For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Ranji Trophy: বরোদার বিরুদ্ধে বাংলার জয়ের আশা জাগালেন বোলাররা, তৃতীয় দিনে পড়ল ১৪ উইকেট

  • |
Google Oneindia Bengali News

রঞ্জি ট্রফিতে বরোদার বিরুদ্ধে প্রথম ইনিংসে বাংলা পিছিয়ে পড়েছিল। যদিও তৃতীয় দিনের শেষে বাংলার জয়ের আশা এখনও বেঁচে। মনোজ তিওয়ারির দলকে এবারের রঞ্জি ট্রফির তৃতীয় জয় ছিনিয়ে নিতে শেষ দিনে তুলতে হবে ১২৪ রান, হাতে রয়েছে ৭ উইকেট। কল্যাণীর বেঙ্গল ক্রিকেট আকাদেমিতে এই ম্যাচে আজ সারাদিনে পড়ল ১৪ উইকেট।

বরোদার বিরুদ্ধে জয়ের গন্ধ পাচ্ছে বাংলা

(ছবি- সিএবি মিডিয়া)

বরোদার প্রথম ইনিংসে ২৬৯ রানের জবাবে গতকাল দ্বিতীয় দিনের শেষে বাংলার স্কোর ছিল ৫৯ ওভারে ৯ উইকেটে ১৮৯। আজ খেলা শুরুর পর তৃতীয় বলেই বাংলার ইনিংসে যবনিকা পতন হয়। ৫৯.৩ ওভারে বাংলা তোলে ১৯১ রান। ফলে প্রথম ইনিংসে বরোদা এগিয়ে যায় ৭৮ রানে। প্রথম ইনিংসে এগিয়ে থাকলে এবং ম্যাচের ফয়সালা না হলে সংশ্লিষ্ট দল তিন পয়েন্ট পায়। ফলে সুবিধাজনক জায়গায় চলে গিয়েছিল বরোদা।

কিন্তু এরপরই বল হাতে জ্বলে ওঠেন বাংলার পেসাররা। শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বিষ্ণু সোলাঙ্কির দল। ২২ রান ওঠার ফাঁকেই অর্ধেক ব্যাটিং লাইন আপ সাজঘরে ফিরে যায়। শেষে ৪৪ ওভারে ৯৮ রানেই গুটিয়ে যায় বরোদার দ্বিতীয় ইনিংস। ১৪৯ বল খেলে সর্বাথিক ৬২ রানে অপরাজিত থাকেন ওপেনার প্রত্যুষ কুমার। বাকিরা কেউই দুই অঙ্কে নিজেদের রান নিয়ে যেতে পারেননি। মুকেশ কুমার প্রথম ইনিংসে তিন উইকেট নিয়েছিলেন। দ্বিতীয় ইনিংসে তিনটি মেডেন-সহ ১৪ ওভারে ৪৩ রান দিয়ে ৪ উইকেট নিলেন। ২২ রানে তিন উইকেট নেন ঈশান পোড়েল। প্রথম ইনিংসে চার উইকেট নেওয়া আকাশ দীপ দ্বিতীয় ইনিংসে পেয়েছেন ১টি উইকেট।

বাংলার জয়ের টার্গেট ১৭৭। তবে দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ ওপেনিং জুটি। ১০.১ ওভারে ১৪ রানের মাথায় প্রথম উইকেট পড়ে বাংলার। ২৭ বলে ৭ রান করে সোয়েব সোপারিয়ার বলে কট বিহাইন্ড হন অভিষেক দাস। ১৪ ওভারে ১৮ রানের মাথায় পড়ে দ্বিতীয় উইকেট। ৪৩ বলে ৯ রান করে সাজঘরে ফেরত যান অভিমন্যু ঈশ্বরন। ২৮.৩ ওভারে দলগত ৫৩ রানে অনুষ্টুপ মজুমদার আউট হতেই আজকের মতো খেলা সমাপ্ত ঘোষণা করা হয়। ৩৮ বলে ৯ রান করে সোপারিয়ার বলে বোল্ড হয়ে যান প্রথম ইনিংসে ৯০ করা অনুষ্টুপ। ৬৩ বলে ২৮ রানে ব্যাট করছেন সুদীপ ঘরামি। বাংলার যা ব্যাটিং লাইন আপ তাতে জয়ের লক্ষ্যে পৌঁছনো অসম্ভব নয়। হিসেব কষেই ছয় পয়েন্ট নিশ্চিত করতে মরিয়া থাকবে বাংলা।

English summary
Ranji Trophy 2022-23: Bengal Need 124 Runs With 7 Wickets In Hand To Beat Baroda. Baroda Have Scored Only 98 In Their 2nd Innings, Mukesh Kumar Picks Up 4 Wickets, Ishan Porel Gets 3.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X