For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রঘুবংশী-রাজে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে শিখর-স্মৃতি উস্কে রেকর্ড গড়ল ভারত, রানের পাহাড়ে পিষ্ট উগান্ডা

  • |
Google Oneindia Bengali News

জোড়া বিস্ফোরক শতরান। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে গ্রুপ বি-র শীর্ষস্থান ধরে রেখে ভারতের কোয়ার্টার ফাইনাল পর্বে যাওয়া নিশ্চিত করে দিলেন অঙ্গকৃষ রঘুবংশী ও রাজ বাওয়া। এবারের বিশ্বকাপে দলগত সর্বাধিক রান উগান্ডার বিরুদ্ধে তুলে ফেলল ভারত। ১৪টি চার ও ৮টি ছক্কার সাহায্যে ১০৮ বলে অপরাজিত ১৬২ রানের ইনিংস খেলে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ব্যক্তিগত সর্বাধিক রানের নজির গড়লেন রাজ বাওয়া। রঘুবংশী ১২০ বলে করলেন ১৪৪। তাঁর ইনিংসে রয়েছে ২২টি চার ও ৪টি ছয়।

রঘুবংশী-রাজে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে শিখর-স্মৃতি উস্কে রেকর্ড গড়ল ভারত

(ছবি- বিসিসিআই টুইটার)

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ভারত এদিন টারৌবায় ৫ উইকেট হারিয়ে ৪০৫ রান তুলেছে। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ইতিহাসে এই নিয়ে ষষ্ঠবার কোনও দল চারশোর উপর রান তুলল। ২০০২ সালে কেনিয়ার বিরুদ্ধে অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব ১৯ দল তুলেছিল ৬ উইকেটে ৪৮০, ম্যাচ জিতেছিল ৪৩০ রানে। ২০১৮ সালের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ড কেনিয়ার বিরুদ্ধেই করেছিল ৪ উইকেটে ৪৩৬। ২০০৪ সালে ঢাকায় স্কটল্যান্ডের বিরুদ্ধে অম্বাতি রায়ুডুর নেতৃত্বাধীন ভারত ৩ উইকেট হারিয়ে ৪২৫ করেছিল। ২০১৮ সালের বিশ্বকাপেই শ্রীলঙ্কা কেনিয়ার অনূর্ধ্ব ১৯ দলের বিরুদ্ধে ৪ উইকেটে ৪১৯ তোলে। তারপর রইল ভারতের এদিনের কীর্তি। ২০০২ সালের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ডুনেডিনে ওয়েস্ট ইন্ডিজ স্কটল্যান্ডের বিরুদ্ধে করেছিল ৩ উইকেটে ৪০২।

শিখর ধাওয়ানের ১৩৮ বলে অপরাজিত ১৫৫ রানের রেকর্ড এদিন ভেঙে দিলেন রাজ বাওয়া। স্বাভাবিকভাবেই এটি তাঁর কেরিয়ারের সর্বাধিক স্কোর। ভারত যেবার ৪২৫ তুলেছিল সেই ম্যাচে শিখরের শতরানের পাশাপাশি রবিন উথাপ্পা ৯৭, রায়ুডু ৫৩, সুরেশ রায়না ৯০ রান করেছিলেন। রাজ বাওয়ার চেয়ে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে যাঁরা ব্যক্তিগত সর্বাধিক রান করার নিরিখে এগিয়ে তাঁরা হলেন শ্রীলঙ্কার হাসিথা বয়াগোড়া (১৫২ বলে ১৯১), নিউজিল্যান্ডের জ্যাকব ভুলা (১৪৪ বলে ১৮০) এবং ওয়েস্ট ইন্ডিজের ডনোভান পাগোন (১২৯ বলে ১৭৬)।

এদিন মানব পারেখের কোভিড পরিবর্ত হিসেবে সুযোগ পেয়ে ভারতীয় দলে অভিষেক হয়েছে বাসু বৎসের। উগান্ডা টস জিতে ফিল্ডিং নিয়েছিল। হার্নুর সিং ও অধিনায়ক নিশান্ত সিন্ধু দুজনেই ১৫ রান করেন। তৃতীয় উইকেট জুটিতে ২০৬ রান যোগ করেন রঘুবংশী ও রাজ। চলতি বিশ্বকাপে সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকায় রঘুবংশী উঠে এলেন তৃতীয় স্থানে, তিনটি ম্যাচে তিনি করেছেন ২২৮, সর্বাধিক এদিনের ১৪৪। এই শতরান ছাড়াও একটি অর্ধশতরান রয়েছে তাঁর। চতুর্থ স্থানে রাজ রয়েছেন, তিন ম্যাচে তাঁর সংগ্রহ ২১৭। চলতি অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে কোনও ম্যাচে ব্যক্তিগত সর্বাধিক রানের রেকর্ডটিও এদিন চলে এলো রাজ বাওয়ার দখলে। এর আগে ইংল্যান্ডের থমাস প্রেস্ট সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে করেছিলেন অপরাজিত ১৫৪, যা টপকে যান রাজ।

English summary
Raj Bawa Hits Highest Individual Score In U19 World Cup Angkrish Raghuvanshi Slams 144 Runs. India Have Scored 405 For The Loss Of 5 Wickets As Bawa Remained Not Out On 162 Off 108 Balls.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X