For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL 2022: রজত পাতিদারের অপরাজিত শতরানের উপর ভর করে ইডেন উদ্যানে রানের পাহাড়ে আরসিবি

IPL 2022: রজত পাতিদারের অপরাজিত শতরানের উপর ভর করে ইডেনে রানের পাহাড়ে ব্যাঙ্গালোর

Google Oneindia Bengali News

রজত পাতিদারের অনবদ্য শতরানের উপর ভর করে ইডেন গার্ডেন্সে এলিমিনেটরে রানের চূড়ায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালোর। প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে আরসিবি তুলল ২০৭/৪ রান। ১১২ রানে অপরাজিত থাকেন পাতিদার। তাঁর এই ইনিংস বহু দিন মনে রাখবে কলকাতার ক্রিকেটপ্রেমীরা।

IPL 2022: রজত পাতিদারের অপরাজিত শতরানের উপর ভর করে ইডেন উদ্যানে রানের পাহাড়ে আরসিবি

আরসিবি'র ইনিংসের শেষটা যে ভাবে হয়েছে, ততটাও ভাল কিন্তু শুরুটা হয়নি। প্রথম বলেই মহসিন খানের বলে কুইন্টন ডি ককের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন দলের অধিনায়ক ফাফ ডু প্লেসিস। প্রোটিয়া তারকা গোল্ডেন ডাকে আউট হওয়ার পর দলের হাল ধরেন বিরাট কোহলি এবং রজত পাতিদার। কোহলি ব্যক্তিগত ২৫ রানে আউট হলেও এ দিনের সন্ধ্যাটা লেখাছিল পাতিদারের নামে। গোটা ম্যাচে দাপিয়ে বেড়ালেন রজত। ইন্দোরের এই ক্রিকেটারের সামনে ইডেনের ছোট মাঠ যেন আরও ছোট হয়ে গিয়েছিল। ব্যাটে বল লাগলেই তা নয় চার, নয়তো ছয়। এ দিন ৫৪ বলে ১১২ রানের ইনিংস আসে পাতিদারের ব্যাট থেকে। ১২টি চার এবং ৭টি ছয় দিয়ে নিজের ইনিংস সাজিয়েছিলেন তিনি। তাঁর স্ট্রাইক রেট ২০৭.৪১।

পাতিদার ছাড়া শেষের দিকে ব্যাঙ্গালোরের ইনিংসে ঝড় আনেন দীনেশ কার্তিক। ২৩ বলে অপরাজিক ৩৭ রান করেন তিনি। পাঁচটি চার এবং একটি ছয় দিয়ে নিজের ইনিংস সাজিয়েছিলেন ইডেন গার্ডেন্সকে হাতের তালুর মতো চেনা দীনেশ। একটা সময়ে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক হিসেবে এবং পরবর্তীতে দলের এক গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে এই মাঠে বহু স্মরণীয় ম্যাচ তিনি খেলেছেন। এ দিন ব্যাট হাতে সফল হননি গ্লেন ম্যাক্সওয়েল (৯) এবং মহিপাল লমরোর (১৪)।

মহসিন খন ছাড়া ইডেন উদ্যানে এই ম্যাচে লখনউ-এর কোনও বোলারের মধ্যে নিয়ন্ত্রণ ছিল না, ভুরিভুরি রান খরচ করেছেন প্রত্যেকে। ৪ ওভারে ২৫ রান দিয়ে ১ উইকেট নেওয়া একমাত্র মহসিন-ই ভাল বোলিং করেছেন। এছাড়া ক্রুণাল পান্ডিয়া (১/৩৯), আভেষ খান (১/৪৪), রবি বিষ্ণোই (১/৪৫), দুশমন্ত চামিরা (০/৫৪) একেবারেই ভাল পারফর্ম করতে পারেননি।

English summary
Rajat Patidar's century helps RCB to put big score against LSG in Eliminator in IPL 2022.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X