For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রঞ্জিতে বরোদার বিরুদ্ধে বাংলাকে ভোগাচ্ছে পুরানো রোগ! ব্যাটিং বিপর্যয়ে মন্ত্রী মনোজ ফিরলেন খালি হাতেই

Google Oneindia Bengali News

রঞ্জি ট্রফির ম্যাচে বরোদার বিরুদ্ধে প্রথম দিনের শেষে বাংলা দলের হাসি উধাও দ্বিতীয় দিনের প্রথম সেশনেই। কটকের বরাবাটি স্টেডিয়ামে আজ বাংলার দ্বিতীয় ইনিংস গুটিয়ে গেল মাত্র ৮৮ রানে। প্রথম ইনিংসে বরোদা তুলেছিল ১৮১ রান। গতকাল দিনের শেষে বাংলার স্কোর ছিল ১৩ ওভারে ১ উইকেটে ২৪ রান। আজ আর ২১.৩ ওভারেই পড়ল বাকি ৯ উইকেট।

রঞ্জিতে বরোদার বিরুদ্ধে বাংলার পুরানো রোগ! ব্যাটিং বিপর্যয়ে মন্ত্রী মনোজ ফিরলেন খালি হাতেই

গতকাল সুদীপ ঘরামি ১১ ও সুদীপ চট্টোপাধ্যায় ৯ রানে অপরাজিত ছিলেন। ১৫.২ ওভারের মাথায় সুদীপ চট্টোপাধ্যায়কে ফেরান লুকমান মেরিওয়ালা। ৩৪ বলে ১১ করে আউট হন সুদীপ। অনুষ্টুপ মজুমদার টেকেন ৭ বল, বাংলার ক্রীড়া ও যুবকল্যাণ দফতরের প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি ক্রিজে থাকলেন মাত্র ২ বল। দুজনেই আউট শূন্য রানে। অনুষ্টুপ অতীত শেঠের বলে মিতেশ প্যাটেলের হাতে ক্যাচ দেন। মনোজকে বোল্ড করেন মিডিয়াম পেসার অতীত। ওপেনার সুদীপ ঘরামিকেও তিনিই আউট করেন। ঘরামি ৫৪ বলে ২১ রান করেন, তাঁর ইনিংসে রয়েছে তিনটি চার।

বাংলাকে ভোগাচ্ছে

২০.৩ ওভারে ৪২ রানের মধ্যেই বাংলার অর্ধেক ব্যাটিং লাইন আপ সাজঘরে ফিরে যায়। অভিষেক ম্যাচে কিছুটা মানরক্ষা করেন অভিষেক পোড়েল ও শাহবাজ আহমেদ। পোড়েল ১৯ বলে ২১ ও শাহবাজ ৪২ বলে ২০ রান করেন। ঋত্ত্বিক চট্টোপাধ্যায় ৯ রানে রান আউট হন। আকাশ দীপ ও মুকেশ কুমার শূন্য রানে ফেরেন। ঈশান পোড়েল অপরাজিত থাকেন ০ রানে। ১৩.৩ ওভারে তিনটি মেডেন-সহ ৪৪ রানের বিনিময়ে ৫ উইকেট দখল করেন অতীত শেঠ। লুকমান মেরিওয়ালা ১৪ ওভারে ৬টি মেডেন-সহ ১৫ রানে নেন তিন উইকেট। অভিমন্যু সিং পেয়েছেন ১ উইকেট।

বাংলাকে ভোগাচ্ছে

এই ম্যাচের যা গতিপ্রকৃতি তাতে জয়-পরাজয় নির্ধারিত হচ্ছেই। ব্যাটারদের ব্যর্থতা ঢেকে বাংলার বোলাররা যদি লড়াইয়ে ফেরাতে পারেন দলকে তাহলেই অভিমন্যু ঈশ্বরনের দলের আশা থাকবে। কিন্তু এমন হতশ্রী ব্যাটিং পারফরম্যান্স নিশ্চিতভাবেই উদ্বেগে রাখবে টিম ম্যানেজমেন্টকে। গতকাল চার উইকেট নেওয়া ঈশান পোড়েল নিজের পারফরম্যান্সের পাশাপাশি সতীর্থ আকাশ দীপ, মুকেশ কুমারের বোলিংয়েও সন্তোষ প্রকাশ করেছিলেন। বলেছিলেন, প্রথম দুই-আড়াই ঘণ্টায় বেশি উইকেট তোলার লক্ষ্যেই নেমেছিলাম। ৪১ রানের ওপেনিং পার্টনারশিপে আঘাত হেনেছিলেন ঈশানই। উইকেট থেকে সহায়তা মিলছিল, এই ব্রেক থ্রুও খুব প্রয়োজন ছিল বলে মনে করেন বাংলার পেসার। এবার দ্বিতীয় ইনিংসে তাঁদের পারফরম্যান্সের উপরই নির্ভর করছে বাংলার ভাগ্য।

(ছবি- সিএবি মিডিয়া)

English summary
Ranji Trophy 2022: Bengal In Trouble Against Baroda After Bundled Out For Just 88 Runs. Baroda Have Scored 181 In Their First Innings.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X