For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

PCB Chairman: রামিজ রাজা খেলেন ঘাড়ধাক্কা, পিসিবি চেয়ারম্যানের দায়িত্বে নাজম

  • |
Google Oneindia Bengali News

পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান পদে রামিজ রাজাকে বসিয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। পাকিস্তানে পালাবদলের পর পিসিবি চেয়ারম্যান পদে রামিজ কতদিন থাকবেন তা নিয়ে জল্পনা চলছিলই। এরই মধ্যে পাকিস্তান দলের বিপর্যয় রামিজের ঘাড়ধাক্কা সুনিশ্চিত করে দিল।

রামিজকে ঘাড়ধাক্কা, পিসিবি চেয়ারম্যানের দায়িত্বে নাজম

দেশের মাটিতে ইংল্যান্ডের কাছে টেস্ট সিরিজ ০-৩ ব্যবধানে পরাস্ত হয়েছে পাকিস্তান। এরপরই রামিজকে সরিয়ে দেওয়া হলো পিসিবি চেয়ারম্যান পদ থেকে। ২০২১ সালের সেপ্টেম্বরে রামিজ পাকিস্তান ক্রিকেট বোর্ডের সর্বেসর্বা হয়েছিলেন। তবে ২টি টি ২০ বিশ্বকাপ ও ৫০ ওভারের মহিলা বিশ্বকাপেও পাকিস্তান চ্যাম্পিয়ন হতে পারেনি। পাকিস্তানের সংবাদমাধ্যমের দাবি, রামিজকে সরিয়ে পিসিবি প্রধানের পদে নাজম শেঠিকে বসানোর বিষয়ে অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

নাম প্রকাশে অনিচ্ছুক পিসিবি কর্তাকে উদ্ধৃত করে জিও নিউজের তরফে দাবি করা হয়েছে, পিসিবি চেয়ারম্যান পদে প্রাক্তন সাংবাদিক নাজমকে বসানোর বিষয়ে চারটি বিজ্ঞপ্তি জারি করা হবে পাকিস্তানের প্রধানমন্ত্রীর দফতর থেকে। পিসিবির ২০১৯ সালের সংবিধানকে বাতিল করার আনুষ্ঠানিক ঘোষণা করা হবে একটি নোটিফিকেশনের মাধ্যমে। ২০১৯ সালে পিসিবি চেয়ারম্যান হওয়ার জন্য যে দুজনের নাম মনোনীত করা হয়েছিল সেই বিজ্ঞপ্তিটিও অবলুপ্ত করা হবে নতুন নোটিফিকেশনের মাধ্যমে। ২০১৪ সালে পাকিস্তান ক্রিকেট বোর্ডের যে সংবিধান ছিল সেটি পুনঃপ্রতিষ্ঠিত করা হবে তৃতীয় নোটিফিকেশন মারফত। চতুর্থ বিজ্ঞপ্তিটিতে জানানো হবে, কারা বোর্ড পরিচালনার দায়িত্বে থাকবেন।

পিসিবি চেয়ারম্যানের পদ থেকে রামিজের সরা নিয়ে জল্পনা চলছিল অনেকদিন ধরেই। তবে রামিজ রাজা বারেবারেই সেই জল্পনা উড়িয়ে দাবি করছিলেন, তিনি দায়িত্বে বহাল থাকবেন, সরে কোথাও যাবেন না। পাকিস্তানে নতুন সরকার গঠিত হওয়ার পর পিসিবি কর্তাদের ডেকে রামিজ জানিয়েছিলেন, পিসিবি চেয়ারম্যানের দায়িত্বে বহাল থাকার ব্যাপারে তিনি সবুজ সঙ্কেত পেয়েছেন। যদিও পাকিস্তান দলের বিপর্যয়ের জেরে রামিজকে সরানোর রাস্তা পাকিস্তান সরকারের পক্ষেও সহজ হয়ে যায়।

পাকিস্তানের প্রধানমন্ত্রী দেশের ক্রিকেট বোর্ডের প্যাট্রন। তিনিই নাজম শেঠিকে চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার অনুমতি দিয়েছেন। বছর ৭৪-এর নাজম শেঠি দক্ষ প্রশাসক। ২০১৮ সালে ইমরান প্রধানমন্ত্রী হওয়ার পর নাজম শেঠি পিসিবি চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। এরপর এহসান মানি তিন বছর পিসিবি চেয়ারম্যানের দায়িত্ব সামলান। তারপর রামিজ ওই পদে বসেছিলেন। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডে কাছে দেশের মাটিতে টেস্ট সিরিজে পরাজয়, একটিও টেস্ট জিততে না পারা, সবটাই রামিজ পিসিবি চেয়ারম্যান থাকাকালীনই হয়েছে। ১৭ বছর পর পাকিস্তানে গিয়ে ইংল্যান্ডের ৩-০ ব্যবধানে সিরিজ জেতাই রামিজকে সমস্যায় ফেলে। তাঁর নেতৃত্বে পিসিবি যেভাবে চলছিল তাতে অনেকে অসন্তুষ্টও ছিলেন।

English summary
Nazam Sethi Set To Take Over As Pakistan Cricket Board Chairman. Ramiz Raja Has Been Sacked.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X