For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শেষ একটা টেস্ট খেলতে চান, অবসরের আবেদন জানালেন ৪৩০ টেস্ট উইকেটের মালিক

আগামী মাসে গলে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের পর শ্রীলঙ্কার বাঁহাতি স্পিনার রঙ্গনা হেরাথ অবসর নেবেন।

  • |
Google Oneindia Bengali News

আর মাত্র একটি টেস্ট। তারপরেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবর নিতে চান শ্রীলঙ্কার অভিজ্ঞ বাঁহাতি স্পিনার রঙ্গনা হেরাথ। শ্রীলঙ্কা বোর্ড সূত্রে জানা গিয়েছে আগামী মাসে গলে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টটি খেলেই অবসর ঘোষণা করতে চেয়েছেন হেরাথ।

শেষ একটা টেস্ট খেলতে চান, অবসরের আবেদন জানালেন ৪৩০ টেস্ট উইকেটের মালিক

শ্রীলঙ্কার এক প্রথম সারির সংবাদপত্রকে দেওয়া এক সাক্ষাতকারে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্জডের এককর্তা জানিয়েছেন, 'হেরাথ গলে প্রথম টেস্ট খেলে অবসর নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছিলেন। এটা পুরোপুরি তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত এবং আমরা তাকে সম্মান জানাচ্ছি।'

হেরাথের বয়স এখন ৪০। এখনও পর্যন্ত ৯২টি টেস্ট খেলে ২৭.৯৫ গড়ে তিনি মোট ৪৩০টি উইকেট শিকার করেছেন। ইনিংসে ৫ উইকেট নিয়েছেন ৩৪বার, আর ম্যাচে ১০ বা তার বেশি উইকেট শিকার করেছেন ৯বার।

১৯৯৯সালে গলেই তাঁর অভিষেক হয়েছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। এই স্টেডিয়ামে আর ১টি উিকেট নিলেই তাঁর ১০০ উইকেটশিকার করা সম্পূর্ণ হবে। এই কৃতিত্ব একমাত্র আছে শ্রীলঙ্কার কিংবদন্তি অফ স্পিনার মুথাইয়া মুরলিধরণের।

তবে হেরাথের অবসর নিয়ে অনেকদিন ধরেই জল্পনা চলছিল। শ্রীলঙ্কার দক্ষিণ আফ্রিকা সিরিজের আগেই তিনি জানি জানিয়েছিলেন বছরের শেষে ইংল্যান্ড সিরিজই হয়তো তাঁর আন্তর্জাতিক কেরিয়ারের শেষ সিরিজ হতে চলেছে। হেরাথের অবসরে শ্রীলঙ্কা একদিকে যেমন তাঁর অসীম অভিজ্ঞতার অভাব বোধ করবে একইসঙ্গে টেস্টে নিয়মিত উইকেট শিকারীর অভাবেও ভুগবে।

English summary
Sri Lanka left arm spinner Rangana Herath will retire after the first Test against England at Galle next month.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X