ঈশান পোড়েল তিনটি মেডেন-সহ ১৯ ওভারে ৭০ রান খরচ করে তিনটি উইকেট দখল করেন। মুকেশ কুমার দুটি ও শাহবাজ আহমেদ একটি উইকেট নেন। জবাবে খেলতে নেমে বাংলার শুরুটা ভালোই হয়েছিল। তবে দুই বলের ব্যবধানে দুটি উইকেট হারায় বাংলা। ২৩.৬ ওভারে ৮৯ রানের মাথায় ভাঙে ওপেনিং জুটি, অতীত শেঠের বলে ২৭ রানে বোল্ড হন সুদীপ ঘরামি। পরের ওভারের দ্বিতীয় বলেই শূন্যে ফেরেন ঋত্ত্বিক চট্টোপাধ্যায়। দিনের শেষে বাংলা ৪১ ওভারে ২ উইকেট হারিয়ে ১৪৬ রান তুলেছে। অধিনায়ক অভিমন্যু ঈশ্বরন সাতটি চারের সাহায্যে ১১৪ বলে ৭৯ রানে অপরাজিত রয়েছেন। দুটি চারের সাহায্যে ৫১ বলে ২২ রানে ক্রিজে অনুষ্টুপ মজুমদার। বাংলার আশা জিইয়ে রয়েছে এই জুটিতেই।

আত্মবিশ্বাসী ঈশ্বরন

আত্মবিশ্বাসী ঈশ্বরন

অভিমন্যু ঈশ্বরন বোলারদের প্রশংসা করে বলেছেন, টানা দুই দিন আমাদের বোলাররা যেভাবে বল করেছেন তাতে তাঁরা প্রশংনীয় পারফরম্যান্সই উপহার দিয়েছেন। এটা ঠিক, প্রথম ইনিংসে আমরা প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছি, সুনাম অনুযায়ী খেলতে পারিনি। কিন্তু আমরা এরপর কঠোর পরিশ্রম করেছি। নিজেদের প্রতি বিশ্বাস রয়েছে। আমাদের বোলাররা জয়ের সম্ভাবনা তৈরি করে দিয়েছেন। ভালো ব্যাটিং করতে হবে। কাল প্রথম ঘণ্টা সতর্ক থেকে তারপরই জয়ের জন্য রান তোলার গিয়ার পরিবর্তন করতে চান বাংলার অধিনায়ক। উইকেট ভালোই রয়েছে, ভালো পার্টনারশিপ গড়তে পারলেই জয় আসবে বলে নিশ্চিত বাংলা শিবির। দলের ব্যাটিং লাইন-আপ নিয়েও আত্মবিশ্বাসের সুর ধরা পড়েছে ঈশ্বরনের গলায়।

শাহরুখের দাপট

রঞ্জির অপর ম্যাচে গুয়াহাটিতে দিল্লির বিরুদ্ধে প্রথম ইনিংসে ৪২ রানের লিড নিয়েছে তামিলনাড়ু। ললিত যাদবের ১৭৭ ও যশ ঢুলের ১১৩ রানে ভর করে দিল্লি তুলেছিল ৪৫২ রান। জবাবে ৪৯৪ রানে আজ শেষ হয় তামিলনাড়ুর প্রথম ইনিংস। বাবা ইন্দ্রজিৎ ১৪৯ বলে ১১৭ রান করেন। তবে উল্লেখযোগ্য ইনিংসটি আসে শাহরুখ খানের ব্যাট থেকে। ২০টি চার ও ১০টি ছক্কার সাহায্যে তিনি ১৪৮ বলে ১৯৪ রান করেন। কৌশিক গান্ধী ৫৫ ও নারায়ণ জগদীশান ৫০ রান করেন। দিল্লির বিকাশ মিশ্র নেন ৬ উইকেট।

English summary
Ranji Trophy 2022: Bengal Need 203 Runs To Beat Baroda. Tamil Nadu Secured Lead Over Delhi But Shahrukh Khan Missed Double Hundred For Just 6 Runs.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X