For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দলের ক্রিকেটারকে বিদ্বেষমূলক মন্তব্য, ইউজারকে ব্লক করল রাজস্থান রয়্যালস

দলের ক্রিকেটারকে বিদ্বেষমূলক মন্তব্য, ইউজারকে ব্লক করল রাজস্থান রয়্যালস

  • |
Google Oneindia Bengali News

দলের এক ক্রিকেটার সম্পর্কে বিদ্বেষমূলক মন্তব্য করার জন্য এক ইউজারকে নিজেদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে ডিলিট এবং ব্লক করে দিয়েছে রাজস্থান রয়্যালস। আগামী দিনেও এ ধরনের আচরণ বরদাস্ত করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে রাজ কুন্দ্রার দল।

জর্জ ফ্লয়েডের মৃত্যু

জর্জ ফ্লয়েডের মৃত্যু

পুলিশি হেফাজতে আফ্রো-মার্কিনি কৃষ্ণাঙ্গ ব্যক্তি জর্জ ফ্লয়েডের রহস্যজনক মৃত্যুকে ঘিরে বিক্ষোভে উত্তাল হয়েছে আমেরিকা। রাস্তায় নেমে প্রতিবাদে সোচ্চার হয়েছেন সে দেশের সাধারণ মানুষ। জনতা-পুলিশ খণ্ডযুদ্ধে দফায় দফায় উত্তপ্ত হয়েছে ডোনাল্ড ট্রাম্পের দেশ। অভিযুক্তদের শাস্তির দাবিতে সরব হয়েছেন নেটিজেনরা।

ক্রীড়া মহলের প্রতিবাদ

ক্রীড়া মহলের প্রতিবাদ

জর্জ ফ্লয়েডের মৃ্ত্যুর প্রতিবাদে সোচ্চার হয়েছে ক্রিকেট দুনিয়া। ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন সফল অধিনায়ক ড্যারেন স্যামি থেকে কিংবদন্তি ক্রিস গেইল, বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর ঘটনার তীব্র নিন্দায় সরব হয়েছেন। বর্ণবৈষম্যের বিরুদ্ধে মুখ খুলেছে আইসিসি এবং ইংল্যান্ড ক্রিকেট বোর্ডও।

বিদ্বেষের শিকার রাজস্থান

বিদ্বেষের শিকার রাজস্থান

অভিযোগ, আইপিএলের অন্যতম দল রাজস্থান রয়্যালসের কোনও ক্রিকেটারকে লক্ষ্য করে টুইটারে বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করা হয়েছে। তা জানার পরেই নড়চড়ে বসে ২০০৮ সালের আইপিএল চ্যাম্পিয়নরা। সঙ্গে সঙ্গে সেই পোস্ট ডিলিট করে দেয় স্টিভ স্মিথ, জোফ্রা আর্চারের দল। অভিযুক্ত ইউজারকে ব্লক করে দেওয়া পাশাপাশি নিজেদের সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে ডিলিটও করে দিয়েছে রাজস্থান রয়্যালস।

রয়্যালসের টুইট

দলের খেলোয়াড়ের প্রতি এহেন আচরণের তীব্র নিন্দায় সরব হয়েছে রাজস্থান রয়্যালস। বলেছে, বৈচিত্রের মধ্যে ঐক্যই তাদের সম্পদ। বর্ণবৈষম্য তারা বরদাস্ত করবে না বলেও জানিয়েছে রাজস্থান রয়্যালস। যদিও এই ইস্যুতে কোনও ক্রিকেটারের নাম উল্লেখ করেনি আইপিএল খেলা এই দল।

কে হতে পারেন

কে হতে পারেন

সাম্প্রতিক অতীতে ইংল্যান্ডের কৃষ্ণাঙ্গ ফাস্ট বোলার তথা বিশ্বকাপের নায়ক জোফ্রা আর্চারকে মাঠে এবং মাঠের বাইরে একাধিক বার বর্ণবিদ্বেষমূলক মন্তব্য শুনতে হয়েছে বলে জানানো হয়েছে। জোফ্রা রাজস্থান রয়্যালসেরও অন্যতম সদস্য। এক্ষেত্রে তাঁকে নিশানা করা হয়েছে কিনা, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে ক্রিকেট মহলে।

English summary
Rajasthan Royals blocked a user for directing racist abuse to player
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X