সিএসকে-র পাশে অনুশীলন, সোশ্যাল মিডিয়ায় ট্রোলড রাজস্থান রয়্যালস!
দুবাইয়ের যে মাঠে অনুশীলন করছে চেন্নাই সুপার কিংস, সেখানেই নেট খাটাচ্ছে রাজস্থান রয়্যালসও। আর তাতেই সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হল শিল্পা শেঠি ও রাজ কুন্দ্রার দল। রাজস্থান রয়্যালস তথা টিম ইন্ডিয়ার উইকেটরক্ষক ব্যাটসম্যান সঞ্জু স্যামসনের সরল প্রতিক্রিয়াই যত নষ্টের মূল।

আইসিসি-র ক্রিকেট অ্যাকাডেমির মাঠে শুক্রবার থেকে অনুশীলন শুরু করেছে চেন্নাই সুপার কিংস। একই মাঠে আগে থেকেই অনুশীলন চালিয়ে যাচ্ছেন রাজস্থান রয়্যালসের ক্রিকেটাররা। করোনা ভাইরাসের আবহে বায়ো বাবলের নিয়ম বজায় রেখে এমএস ধোনিদের অনুশীলন শেষ হলে মাঠে প্রবেশ করছেন রবিন উথাপ্পারা। ঠিক সেই সময় এমন কী কাণ্ড ঘটালেন সঞ্জু স্যামসন, যে গোটা দলকে নিয়ে মিম তৈরি করে ফেললেন নেটিজেনরা।
<blockquote class="twitter-tweet blockquote"><p lang="tl" dir="ltr">'Pata hai hum match kaha haare' moment for RR</p>— Chandan (@ChandanN__) <a href="https://twitter.com/ChandanN__/status/1302328233296146432?ref_src=twsrc%5Etfw">September 5, 2020</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>অনুশীলনের জন্য রাজস্থান রয়্যালসের ক্রিকেটারদের মাঠে প্রবেশ করার একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাতে দূরে চেন্নাই সুপার কিংসের ক্রিকেটারদের অনুশীলন করতে দেখা যাচ্ছে। মাঠে ঢোকার সময় সেদিকেই বিস্ময় চোখে তাকিয়ে রয়েছেন রাজস্থান রয়্যালসের অন্যতম ভরসা সঞ্জু স্যামসন। তাতেই ট্রোলড হয়েছে গোটা দল।
<blockquote class="twitter-tweet blockquote"><p lang="en" dir="ltr">We see you, <a href="https://twitter.com/ChennaiIPL?ref_src=twsrc%5Etfw">@ChennaiIPL</a>. 👀<a href="https://twitter.com/hashtag/HallaBol?src=hash&ref_src=twsrc%5Etfw">#HallaBol</a> | <a href="https://twitter.com/hashtag/RoyalsFamily?src=hash&ref_src=twsrc%5Etfw">#RoyalsFamily</a> | <a href="https://twitter.com/hashtag/Dream11IPL?src=hash&ref_src=twsrc%5Etfw">#Dream11IPL</a> <a href="https://t.co/8jXAub6GZC">pic.twitter.com/8jXAub6GZC</a></p>— Rajasthan Royals (@rajasthanroyals) <a href="https://twitter.com/rajasthanroyals/status/1302308961551441921?ref_src=twsrc%5Etfw">September 5, 2020</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>'এমএস ধোনি, দ্য আনটোল্ড স্টোরি' সিনেমার 'পাতা হ্যায় হাম ম্যাচ কাহা হারা' সংলাপকে একটু এদিক-ওদিক করে সঞ্জু স্যামসন ও রাজস্থান রয়্যালসকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা রকমের মিম তৈরি করেছেন নেটিজেনরা।
<blockquote class="twitter-tweet blockquote"><p lang="en" dir="ltr">We see you, <a href="https://twitter.com/ChennaiIPL?ref_src=twsrc%5Etfw">@ChennaiIPL</a>. 👀<a href="https://twitter.com/hashtag/HallaBol?src=hash&ref_src=twsrc%5Etfw">#HallaBol</a> | <a href="https://twitter.com/hashtag/RoyalsFamily?src=hash&ref_src=twsrc%5Etfw">#RoyalsFamily</a> | <a href="https://twitter.com/hashtag/Dream11IPL?src=hash&ref_src=twsrc%5Etfw">#Dream11IPL</a> <a href="https://t.co/8jXAub6GZC">pic.twitter.com/8jXAub6GZC</a></p>— Rajasthan Royals (@rajasthanroyals) <a href="https://twitter.com/rajasthanroyals/status/1302308961551441921?ref_src=twsrc%5Etfw">September 5, 2020</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>সিএসকে-র পরবর্তী অধিনায়ক কে, আভাস দিলেন ব্র্যাভো!