ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্টে থাবা বসাতে পারে বৃষ্টি, বিরাটদের প্রথম একাদশ নিয়ে চর্চা তুঙ্গে
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে দক্ষিণ আফ্রিকা অভিযান শুরু করবে ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ দিয়েই। সেঞ্চুরিয়নে বক্সিং ডে টেস্ট শুরু আগামী রবিবার থেকে। তবে প্রথম টেস্টে ফয়সালা হওয়া নিয়ে থাকছে সংশয়। কেন না, টেস্টের প্রথম তিন দিন ও শেষ দিনে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
|
আবহাওয়ার পূর্বাভাস
প্রথম টেস্টের প্রথম তিন দিন, অর্থাৎ ২৬, ২৭ ও ২৮ ডিসেম্বর মেঘাচ্ছন্ন আকাশ থাকার পূর্বাভাস রয়েছে। ভালো পরিমাণ বৃষ্টিও হতে পারে। টেস্টের চতুর্থ দিন আকাশ পরিষ্কার থাকলেও শেষ দিন আবার বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জানা গিয়েছে, সুপারস্পোর্ট পার্কের পিচে ঘাস থাকবে। প্রোটিয়া পেসাররা কড়া পরীক্ষার মুখেই ফেলতে পারেন ভারতীয় ব্যাটারদের।

সেঞ্চুরিয়নের পরিসংখ্যান
ভারত আজ অবধি যেমন দক্ষিণ আফ্রিকা থেকে টেস্ট সিরিজ জিতে ফিরতে পারেনি, তেমনই সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে দুটি টেস্ট খেলে একটিতেও জিততে পারেনি। ২০১০ সালে প্রোটিয়াদের কাছে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন ভারত পরাস্ত হয়েছিল ইনিংস ও ২৫ রানে। ২০১৮ সালে বিরাট কোহলির ভারতকে ১৩৫ রানে হারিয়েছিল দক্ষিণ আফ্রিকা।
|
ভারতের একাদশ নিয়ে জল্পনা
মেঘাচ্ছন্ন আকাশ ও বৃষ্টির পূর্বাভাস থাকায় সেইমতোই প্রথম একাদশ চূড়ান্ত করার পরিকল্পনা করতে হচ্ছে ভারতকে। বৃষ্টি হলে পিচের আর্দ্রভাবকে কাজে লাগিয়ে বিপজ্জনক হয়ে উঠতে পারেন কাগিসো রাবাডা, লুঙ্গি এনগিডির মতো জোরে বোলাররা। তবে ভারতীয় শিবিরকে খানিক স্বস্তি দিয়ে সিরিজ থেকে ছিটকে গিয়েছেন দুরন্ত ফর্মে থাকা আনরিখ নরকিয়া। এই পরিস্থিতিতে অজিঙ্ক রাহানের মতো অভিজ্ঞ ব্যাটারকে বাইরে রাখার ঝুঁকি নাও নিতে পারে ভারত। তবে রাহানেকে খেলালে প্রথম কম্বিনেশন নিয়ে অনেক প্রশ্ন থাকছে। তিন পেসার মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহ ও মহম্মদ সিরাজের প্রথম একাদশে থাকা চূড়ান্ত। দলে থাকবেন একমাত্র স্পিনার রবিচন্দ্রন অশ্বিন।
|
খোলা অনেক বিকল্পই
সিম বোলিং অলরাউন্ডার নাকি একজন অতিরিক্ত ব্যাটার খেলানো হবে তা নিয়েই ভাবনাচিন্তা চলছে ভারতীয় শিবিরে। ময়াঙ্ক আগরওয়াল, লোকেশ রাহুল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, অজিঙ্ক রাহানে, ঋষভ পন্থ ও রবিচন্দ্রন অশ্বিন, ভারতের প্রথম সাত যদি এরকম হয় এবং তিন পেসার খেলেন তাহলে একটিমাত্র জায়গার জন্য লড়াইয়ে তিনজন। শার্দুল ঠাকুরকে খেলানো হলে ভারতের হাতে চার পেসার থাকবে। কিন্তু রাহানে, পূজারাদের ফর্ম নিয়ে যেমন উদ্বেগ রয়েছে তেমনই ফর্মে থাকা হনুমা বিহারী বা শ্রেয়স আইয়ারকে বাইরে রাখা উচিত হবে কিনা তা নিয়ে চর্চা চলছে। বিরাট কোহলি যদি পাঁচ বোলারের থিওরি থেকে সরে আসেন তাহলে প্রথম একাদশে জায়গা পাবেন শ্রেয়স বা বিহারীর মধ্যে কোনও একজন। তবে বিরাট পাঁচ বোলারে নামতে চাইলে শার্দুলও খেলবেন। সেক্ষেত্রে মুম্বইয়ের মতো সেঞ্চুরিয়নেও রাহানের পরিবর্তে শ্রেয়সই খেলতে পারেন।