For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রোহিত-বিরাট কেন খেলছেন না টি ২০ সিরিজে? ভারতের স্প্লিট ক্যাপ্টেন্সি নিয়ে কোন জবাব দ্রাবিড়ের?

ভারতীয় দলে স্প্লিট ক্যাপ্টেন্সি নিয়ে চর্চার মধ্যেই মুখ খুললেন রাহুল দ্রাবিড়। হেড কোচের কথায় এ সম্পর্কে কোনও ধারণা নেই। আইপিএল ও অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে পরিকল্পনার কথাও জানিয়েছেন দ্রাবিড়।

  • |
Google Oneindia Bengali News

টি ২০ বিশ্বকাপের পর থেকেই দেখা যাচ্ছে রোহিত শর্মা, বিরাট কোহলি-সহ বেশ কয়েকজন সিনিয়রকে টি ২০ সিরিজে খেলানো হচ্ছে না। তাতে জল্পনা জোরালো হয়েছে, এই তারকারা কি তবে দেশের হয়ে শেষ টি ২০ খেলে ফেলেছেন? সে ব্যাপারে অবশ্য সরকারিভাবে কেউই কিছু বলেননি। রোহিত শর্মা জানিয়েছিলেন, এখনও টি ২০ ফরম্যাট ছাড়ার সিদ্ধান্ত নেননি। আইপিএলের পরেই সিদ্ধান্ত নেবেন।

স্প্লিট ক্যাপ্টেন্সি নিয়ে

স্প্লিট ক্যাপ্টেন্সি নিয়ে

আজ ইন্দোরে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন ভারতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড়। ভারতকে টি ২০ সিরিজে নেতৃত্ব দিচ্ছেন হার্দিক পাণ্ডিয়া। একদিনের আন্তর্জাতিক ও টেস্টে ক্যাপ্টেন্সি করছেন রোহিত শর্মা। ভারতীয় দল স্প্লিট ক্যাপ্টেন্সি নীতি ধরে চলছে কিনা সেই প্রশ্নের উত্তরে দ্রাবিড় বলেন, আমি এ ব্যাপারে জানি না। এই প্রশ্ন নির্বাচকদের করা যেতে পারে। তবে আমার ধারণা, তেমন কিছু এখনও হয়নি।

প্রাধান্য আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপকে

প্রাধান্য আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপকে

রাহুল দ্রাবিড় জানান, তাঁরা গুরুত্ব দিচ্ছেন আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপকে। ৯ ফেব্রুয়ারি থেকে দেশের মাটিতে চার টেস্টের সিরিজে ভারত খেলবে বিশ্বের ১ নম্বর দল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। দ্রাবিড় স্পষ্ট করে দিয়েছেন, যাঁরা টেস্ট সিরিজে খেলবেন তাঁরা যাতা ফ্রেশ থেকে মাঠে নামতে পারেন সেজন্য কিছু পরিকল্পনা করা হয়েছে। রোহিত শর্মা, বিরাট কোহলি দেশের মাটিতে চলতি বছর ওডিআই সিরিজগুলি খেলছেন। তবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি ২০ সিরিজে তাঁদের বিশ্রাম দেওয়া হয়েছে, যাতে তাঁরা তরতাজা হয়ে নামতে পারেন। ২ ফেব্রুয়ারি থেকে ভারতীয় দল অস্ট্রেলিয়ার সিরিজের জন্য প্রস্তুতি শিবিরে যোগ দেবে। তবে রঞ্জি ট্রফি কোয়ার্টার ফাইনালে টেস্ট দলের কেউ খেলবেন না, সেটিও স্পষ্ট করে দিয়েছেন ভারতের হেড কোচ। যদিও টেস্টের একাদশে না থাকলে কয়েকজন ক্রিকেটারকে রঞ্জি সেমিফাইনাল বা ফাইনাল খেলার জন্য ছাড়া হবে।

আইপিএলে খেলতে বাধা নেই তারকাদের

আইপিএলে খেলতে বাধা নেই তারকাদের

অক্টোবর-নভেম্বরে দেশের মাটিতে ৫০ ওভারের বিশ্বকাপ যাঁরা খেলবেন, সেই ক্রিকেটারদের আইপিএলে খেলার ব্যাপারে কোনও বিধিনিষেধ নেই বলেও জানিয়েছেন রাহুল দ্রাবিড়। যদি না কেউ চোটের কবলে পড়েন। দ্রাবিড় জানিয়েছেন, এনসিএ ও মেডিক্যাল টিম প্লেয়ারদের ব্যাপারে ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখবে। কেউ চোট না পেলে আমরা চাই সকলেই আইপিএল খেলুন। কেন না, এটা বিসিসিআইয়ের বড় টুর্নামেন্ট। ২০২৪ সালের টি ২০ বিশ্বকাপের প্রস্তুতির ক্ষেত্রেও এর গুরুত্ব রয়েছে।

বড় প্লেয়ারদের জন্য বিশেষ পরিকল্পনা

বড় প্লেয়ারদের জন্য বিশেষ পরিকল্পনা

দ্রাবিড় বলেন, ওয়ার্কলোড ম্যানেজমেন্টের বিষয়টি এখন ক্রিকেটের অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। সব সময় পরিস্থিতি পর্যালোচনা করা হয়। টি ২০ সিরিজে যাঁদের বিশ্রাম দেওয়া হচ্ছে সেটা ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণেই। ইনজুরি ম্যানেজমেন্ট আর ওয়ার্কলোড ম্যানেজমেন্টের মধ্যে তফাত রয়েছে। প্রাধান্য ঠিক করে এই দুইয়ের মঘ্যে ভারসাম্য বজায় রাখা হয়। বড় টুর্নামেন্টে যাতে দলের বড় প্লেয়ারদের পাওয়া যায় তা সুনিশ্চিত করা হয় এই প্রক্রিয়ার মাধ্যমে।

English summary
Rahul Dravid Says He Is Not Sure About India's Split Captaincy Theory. Indian Head Coach Reveals His Plans On India vs Australia Series.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X