For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজকোটে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্য়াচ হওয়া নিয়ে হঠাৎ চিন্তা! পরিস্থিতি বুঝে দ্রাবিড়-পন্থ বড় পদক্ষেপের পথে

Google Oneindia Bengali News

দিল্লি ও কটকে পরাস্ত হওয়ার পর বিশাখাপত্তনমে ঘুরে দাঁড়িয়েছে ভারত। তবে দক্ষিণ আফ্রিকা এখনও পাঁচ ম্যাচের টি ২০ আন্তর্জাতিক সিরিজে এগিয়ে ২-১ ব্যবধানে। আজ জিতলেই তেম্বা বাভুমারা সিরিজ পকেটে পুরে ফেলবেন। তাতে ১২ বছর ভারতে সাদা বলের সিরিজ না হারার বিষয়টিও তাঁরা নিশ্চিত করতে পারবেন। ভারতের কাছে সিরিজ জিততে এখন দুটি ম্যাচই ডু অর ডাই। ফলে রাজকোটে আজ জমজমাট লড়াইয়েরই প্রতীক্ষা।

বৃষ্টির পূর্বাভাস

বৃষ্টির পূর্বাভাস

ভারতের কপালে চিন্তার ভাঁজ বাড়াতে পারে রাজকোটের আবহাওয়া। সেখানে ইতিমধ্যেই বর্ষা প্রবেশ করেছে। গতকাল ভারত ও দক্ষিণ আফ্রিকা নির্বিঘ্নেই অনুশীলন করে। কিন্তু তারপর বৃষ্টি নামে রাজকোটে। আজও সেখানে আংশিক মেঘলা আকাশ। এমনকী সন্ধ্যার পর বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। যদিও সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের স্টেডিয়ামের মাঠকর্মীরা প্রস্তুত রয়েছেন বৃষ্টি হলেও যাতে খেলা চালানো যায় সেই ব্যাপারে।

পরিস্থিতি বুঝে কম্বিনেশন

পরিস্থিতি বুঝে কম্বিনেশন

বৃষ্টি হলেও রাজকোটে গরম রয়েছে ভালোই। দিনে তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে। রাতের দিকে তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। তবে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ভালোই রয়েছে। সেটা দুই দলের ক্রিকেটারদের কাছেই চ্যালেঞ্জের হতে পারে। কিন্তু বৃষ্টির পূর্বাভাস থাকায় এবং বৃষ্টির জেরে ম্য়াচের ওভার কমলে দুই দলকেই রণকৌশল বদল আনতে হতে পারে। বৃষ্টি হলে ভারতেরই সমস্যা বেশি। খেলা যদি ভেস্তে যায় তাহলে ভারতের আর সিরিজ জেতা হবে না। বেঙ্গালুরুতে শেষ ম্যাচে পন্থরা জিতলেও সিরিজ ২-২-ই হবে।

ডি কক ফিরলে প্রোটিয়াদের শক্তি বাড়বে

ডি কক ফিরলে প্রোটিয়াদের শক্তি বাড়বে

দক্ষিণ আফ্রিকা প্রথম দুটি ম্যাচে ভারতকে দাপট সহকারে হারালেও তৃতীয় টি ২০ আন্তর্জাতিকে ৪৮ রানে পরাস্ত হয়েছে। এইডেন মার্করাম করোনা আক্রান্ত হয়েছিলেন সিরিজ শুরুর আগেই। তিনি করোনা জয় করলেও ইতিমধ্যেই গোটা সিরিজ থেকে ছিটকে গিয়েছেন। তবে স্বস্তির খবর কুইন্টন ডি কক হাতের চোট সারিয়ে গতকাল রাজকোটে অনুশীলন করেছেন। কটক ও বিশাখাপত্তনমে তিনি খেলতে পারেননি। ডি কক ম্যাচ ফিট থাকলে ওপেনার রিজা হেন্ডরিক্সের জায়গায় কামব্যাক করবেনষ দক্ষিণ আফ্রিকার বোলিং বিভাগেও পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।

উমরানের কতটা সম্ভাবনা?

উমরানের কতটা সম্ভাবনা?

ভারত প্রথম তিনটি ম্যাচে একই দল নামিয়েছে। আগের ম্যাচে জেতায় উইনিং কম্বিনেশন ভাঙার সম্ভাবনা কার্যত নেই। তবে জল্পনা চলছে, আবেশ খান প্রথম একাদশে জায়গা ধরে রাখতে পারবেন কিনা তা নিয়ে। আবেশ দিল্লিতে চার ওভারে ৩৫, কটকে ৩ ওভারে ১৭ ও বিশাখাপত্তনমে ৪ ওভারে ৩৫ রান দিয়ে একটিও উইকেট পাননি। তাঁকে অবলীলায় সামলেছেন প্রোটিয়া ব্যাটাররা। এই অবস্থায় আইপিএলে দুরন্ত ফর্মে থাকা উমরান মালিক ও অর্শদীপ সিং ভারতীয় দলে রয়েছেন। উমরানের চেয়েও বোলিং বৈচিত্র্যের নিরিখে এগিয়েই রয়েছেন অর্শদীপ। আবেশকে বসিয়ে রাজকোটে উমরান বা অর্শদীপের মধ্যে কারও আন্তর্জাতিক অভিষেক হয় কিনা সেদিকে তাকিয়ে ক্রিকেটপ্রেমীরা। শ্রেয়স আইয়ার ও ঋষভ পন্থের ব্যাটিংয়ের দিকেও থাকবে নজর। তবে দলে স্পিনার পরিবর্তনের সম্ভাবনা নেই।

রোহিত-পন্থদের সমালোচনায় গুরুতর অভিযোগ আনলেন টিম পেইন! পাল্টা জবাব রাহানেররোহিত-পন্থদের সমালোচনায় গুরুতর অভিযোগ আনলেন টিম পেইন! পাল্টা জবাব রাহানের

English summary
Rajkot's Inclement Weather Is Likely To Play A Spoilsport In The Fourth T20I Between India And South Africa. India Might Consider Arshdeep Singh In Place Of Avesh Khan.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X